তিরুবনন্তপুরম, 27 ফেব্রুয়ারি: গগনযান মিশনের জন্য মনোনীত চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মঙ্গলবার জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্লা ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার থুম্বাতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ইসরোর 3টি বড় মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন ৷ প্রধানমন্ত্রী তাঁর এই সফরের সময় ইসরোর গগনযান মানব মহাকাশযাত্রা কর্মসূচিরও পর্যালোচনা করেন । সেখানে এ দিন মোদি বলেন, "আমি আনন্দিত যে আজ আমি এই মহাকাশচারীদের সঙ্গে দেখা করার এবং দেশের সামনে তাঁদের উপস্থাপন করার সুযোগ পেয়েছি । আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাতে চাই...আপনারা আজকের ভারতের গর্ব ।"
-
#WATCH | At Vikram Sarabhai Space Centre (VSSC) in Thiruvananthapuram, PM Modi says "India of the 21st century, is today surprising the world with its potential. In the last 10 years, we have launched about 400 satellites, whereas 10 years before that, only 33 satellites were… pic.twitter.com/lwnjNPYZ52
— ANI (@ANI) February 27, 2024
প্রধানমন্ত্রী এ দিন বলেন, "একবিংশ শতাব্দীর ভারত আজ তার সম্ভাবনায় বিশ্বকে চমকে দিচ্ছে । গত 10 বছরে আমরা প্রায় 400টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, যেখানে 10 বছর আগে মাত্র 33টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল...৷" মোদির কথায়, "অমৃতকালের এই সময়ে ভারতীয় মহাকাশচারী আমাদের নিজস্ব রকেটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন...৷"
এ দিন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ আজ ইসরোর বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর ব্যবস্থা করা হয় ৷ যে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়, তা মহাকাশ সেক্টরের জন্য বিশ্বমানের প্রযুক্তিগত সুবিধা প্রদান করবে ৷ এর জন্য প্রায় 1,800 কোটি টাকা খরচ হয়েছে ।
আরও পড়ুন: