ETV Bharat / bharat

'জয় জগন্নাথ', দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুর্মু-মোদি-মমতার - Rath Yatra 2024 - RATH YATRA 2024

Murmu-Modi-Mamata Greetings on Rath Yatra: দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুভেচ্ছা জানান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও ৷

ETV BHARAT
রথযাত্রার শুভেচ্ছা মুর্মু-মোদি-মমতার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 12:48 PM IST

ভুবনেশ্বর, 7 জুলাই: রথযাত্রা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার ওড়িয়া এবং হিন্দিতে এক্স হ্যান্ডেলে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন । তিনি লিখেছেন, "মহাপ্রভু শ্রী জগন্নাথের বিশ্ববিখ্যাত রথযাত্রা উপলক্ষে আমি আমাদের দেশের সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । দেশ ও বিশ্বের অগণিত জগন্নাথপ্রেমী আজ রথে তিন দেবতাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷" উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মু ওড়িশাতেই রয়েছেন এবং আজ বিকেলে পুরী থেকেই সেখানকার রথযাত্রার সাক্ষী থাকবেন তিনি । মেগা উৎসব উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "পবিত্র রথযাত্রার শুরুতে শুভেচ্ছা । আমরা মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করি এবং প্রার্থনা করি যে তাঁর আশীর্বাদ আমাদের উপর অবিরত থাকে ।"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময় । আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন । ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি যোগ দেব, আগামী বছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা ! জয় জগন্নাথ!!!"

একইভাবে, একটি ভিডিয়ো বার্তায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রথযাত্রায় জনগণকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন । তিনি সর্বক্ষেত্রে ওড়িশার উন্নয়ন এবং সকলের সহযোগিতায় একটি নতুন সমৃদ্ধ ওড়িশা গড়ার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন । রথযাত্রার এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ অন্যান্য বিশিষ্ট্য ব্যক্তিরা । (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.