নয়াদিল্লি, 31 মার্চ: নতুন অর্থবর্ষের শুরুতেই দাম বাড়তে চলেছে বেশ কয়েকটি ওষুধের। সোমবার থেকেই দিতে হবে নতুন দাম। পেনকিলার থেকে শুরু করে অ্যান্টিবায়োটিকের দাম বাড়ছে বলে কয়েকটি সূত্রে জানা গিয়েছে। 65 ধরনের 923টি ওষুধের দাম বাড়তে চলেছে। তবে কোনও ক্ষেত্রেই দাম খুব বেশি বাড়বে না বলেই জানা গিয়েছে। 0.0055 শতাংশ হারে ওষুধের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তার ফলে ক্রেতাদের খরচ বিরাট পরিমাণে না বাড়লেও খানিকটা যে বাড়বে তাতে সন্দেহের কোনও অবকাশ নেই।
ওষুধের দাম ঠিক করার দায়িত্বে থাকা সংস্থা এনএপিএ-র তরফে এক বিবৃতি জারি করে রবিবার এই খবর জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, জরুরি ওষুধ সংক্রান্ত যে তালিকা রয়েছে তার মধ্য়ে কয়েকটির দাম বাড়তে চলেছে। কীভাবে দাম বাড়ানো হয়েছে তার বিস্তারিত উল্লেখও আছে বিবৃতিতে। তাতে স্পষ্ট করে বলা আছে, বাণিজ্য মন্ত্রক থেকে 2022-2023 অর্থবর্ষের পাইকারি মূল্য সূচক সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আর তাছাড়া এই পরিমাণে (0.0055 শতাংশ) দাম বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রয়োজন নেই বলেও জানিয়েছে নাপা।
একটি হিসেব থেকে জানা গিয়েছে, পেনকিলারের দাম কমবেশি 2.05 টাকার আশপাশে বাড়তে পারে। অন্য কয়েকটি ওষুধের দাম 0.71 পয়সার আশপাশে বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিটি ওষুধের ক্ষেত্রেই যে এই হিসেব মিলবে এমন ভাবার কোনও কারণ নেই। কয়েকটি ওষুধের দাম আরও বেশি বাড়তে পারে।
আরও পড়ুন: