নয়াদিল্লি, 11 এপ্রিল: বরখাস্ত করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারকে ৷ ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স (ডিওভি) বুধবার বিভব কুমারের নিয়োগকে অবৈধ এবং বেআইনি বলে পদ থেকে সরিয়ে দিয়েছে। এর আগে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিভবকে মদ কেলেঙ্কারির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। বর্তমানে তিহাড় জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়াল ৷ সূত্রের খবর, কেজরিওয়ালের পরিবার ছাড়াও বিভব কুমারও জেলে কেজরির সঙ্গে দেখা করেছেন কয়েকবার।
দিল্লির ভিজিল্যান্স বিভাগের বিশেষ সচিব ওয়াইভিভিজে রাজশেখরের জারি করা পাঁচ পৃষ্ঠার আদেশে, ডিওভি অবিলম্বে বিভব কুমারকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। ডিরেক্টরেট অফ ভিজিল্যান্সের নির্দেশে বিভব কুমারের নিয়োগের সময় কেন্দ্রীয় সিভিল সার্ভিসের নিয়ম লঙ্ঘনের কথাও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিবৃতিতে, ডিওভি জানিয়েছে, বিভব কুমারের নিয়োগের জন্য নির্ধারিত পদ্ধতি এবং নিয়মগুলি 'সততার সঙ্গে' অনুসরণ করা হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মদ কেলেঙ্কারির মামলার তদন্ত করছে ৷ সোমবার কেজরিওয়ালের সহকারী বিভব কুমারকেও এজেন্সি জিজ্ঞাসাবাদ করেছে। সূত্রের খবর, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) ধারার অধীনে বিভব কুমারের বক্তব্যও রেকর্ড করা হয়েছে ৷
ইডি চার্জশিট অনুসারে, বিভব কুমারের মোবাইল নম্বরের আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম পরিচয় 2021 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের জুলাইয়ের মধ্যে চারবার পরিবর্তন করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে, এজেন্সি 16 ঘন্টার জন্য কেজরিওয়ালের সচিবের বাড়িতে অভিযান চালায় ৷ পরবর্তীকালে কেজরিওয়াল ইডি-কে আক্রমণ করে অভিযোগ করেন, এজেন্সির পদক্ষেপ 'বিদ্বেষ' দ্বারা পরিচালিত। বিভব কুমারের বাড়িতে ইডি'র অভিযান প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "23 জন ইডি অফিসার 16 ঘণ্টা ধরে অভিযান চালান। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেও কিছুই উদ্ধার হয়নি।" কেজরিওয়াল ইডি-র পদক্ষেপের পিছনে 'প্রতিহিংসা'র অভিযোগ করে জানান, আপকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন
দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি