নয়াদিল্লি, 6 জুলাই: রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাতে অভিযোগের ঝুলি খুলে বসলেন লোকো পাইলট বা ট্রেন ও মালগাড়ির চালকরা ৷ নয়াদিল্লি রেল স্টেশনে শনিবার লোকো পাইলটদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা ৷ প্রায় পঞ্চাশ জন লোকো পাইলটের সঙ্গে দেখা করে, তাঁদের সমস্যার কথাগুলি শোনেন রাহুল ৷ তাঁদের সমস্যাগুলি সংসদে সরকারের সামনে তুলে ধরার আশ্বাসও দিয়েছেন কংগ্রেস নেতা ৷
नरेंद्र मोदी की सरकार में ‘भारत बनाने वालों’ को भयंकर कष्ट झेलना पड़ रहा है।
— Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2024
मज़दूर एक दिन की कमाई से चार-चार दिन घर चलाने को मजबूर हैं। बचत के नाम पर एक पाई नहीं और ब्याज भरने की चिंता में वह पेट काट कर अपना जीवन गुजार रहे हैं।
GTB नगर में रेहड़ी-पटरी वालों और दिहाड़ी मजदूरों… pic.twitter.com/X6bTUkG7aw
এদিন রাহুল গান্ধির হাতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন লোকো পাইলটরা ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, বিগত কয়েকবছরে একের পর এক রেল দুর্ঘটনায় বারবার চালকদের দোষারোপ করা হচ্ছে ৷ এর ফলে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে লোকো পাইলটদের কাজের পরিবেশ ও পরিস্থিতিকে ঠিক করতে হবে ৷ তা না হলে, এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷ এক্ষেত্রে মানুষের ভুলে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে ৷
লোকো পাইলটদের অভিযোগ, দিনের পর দিন টানা কাজ করতে হচ্ছে তাঁদের ৷ তারপরেও পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না লোকো পাইলটরা ৷ বিশেষত, মালগাড়ির চালকদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি ৷ আর এর মূল কারণ, হালফিলে যে হারে ট্রেনের সংখ্যা বেড়েছে, তার নিরিখে পর্যাপ্ত চালক একেবারেই নেই ৷
লোকো পাইলটদের সমস্যার কথা শোনার পাশাপাশি, তা সংসদে সরকারের সামনে তুলে ধরার আশ্বাস দিয়েছেন রাহুল ৷ এদিন দিল্লির জিটিবি নগরে গিয়েছিলেন রাহুল ৷ সেখানে তিনি দিনমজুরের কাজ করেন, এমন শ্রমিকদের সঙ্গে দেখা করেওন ৷ তাঁদের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে একহাত নেন ৷ রাহুল বলেন, "নরেন্দ্র মোদির সরকারের অধীনে 'দেশের কারিগর'রা খুবই কষ্টের মধ্যে রয়েছেন ৷ আমি আজ জিটিবি নগরে হকার ও দিনমজুরদের সঙ্গে দেখা করেছিলাম ৷ তাঁদের অবস্থা খুবই খারাপ ৷ যাঁরা দেশ গঠন করছেন, তাঁদের পরিবারের ভবিষ্যৎ সংকটে রয়েছে ৷"