'জয় জগন্নাথ', দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুর্মু-মোদি-মমতার - Rath Yatra 2024 - RATH YATRA 2024
Murmu-Modi-Mamata Greetings on Rath Yatra: দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুভেচ্ছা জানান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও ৷
Published : Jul 7, 2024, 12:48 PM IST
ভুবনেশ্বর, 7 জুলাই: রথযাত্রা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও ৷
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার ওড়িয়া এবং হিন্দিতে এক্স হ্যান্ডেলে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন । তিনি লিখেছেন, "মহাপ্রভু শ্রী জগন্নাথের বিশ্ববিখ্যাত রথযাত্রা উপলক্ষে আমি আমাদের দেশের সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । দেশ ও বিশ্বের অগণিত জগন্নাথপ্রেমী আজ রথে তিন দেবতাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷" উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মু ওড়িশাতেই রয়েছেন এবং আজ বিকেলে পুরী থেকেই সেখানকার রথযাত্রার সাক্ষী থাকবেন তিনি । মেগা উৎসব উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করেন ।
भगवान जगन्नाथ की विश्व प्रसिद्ध रथ यात्रा के अवसर पर मैं सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं देती हूं। आज देश-दुनिया के अनगिनत जगन्नाथ-प्रेमी रथ पर विराजमान तीनों भगवत्स्वरूपों के दर्शन हेतु उत्साह-पूर्वक प्रतीक्षा कर रहे हैं। इस महापर्व के अवसर पर महाप्रभु श्री जगन्नाथ से मैं…
— President of India (@rashtrapatibhvn) July 7, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "পবিত্র রথযাত্রার শুরুতে শুভেচ্ছা । আমরা মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করি এবং প্রার্থনা করি যে তাঁর আশীর্বাদ আমাদের উপর অবিরত থাকে ।"
Greetings on the start of the sacred Rath Yatra. We bow to Mahaprabhu Jagannath and pray that His blessings constantly remain upon us. pic.twitter.com/lMI170gQV2
— Narendra Modi (@narendramodi) July 7, 2024
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময় । আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন । ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি যোগ দেব, আগামী বছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা ! জয় জগন্নাথ!!!"
সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়।
— Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2024
আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন। ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি…
একইভাবে, একটি ভিডিয়ো বার্তায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রথযাত্রায় জনগণকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন । তিনি সর্বক্ষেত্রে ওড়িশার উন্নয়ন এবং সকলের সহযোগিতায় একটি নতুন সমৃদ্ধ ওড়িশা গড়ার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন । রথযাত্রার এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ অন্যান্য বিশিষ্ট্য ব্যক্তিরা । (পিটিআই)