ETV Bharat / bharat

127তম জন্ম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর - Parakram Diwas

Parakram Diwas: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Jan 23, 2024, 11:54 AM IST

Updated : Jan 23, 2024, 2:28 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালিত হয় পরাক্রম দিবস হিসেবে ৷ এদিন এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ নেতাজি সুভাষ চন্দ্র বসুর 127তম জন্ম দিবস উপলক্ষ্যে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ 2021 সালে কেন্দ্র সরকার 23 জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে৷

  • I pay my tributes to Netaji Subhas Chandra Bose on his birth anniversary observed as Parakram Diwas! Netaji demonstrated extraordinary commitment to the cause of India's freedom. His unparalleled courage and charisma inspired Indians to fight fearlessly against colonial rule. His…

    — President of India (@rashtrapatibhvn) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন টুইটারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মহান দেশ প্রেমিকের অবদানের কোনও শেষ নেই ৷ তা ভাষায় প্রকাশ করা যাবে না ৷ এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমার শ্রদ্ধা অটুট ৷ তিনি আরও উল্লেখ করেন, ইংরেজ উপনিবেশিকদরে বিরুদ্ধে তাঁর লড়াই সকলের দেশবাসীর মনে সাহস জুগিয়ে ছিল ৷ নেতাজিকে পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করুন। তাঁর জন্ম বার্ষিকি পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷"

  • Greetings to the people of India on Parakram Diwas. Today on his Jayanti, we honour the life and courage of Netaji Subhas Chandra Bose. His unwavering dedication to our nation's freedom continues to inspire. pic.twitter.com/OZP6cJBgeC

    — Narendra Modi (@narendramodi) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতির করা এই পোস্টেই নেতাজিকে নিয়ে মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ তিনি লেখেন, "এই স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷ তিনি ছিলেন একজম সাহসী নেতা ৷ তাই তাঁর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷ ভারতের স্বাধীনতার প্রতি তাঁর অদম্য চেতনা এবং অটল অঙ্গীকার আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন দেশবাসীকে ৷" তাঁর বাণী তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ৷ যার অর্থ স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে বীরদের ৷ অনেক ত্যাগের মাধ্যমে স্বাধীনতা এসেছে ৷ এমনটাই এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতি ৷

মহান দেশ প্রেমিকের জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে টুইট করেন ৷ লেখেন, "পরক্রম দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা। আজ তাঁর জয়ন্তীতে, আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন ও সাহসিকতাকে সম্মান জানাই। আমাদের দেশের স্বাধীনতার প্রতি তার অটল উৎসর্গ অনুপ্রেরণা জোগায়।" রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি ছবি পোস্ট করে এই মহান দেশ প্রেমিকের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছন ৷

আরও পড়ুন:

  1. হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. 'কৌশল্যা'দের আবদার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মাল শতাধিক শিশু
  3. ঠান্ডায় কাঁপছে বাংলা, মঙ্গলে মরশুমের শীতলতম দিন

নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালিত হয় পরাক্রম দিবস হিসেবে ৷ এদিন এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ নেতাজি সুভাষ চন্দ্র বসুর 127তম জন্ম দিবস উপলক্ষ্যে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ 2021 সালে কেন্দ্র সরকার 23 জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে৷

  • I pay my tributes to Netaji Subhas Chandra Bose on his birth anniversary observed as Parakram Diwas! Netaji demonstrated extraordinary commitment to the cause of India's freedom. His unparalleled courage and charisma inspired Indians to fight fearlessly against colonial rule. His…

    — President of India (@rashtrapatibhvn) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন টুইটারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মহান দেশ প্রেমিকের অবদানের কোনও শেষ নেই ৷ তা ভাষায় প্রকাশ করা যাবে না ৷ এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমার শ্রদ্ধা অটুট ৷ তিনি আরও উল্লেখ করেন, ইংরেজ উপনিবেশিকদরে বিরুদ্ধে তাঁর লড়াই সকলের দেশবাসীর মনে সাহস জুগিয়ে ছিল ৷ নেতাজিকে পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করুন। তাঁর জন্ম বার্ষিকি পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷"

  • Greetings to the people of India on Parakram Diwas. Today on his Jayanti, we honour the life and courage of Netaji Subhas Chandra Bose. His unwavering dedication to our nation's freedom continues to inspire. pic.twitter.com/OZP6cJBgeC

    — Narendra Modi (@narendramodi) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতির করা এই পোস্টেই নেতাজিকে নিয়ে মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ তিনি লেখেন, "এই স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷ তিনি ছিলেন একজম সাহসী নেতা ৷ তাই তাঁর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷ ভারতের স্বাধীনতার প্রতি তাঁর অদম্য চেতনা এবং অটল অঙ্গীকার আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন দেশবাসীকে ৷" তাঁর বাণী তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ৷ যার অর্থ স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে বীরদের ৷ অনেক ত্যাগের মাধ্যমে স্বাধীনতা এসেছে ৷ এমনটাই এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতি ৷

মহান দেশ প্রেমিকের জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে টুইট করেন ৷ লেখেন, "পরক্রম দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা। আজ তাঁর জয়ন্তীতে, আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন ও সাহসিকতাকে সম্মান জানাই। আমাদের দেশের স্বাধীনতার প্রতি তার অটল উৎসর্গ অনুপ্রেরণা জোগায়।" রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি ছবি পোস্ট করে এই মহান দেশ প্রেমিকের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছন ৷

আরও পড়ুন:

  1. হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  2. 'কৌশল্যা'দের আবদার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মাল শতাধিক শিশু
  3. ঠান্ডায় কাঁপছে বাংলা, মঙ্গলে মরশুমের শীতলতম দিন
Last Updated : Jan 23, 2024, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.