ETV Bharat / bharat

পরপর রেল দুর্ঘটনায় নষ্ট কাজের পরিবেশ ! রাহুলকে স্মারকলিপি ট্রেন চালকদের - Rahul Gandhi Meets Loco Pilots

Rahul Gandhi: রাহুল গান্ধির কাছে স্মারকলিপি জমা দিলেন রেলের লোকো পাইলট অর্থাৎ, ট্রেন ও মালগাড়ির চালকরা ৷ নয়াদিল্লি রেল স্টেশনের লোকো পাইলটদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা ৷ সেখানেই লোকো পাইলটরা কাজের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ জানিয়েছেন রাহুলের কাছে ৷

ETV BHARAT
নয়াদিল্লি স্টেশনে লোকো পাইলটদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধির ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 8:22 PM IST

Updated : Jul 6, 2024, 8:43 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাতে অভিযোগের ঝুলি খুলে বসলেন লোকো পাইলট বা ট্রেন ও মালগাড়ির চালকরা ৷ নয়াদিল্লি রেল স্টেশনে শনিবার লোকো পাইলটদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা ৷ প্রায় পঞ্চাশ জন লোকো পাইলটের সঙ্গে দেখা করে, তাঁদের সমস্যার কথাগুলি শোনেন রাহুল ৷ তাঁদের সমস্যাগুলি সংসদে সরকারের সামনে তুলে ধরার আশ্বাসও দিয়েছেন কংগ্রেস নেতা ৷

এদিন রাহুল গান্ধির হাতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন লোকো পাইলটরা ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, বিগত কয়েকবছরে একের পর এক রেল দুর্ঘটনায় বারবার চালকদের দোষারোপ করা হচ্ছে ৷ এর ফলে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে লোকো পাইলটদের কাজের পরিবেশ ও পরিস্থিতিকে ঠিক করতে হবে ৷ তা না হলে, এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷ এক্ষেত্রে মানুষের ভুলে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে ৷

লোকো পাইলটদের অভিযোগ, দিনের পর দিন টানা কাজ করতে হচ্ছে তাঁদের ৷ তারপরেও পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না লোকো পাইলটরা ৷ বিশেষত, মালগাড়ির চালকদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি ৷ আর এর মূল কারণ, হালফিলে যে হারে ট্রেনের সংখ্যা বেড়েছে, তার নিরিখে পর্যাপ্ত চালক একেবারেই নেই ৷

লোকো পাইলটদের সমস্যার কথা শোনার পাশাপাশি, তা সংসদে সরকারের সামনে তুলে ধরার আশ্বাস দিয়েছেন রাহুল ৷ এদিন দিল্লির জিটিবি নগরে গিয়েছিলেন রাহুল ৷ সেখানে তিনি দিনমজুরের কাজ করেন, এমন শ্রমিকদের সঙ্গে দেখা করেওন ৷ তাঁদের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে একহাত নেন ৷ রাহুল বলেন, "নরেন্দ্র মোদির সরকারের অধীনে 'দেশের কারিগর'রা খুবই কষ্টের মধ্যে রয়েছেন ৷ আমি আজ জিটিবি নগরে হকার ও দিনমজুরদের সঙ্গে দেখা করেছিলাম ৷ তাঁদের অবস্থা খুবই খারাপ ৷ যাঁরা দেশ গঠন করছেন, তাঁদের পরিবারের ভবিষ্যৎ সংকটে রয়েছে ৷"

নয়াদিল্লি, 6 জুলাই: রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাতে অভিযোগের ঝুলি খুলে বসলেন লোকো পাইলট বা ট্রেন ও মালগাড়ির চালকরা ৷ নয়াদিল্লি রেল স্টেশনে শনিবার লোকো পাইলটদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা ৷ প্রায় পঞ্চাশ জন লোকো পাইলটের সঙ্গে দেখা করে, তাঁদের সমস্যার কথাগুলি শোনেন রাহুল ৷ তাঁদের সমস্যাগুলি সংসদে সরকারের সামনে তুলে ধরার আশ্বাসও দিয়েছেন কংগ্রেস নেতা ৷

এদিন রাহুল গান্ধির হাতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন লোকো পাইলটরা ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, বিগত কয়েকবছরে একের পর এক রেল দুর্ঘটনায় বারবার চালকদের দোষারোপ করা হচ্ছে ৷ এর ফলে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে লোকো পাইলটদের কাজের পরিবেশ ও পরিস্থিতিকে ঠিক করতে হবে ৷ তা না হলে, এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷ এক্ষেত্রে মানুষের ভুলে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে ৷

লোকো পাইলটদের অভিযোগ, দিনের পর দিন টানা কাজ করতে হচ্ছে তাঁদের ৷ তারপরেও পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না লোকো পাইলটরা ৷ বিশেষত, মালগাড়ির চালকদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি ৷ আর এর মূল কারণ, হালফিলে যে হারে ট্রেনের সংখ্যা বেড়েছে, তার নিরিখে পর্যাপ্ত চালক একেবারেই নেই ৷

লোকো পাইলটদের সমস্যার কথা শোনার পাশাপাশি, তা সংসদে সরকারের সামনে তুলে ধরার আশ্বাস দিয়েছেন রাহুল ৷ এদিন দিল্লির জিটিবি নগরে গিয়েছিলেন রাহুল ৷ সেখানে তিনি দিনমজুরের কাজ করেন, এমন শ্রমিকদের সঙ্গে দেখা করেওন ৷ তাঁদের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে একহাত নেন ৷ রাহুল বলেন, "নরেন্দ্র মোদির সরকারের অধীনে 'দেশের কারিগর'রা খুবই কষ্টের মধ্যে রয়েছেন ৷ আমি আজ জিটিবি নগরে হকার ও দিনমজুরদের সঙ্গে দেখা করেছিলাম ৷ তাঁদের অবস্থা খুবই খারাপ ৷ যাঁরা দেশ গঠন করছেন, তাঁদের পরিবারের ভবিষ্যৎ সংকটে রয়েছে ৷"

Last Updated : Jul 6, 2024, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.