ETV Bharat / bharat

আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধি, দাবি সচিন পাইলটের - SACHIN PILOT ON RAHUL - SACHIN PILOT ON RAHUL

SACHIN PILOT ON RAHUL: রাহুল গান্ধি বর্তমানে বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন, আগামীতে দেশকেও নেতৃত্ব দেবেন ৷ এমনটাই দাবি করলেন সচিন পাইলট ৷

SACHIN PILOT ON RAHUL
রাহুলকে নিয়ে দাবি করলেন সচিন পাইলট (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Sep 29, 2024, 2:08 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: রাহুল গান্ধি এখন বিরোধী জোটকে নেতৃত্ব দিচ্ছেন ৷ আগামী দিনে তিনি দেশকেও নেতৃত্ব দেবেন ৷ রবিবার এমনটাই মন্তব্য করেন, কংগ্রেস সাধারণ সম্পাদক সচিন পাইলট ৷ তাঁর দাবি, রাহুল গান্ধি এমন একজন নেতা যিনি ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন ৷ সে মসয়ও গোটা বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে তাঁর পাশেই দাঁড়াবে। একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনেই রাহুল দেশকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন সচিন পাইলট ৷

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাইলট বলেন, "রাহুল গান্ধির ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের জন্য অবশ্যই ভাল ফলাফল এনে দিয়েছে ৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ ৷" এরই সঙ্গে, লোকসভায় বিরোধী দলের নেতার দায়িত্ব গ্রহণ করার পর রাহুল গান্ধির প্রভাব সম্পর্কে জানতে চাইলে সচিন পাইলট বলেন, "রাহুল গান্ধি বিরোধী দলের নেতা হিসেবে লোকসভায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বারবার প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন, যার জন্য সরকারের কাছে কোনও উত্তর নেই।"

সচিন আরও বলেন, "তিনি কেবল কংগ্রেসের জন্যই নয়, পুরো বিরোধী দলের জন্যই লড়ছেন ৷ রাহুল গান্ধি জনগণের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপনে অত্যন্ত সোচ্চার ছিলেন ৷ এর জেরে ব্যাকফুটে গিয়েছে সরকার ৷ সরকার সে সবের সন্তোষজনক উত্তর দিতে না পারায় শেষে ইউ-টার্ন নিতে বাধ্য হয়েছে ৷"

পাইলট অভিযোগ করেছেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার "সব কিছুতেই ব্যর্থ"। তাঁর কথায়, "আমরা সবাই তাঁকে (রাহুল) এমন একজন নেতা হিসাবে দেখি যিনি দেশের নেতৃত্ব দেবেন পরবর্তী নির্বাচনের পরই ৷ তখন ভারতের জনগণ এবং সমগ্র বিরোধীরা ঐক্যবদ্ধভাবে রাহুল গান্ধির পিছনে দাঁড়াবে ৷"

কেন্দ্রীয় সরকার গত 10 বছর ধরে যে অহংকার এবং আধিপত্যের ভিত্তি করেছিল, ভারতের জনগণ এই লোকসভা নির্বাচনে একটি কঠোর এবং গভীর বার্তা দিয়েছে বলেও জানান পাইলট ৷ তাঁর কথায়, "বর্তমান সরকারের চেয়ে বিরোধীদের প্রতি মানুষের বেশি আস্থা রয়েছে বিজেপি তা বুঝতে পেরেছে ৷ হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে, আমরা জয় পাব ৷ পরবর্তী দুটি রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও ইন্ডিয়া জোট ভালো ফল করবে ৷" (পিটিআই)

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: রাহুল গান্ধি এখন বিরোধী জোটকে নেতৃত্ব দিচ্ছেন ৷ আগামী দিনে তিনি দেশকেও নেতৃত্ব দেবেন ৷ রবিবার এমনটাই মন্তব্য করেন, কংগ্রেস সাধারণ সম্পাদক সচিন পাইলট ৷ তাঁর দাবি, রাহুল গান্ধি এমন একজন নেতা যিনি ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন ৷ সে মসয়ও গোটা বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে তাঁর পাশেই দাঁড়াবে। একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনেই রাহুল দেশকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন সচিন পাইলট ৷

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাইলট বলেন, "রাহুল গান্ধির ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের জন্য অবশ্যই ভাল ফলাফল এনে দিয়েছে ৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ ৷" এরই সঙ্গে, লোকসভায় বিরোধী দলের নেতার দায়িত্ব গ্রহণ করার পর রাহুল গান্ধির প্রভাব সম্পর্কে জানতে চাইলে সচিন পাইলট বলেন, "রাহুল গান্ধি বিরোধী দলের নেতা হিসেবে লোকসভায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বারবার প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন, যার জন্য সরকারের কাছে কোনও উত্তর নেই।"

সচিন আরও বলেন, "তিনি কেবল কংগ্রেসের জন্যই নয়, পুরো বিরোধী দলের জন্যই লড়ছেন ৷ রাহুল গান্ধি জনগণের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপনে অত্যন্ত সোচ্চার ছিলেন ৷ এর জেরে ব্যাকফুটে গিয়েছে সরকার ৷ সরকার সে সবের সন্তোষজনক উত্তর দিতে না পারায় শেষে ইউ-টার্ন নিতে বাধ্য হয়েছে ৷"

পাইলট অভিযোগ করেছেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার "সব কিছুতেই ব্যর্থ"। তাঁর কথায়, "আমরা সবাই তাঁকে (রাহুল) এমন একজন নেতা হিসাবে দেখি যিনি দেশের নেতৃত্ব দেবেন পরবর্তী নির্বাচনের পরই ৷ তখন ভারতের জনগণ এবং সমগ্র বিরোধীরা ঐক্যবদ্ধভাবে রাহুল গান্ধির পিছনে দাঁড়াবে ৷"

কেন্দ্রীয় সরকার গত 10 বছর ধরে যে অহংকার এবং আধিপত্যের ভিত্তি করেছিল, ভারতের জনগণ এই লোকসভা নির্বাচনে একটি কঠোর এবং গভীর বার্তা দিয়েছে বলেও জানান পাইলট ৷ তাঁর কথায়, "বর্তমান সরকারের চেয়ে বিরোধীদের প্রতি মানুষের বেশি আস্থা রয়েছে বিজেপি তা বুঝতে পেরেছে ৷ হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে, আমরা জয় পাব ৷ পরবর্তী দুটি রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও ইন্ডিয়া জোট ভালো ফল করবে ৷" (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.