ETV Bharat / bharat

সংসদে 'চক্রব্যূহ' মন্তবের পর আমার বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা: রাহুল - Rahul Gandhi

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 9:57 AM IST

Rahul Gandhi: বাজেট অধিবেশনে লোকসভায় ‘চক্রব্যূহ’ মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার ৷ নিজের এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 2 অগস্ট: লোকসভায় আমার ‘চক্রব্যূহ’ মন্তব্য ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার ৷ তাই, আমার বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে ৷ এমনটাই দাবি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ৷ নিজের এক্স হ্যান্ডল পোস্টে রাহুল গান্ধি লেখেন, "আপাতদৃষ্টিতে দু'জনের মধ্যে একজনের আমার চক্রব্যূহ মন্তব্য পছন্দ হয়নি ৷ তাই আমার বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে ৷"

পাশাপাশি ইডি ডিরেক্টরকে ট্যাগ করে তিনি লেখেন, "আমি অপেক্ষা করছি ৷ সঙ্গে আমার তরফে চা-বিস্কুটও থাকবে ৷" তাঁর বিরুদ্ধে অভিযানের পরিকল্পনার কথা ইডি-র ভিতরের লোকেরাই তাঁকে জানিয়েছে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ ৷

সোমবার লোকসভায় বাজেট সংক্রান্ত বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোগ দাগেন কংগ্রেস সাংসদ ৷ মহাভারত ও কুরুক্ষেত্রর কথা উল্লেখ করে 'চক্রব্যূহ' প্রসঙ্গ তুলে ধরেন রাহুল ৷ তিনি দাবি করেছিলেন, ছয় জনের একটি দল সমগ্র দেশকে একটি 'চক্রব্যূহ'-এ আটকে রেখে চার দিকে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে ৷ 'ইন্ডিয়া' জোট তা ভেঙে দেবে বলেও প্রতিশ্রুতি দেন লোকসভার বিরোধী দলনেতা ৷

বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছিলেন, "একটা 'চক্রব্যূহ'-এর মাধ্যমে ভয়কে ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই 'চক্রব্যূহে' সবাই জড়িয়ে পড়েছে ৷ এমনকী বিজেপির সাংসদ থেকে শুরু করে কর্মী এবং কৃষকরাও ৷ হাজার হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে ছ’জন ব্যক্তি এক যুবককে হত্যা করেছিলেন ৷ সেই যুবক অভিমন্যুকে 'চক্রব্যূহে' ফাঁসানো হয়েছিল ৷ সেই 'চক্রব্যূহ' ছিল হিংসা এবং ভয়ের ৷ সেখানে অভিমন্যু বাঁধা পড়েছিলেন এবং তাঁকে হত্যা করা হয়েছিল ৷"

এই প্রসঙ্গে বিজেপির দলীয় প্রতীক 'পদ্ম' ফুলকে চক্রব্যূহের সঙ্গে তুলনা করেছিলেন রায়বেরেলি সাংসদ ৷ রাহুল বলেছিলেন, "চক্রব্যূহকে এখন 'পদ্মব্যূহ' বলা হয় ৷ যার একাধিক স্তর আছে ৷ ঠিক যেমন পদ্ম ফুলের রয়েছে ৷ আপনারা 'চক্রব্যূহ' তৈরি করবেন ৷ আর আমরা সেই 'চক্রব্যূহ' ভেঙে দেব ৷"

তাঁর আরও অভিযোগ, "একুশ শতকে আরও একটি 'চক্রব্যূহ' তৈরি করা হচ্ছে ৷ আর সেটা পদ্মের আকারে ৷ সেই প্রতীকটি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) নিজের বুকে লাগিয়ে আসেন ৷ অভিমুন্যুর সঙ্গে যা হয়েছিল, আজ তা দেশের প্রতিটি যুবক-যুবতী, মহিলা, কৃষক এবং ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্তদের সঙ্গে হচ্ছে ৷"

রাহুল গান্ধির মন্তব্যে মহিলাদের অপমান, কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা

নয়াদিল্লি, 2 অগস্ট: লোকসভায় আমার ‘চক্রব্যূহ’ মন্তব্য ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার ৷ তাই, আমার বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে ৷ এমনটাই দাবি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ৷ নিজের এক্স হ্যান্ডল পোস্টে রাহুল গান্ধি লেখেন, "আপাতদৃষ্টিতে দু'জনের মধ্যে একজনের আমার চক্রব্যূহ মন্তব্য পছন্দ হয়নি ৷ তাই আমার বিরুদ্ধে ইডি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে ৷"

পাশাপাশি ইডি ডিরেক্টরকে ট্যাগ করে তিনি লেখেন, "আমি অপেক্ষা করছি ৷ সঙ্গে আমার তরফে চা-বিস্কুটও থাকবে ৷" তাঁর বিরুদ্ধে অভিযানের পরিকল্পনার কথা ইডি-র ভিতরের লোকেরাই তাঁকে জানিয়েছে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ ৷

সোমবার লোকসভায় বাজেট সংক্রান্ত বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোগ দাগেন কংগ্রেস সাংসদ ৷ মহাভারত ও কুরুক্ষেত্রর কথা উল্লেখ করে 'চক্রব্যূহ' প্রসঙ্গ তুলে ধরেন রাহুল ৷ তিনি দাবি করেছিলেন, ছয় জনের একটি দল সমগ্র দেশকে একটি 'চক্রব্যূহ'-এ আটকে রেখে চার দিকে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে ৷ 'ইন্ডিয়া' জোট তা ভেঙে দেবে বলেও প্রতিশ্রুতি দেন লোকসভার বিরোধী দলনেতা ৷

বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছিলেন, "একটা 'চক্রব্যূহ'-এর মাধ্যমে ভয়কে ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই 'চক্রব্যূহে' সবাই জড়িয়ে পড়েছে ৷ এমনকী বিজেপির সাংসদ থেকে শুরু করে কর্মী এবং কৃষকরাও ৷ হাজার হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে ছ’জন ব্যক্তি এক যুবককে হত্যা করেছিলেন ৷ সেই যুবক অভিমন্যুকে 'চক্রব্যূহে' ফাঁসানো হয়েছিল ৷ সেই 'চক্রব্যূহ' ছিল হিংসা এবং ভয়ের ৷ সেখানে অভিমন্যু বাঁধা পড়েছিলেন এবং তাঁকে হত্যা করা হয়েছিল ৷"

এই প্রসঙ্গে বিজেপির দলীয় প্রতীক 'পদ্ম' ফুলকে চক্রব্যূহের সঙ্গে তুলনা করেছিলেন রায়বেরেলি সাংসদ ৷ রাহুল বলেছিলেন, "চক্রব্যূহকে এখন 'পদ্মব্যূহ' বলা হয় ৷ যার একাধিক স্তর আছে ৷ ঠিক যেমন পদ্ম ফুলের রয়েছে ৷ আপনারা 'চক্রব্যূহ' তৈরি করবেন ৷ আর আমরা সেই 'চক্রব্যূহ' ভেঙে দেব ৷"

তাঁর আরও অভিযোগ, "একুশ শতকে আরও একটি 'চক্রব্যূহ' তৈরি করা হচ্ছে ৷ আর সেটা পদ্মের আকারে ৷ সেই প্রতীকটি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) নিজের বুকে লাগিয়ে আসেন ৷ অভিমুন্যুর সঙ্গে যা হয়েছিল, আজ তা দেশের প্রতিটি যুবক-যুবতী, মহিলা, কৃষক এবং ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্তদের সঙ্গে হচ্ছে ৷"

রাহুল গান্ধির মন্তব্যে মহিলাদের অপমান, কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.