ETV Bharat / bharat

খানাউরিতে নিহত কৃষকের পরিবারকে 1 কোটির আর্থিক সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Farmer Protest: পঞ্জাব-হরিয়ানা সীমানায় নিহত কৃষক শুভকরণ সিংয়ের পরিবারকে 1 কোটি টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷ সঙ্গে নিহত কৃষকের বোনকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানালেন তিনি ৷ বুধবার আন্দোলকারী কয়েকজন কৃষক ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টার করেন। সেই দলে শুভকরণও ছিলেন। ঠিক সেই সময়, 21 বছরের ওই যুবকের মৃত্যু হয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 2:58 PM IST

চণ্ডিগড়, 23 ফেব্রুয়ারি: পঞ্জাব-হরিয়ানা সীমানায় নিহত 21 বছরের কৃষক শুভকরণ সিংয়ের পরিবারকে 1 কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হল ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই ঘোষণা করেছেন ৷ সঙ্গে নিহত কৃষকের বোনকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ৷ বুধবার পঞ্জাব-হরিয়ানার খানাউরি সীমানায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় আন্দোলনকারী ওই কৃষকের ৷ যে ঘটনায় 12 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন ৷

সোশাল মিডিয়ায় ভগবন্ত মান নিহত কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির কথা ঘোষণা করেন ৷ তিনি লেখেন, "খানাউরি সীমানায় কৃষক আন্দোলন চলাকালীন শহিদ শুভকরণ সিংয়ের পরিবারকে পঞ্জাব সরকারের তরফে 1 কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ তাঁর ছোট বোনকে একটি সরকারি চাকরিও দেওয়া হবে ৷ ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে ৷"

বুধবারের ওই ঘটনায় আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির তরফে নিহত 21 বছরের শুভকরণ সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি তোলা হয়েছিল ৷ সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের দাবিও করা হয় ৷ এর আগে বৃহস্পতিবারই পঞ্জাবের মুখ্যমন্ত্রী শুভকরণ সিংয়ের পরিবারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন ৷ তারপর আজ এই আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেলেন ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রের তরফে পঞ্জাব সরকারকে রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি দেওয়া হচ্ছে ৷

ভগবন্ত মান বলেন, "শুভকরণ এখানে জনপ্রিয়তা লাভ করার জন্য আসেননি ৷ তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য দামের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিল ৷ পঞ্জাব সরকার কৃষকদের সঙ্গে রয়েছে ৷ কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিচ্ছে ৷ আমি এই ধরনের হুমকিতে ভয় পাই না ৷ আমি আর কোনও শুভকরণকে মরতে দেব না ৷ আমার কাছে কোনও পদ (মুখ্যমন্ত্রিত্ব) গুরুত্বপূর্ণ নয় ৷ আমাকে ভয় দেখানো বন্ধ করুন ৷ আমাদের হুমকি দেওয়ার আগে মণিপুর ও নুহ নিয়ে ভাবুন ৷" আইনশৃঙ্খলার অবনতির জন্য ভগবন্ত মান হরিয়ানা পুলিশকেই দায়ী করেছেন ৷

আরও পড়ুন:

  1. পঞ্জাবের খানৌরি সীমান্তে গুলির আঘাতে কৃষকের মৃত্যুর অভিযোগ
  2. কৃষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা মল্লিকার্জুন খাড়গের

চণ্ডিগড়, 23 ফেব্রুয়ারি: পঞ্জাব-হরিয়ানা সীমানায় নিহত 21 বছরের কৃষক শুভকরণ সিংয়ের পরিবারকে 1 কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হল ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই ঘোষণা করেছেন ৷ সঙ্গে নিহত কৃষকের বোনকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ৷ বুধবার পঞ্জাব-হরিয়ানার খানাউরি সীমানায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় আন্দোলনকারী ওই কৃষকের ৷ যে ঘটনায় 12 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন ৷

সোশাল মিডিয়ায় ভগবন্ত মান নিহত কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির কথা ঘোষণা করেন ৷ তিনি লেখেন, "খানাউরি সীমানায় কৃষক আন্দোলন চলাকালীন শহিদ শুভকরণ সিংয়ের পরিবারকে পঞ্জাব সরকারের তরফে 1 কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ তাঁর ছোট বোনকে একটি সরকারি চাকরিও দেওয়া হবে ৷ ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে ৷"

বুধবারের ওই ঘটনায় আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির তরফে নিহত 21 বছরের শুভকরণ সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি তোলা হয়েছিল ৷ সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের দাবিও করা হয় ৷ এর আগে বৃহস্পতিবারই পঞ্জাবের মুখ্যমন্ত্রী শুভকরণ সিংয়ের পরিবারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন ৷ তারপর আজ এই আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেলেন ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রের তরফে পঞ্জাব সরকারকে রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি দেওয়া হচ্ছে ৷

ভগবন্ত মান বলেন, "শুভকরণ এখানে জনপ্রিয়তা লাভ করার জন্য আসেননি ৷ তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য দামের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিল ৷ পঞ্জাব সরকার কৃষকদের সঙ্গে রয়েছে ৷ কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিচ্ছে ৷ আমি এই ধরনের হুমকিতে ভয় পাই না ৷ আমি আর কোনও শুভকরণকে মরতে দেব না ৷ আমার কাছে কোনও পদ (মুখ্যমন্ত্রিত্ব) গুরুত্বপূর্ণ নয় ৷ আমাকে ভয় দেখানো বন্ধ করুন ৷ আমাদের হুমকি দেওয়ার আগে মণিপুর ও নুহ নিয়ে ভাবুন ৷" আইনশৃঙ্খলার অবনতির জন্য ভগবন্ত মান হরিয়ানা পুলিশকেই দায়ী করেছেন ৷

আরও পড়ুন:

  1. পঞ্জাবের খানৌরি সীমান্তে গুলির আঘাতে কৃষকের মৃত্যুর অভিযোগ
  2. কৃষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা মল্লিকার্জুন খাড়গের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.