ETV Bharat / bharat

পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ, নাবালিকা গণধর্ষণে মূল অভিযুক্তের মৃত্যু - Assam Minor Girl Gang Rape - ASSAM MINOR GIRL GANG RAPE

Prime Accused of Assam Rape Case Dies: অসমের ধিং গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত তাফাজ্জুল ইসলামের মৃত্যু হয়েছে। নগাঁও জেলা পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে অভিযুক্ত তাফাজ্জুল পুলিশের হাত থেকে বাঁচতে একটি পুকুরে ঝাঁপ দেয় এবং সেই পুকুর থেকেই শনিবার সকালে তার দেহ উদ্ধার হয়। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Assam Minor Gang Rape
অভিযুক্তের সন্ধানে পুকুরে তল্লাশি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 10:36 AM IST

Updated : Aug 24, 2024, 12:56 PM IST

ধিং (অসম), 24 অগস্ট: পালাতে গিয়ে মৃত্যু হল নাবালিকা গণধর্ষণে মূল অভিযুক্তের ৷ স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে অসমের নগাঁও জেলার ধিং গ্রামে পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়চ্ছিল অভিযুক্ত ৷ তখনই সে পুকুরে ঝাঁপ দেয় এবং প্রাণ হারায় ৷ গত বৃহস্পতিবার এক নাবালিকা গণধর্ষণের ঘটনা ঘটে ধিং-এ ৷ সে দশম শ্রেণির ছাত্রী বলে সূত্রের খবর ৷ এই ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে সে অন্যতম ৷ বাকি দু'জন পলাতক বলে জানা গিয়েছে ৷

অসমের ধিং গ্রামে পুলিশের থেকে বাঁচতে গিয়ে মৃত্যু গণধর্ষণে মূল অভিযুক্তের (ইটিভি ভারত)

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই ঘটনায় মূল অভিযুক্ত তাফাজ্জুল ইসলামকে শুক্রবার বিকেলে দীর্ঘ জেরার পর গ্রেফতার করে পুলিশ ৷ সে পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল ৷ সে সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, শনিবার ভোর 4টে নাগাদ অভিযুক্ত ইসলামকে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তখনই সে পালানোর চেষ্টা করতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় ৷ সেখানে জলে ডুবে গিয়ে তার মৃত্যু হয় ৷

ধিং পুলিশের কথায়, "আমরা ওই অপরাধের ঘটনার পুনর্নির্মাণ করতে যাচ্ছিলাম ৷ সেসময় অভিযুক্ত পুলিশি হেফাজত থেকে পালিয়ে কাছেই একটি পুকুরে ঝাঁপ দেয় ৷ সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান চালানো হয় ৷ প্রায় 2 ঘণ্টা পর দেহ উদ্ধার হয় ৷"

বৃহস্পতিবার সন্ধ্যায় নগাঁও জেলার ভকত গাঁও এলাকায় এক নাবালিকা টিউশন শেষে তার সাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিল ৷ সেসময় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পরে অচেতন অবস্থায় তার দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় ৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় ৷ এই ঘটনায় ধিং এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখায় ৷ ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা রাজ্যে ৷ শুক্রবার অসমের ছাত্র সংগঠন আসু ধিং এলাকায় বনধ ডাকে ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনার তীব্র নিন্দা করেন ৷ তিনি পুলিশের শীর্ষ কর্তাদের জঘন্য অপরাধের ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেন ৷

ধিং (অসম), 24 অগস্ট: পালাতে গিয়ে মৃত্যু হল নাবালিকা গণধর্ষণে মূল অভিযুক্তের ৷ স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে অসমের নগাঁও জেলার ধিং গ্রামে পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়চ্ছিল অভিযুক্ত ৷ তখনই সে পুকুরে ঝাঁপ দেয় এবং প্রাণ হারায় ৷ গত বৃহস্পতিবার এক নাবালিকা গণধর্ষণের ঘটনা ঘটে ধিং-এ ৷ সে দশম শ্রেণির ছাত্রী বলে সূত্রের খবর ৷ এই ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে সে অন্যতম ৷ বাকি দু'জন পলাতক বলে জানা গিয়েছে ৷

অসমের ধিং গ্রামে পুলিশের থেকে বাঁচতে গিয়ে মৃত্যু গণধর্ষণে মূল অভিযুক্তের (ইটিভি ভারত)

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই ঘটনায় মূল অভিযুক্ত তাফাজ্জুল ইসলামকে শুক্রবার বিকেলে দীর্ঘ জেরার পর গ্রেফতার করে পুলিশ ৷ সে পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল ৷ সে সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, শনিবার ভোর 4টে নাগাদ অভিযুক্ত ইসলামকে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তখনই সে পালানোর চেষ্টা করতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় ৷ সেখানে জলে ডুবে গিয়ে তার মৃত্যু হয় ৷

ধিং পুলিশের কথায়, "আমরা ওই অপরাধের ঘটনার পুনর্নির্মাণ করতে যাচ্ছিলাম ৷ সেসময় অভিযুক্ত পুলিশি হেফাজত থেকে পালিয়ে কাছেই একটি পুকুরে ঝাঁপ দেয় ৷ সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান চালানো হয় ৷ প্রায় 2 ঘণ্টা পর দেহ উদ্ধার হয় ৷"

বৃহস্পতিবার সন্ধ্যায় নগাঁও জেলার ভকত গাঁও এলাকায় এক নাবালিকা টিউশন শেষে তার সাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিল ৷ সেসময় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পরে অচেতন অবস্থায় তার দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় ৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় ৷ এই ঘটনায় ধিং এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখায় ৷ ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা রাজ্যে ৷ শুক্রবার অসমের ছাত্র সংগঠন আসু ধিং এলাকায় বনধ ডাকে ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনার তীব্র নিন্দা করেন ৷ তিনি পুলিশের শীর্ষ কর্তাদের জঘন্য অপরাধের ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেন ৷

Last Updated : Aug 24, 2024, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.