ETV Bharat / bharat

পিকে'র নয়া দলের আত্মপ্রকাশ 2 অক্টোবর, লড়বে বিধানসভা ভোটেও - PRASHANT KISHOR PARTY

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 10:54 PM IST

Prashant Kishor 's Political Party: ভোটকুশলী প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে গান্ধি জয়ন্তীতে ৷ বিহার বিধানসভা ভোটে লড়বে পিকে'র দল ৷

Political Strategist Prashant Kishor
ভোট কুশলী প্রশান্ত কিশোরের নয়া রাজনৈতিক দল (ইটিভি ভারত)

পটনা, 28 জুলাই: আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নামছেন প্রশান্ত কিশোর, যিনি পিকে নামেই জনপ্রিয় ৷ নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর রবিবার জানিয়েছেন, তাঁর 'জন সুরজ' প্রচার এবার আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে ৷ আগামী 2 অক্টোবর গান্ধি জয়ন্তীর দিনই তাঁর রাজনৈতিক দলের প্রকাশ হবে ৷ দীর্ঘ সময় তিনি পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজনৈতিক দলের হয়ে ভোট কুশলীর কাজ করেছেন ৷

একই সঙ্গে পিকে জানিয়েছেন, আগামী বছরে বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল ৷ এদিন প্রশান্ত কিশোর 'জন সুরজ'-এর একটি রাজ্য-স্তরের কর্মশালায় বক্তব্য রাখছিলেন ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের নাতনি-সহ বেশ কয়েকজন ব্যক্তি এই প্রচারে যোগও দিয়েছিলেন। সেখানেই প্রশান্ত কিশোর বলেন, "আগেই আমরা জানিয়েছি, জন সুরজ 2 অক্টোবর একটি রাজনৈতিক দলে পরিণত হবে ৷ পরের বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবে। অন্যান্য যাবতীয় বিষয়ের বিবরণ, দলীয় নেতৃত্ব যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

দু'বছর আগে জন সুরজের প্রচার শুরু করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷ তাঁর সঙ্গে এই যাত্রায় যোগ দিয়েছেন জাগৃতি ঠাকুর ৷ তিনি ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের ছোট ছেলে বীরেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ৷ প্রয়াত সমাজতান্ত্রিক নেতা কর্পুরী ঠাকুরের বড় ছেলে রাম নাথ ঠাকুর একজন জেডি(ইউ) সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ প্রশান্ত কিশোর দীর্ঘ সময় পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন ৷

জন সুরজে যোগদানকারী অন্যান্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন আরজেডির এমএলসি রামবালি সিং চন্দ্রবংশী ৷ যিনি শৃঙ্খলাভঙ্গের কারণে সম্প্রতি বিধানসভা পরিষদ থেকে পদচ্যুত হয়েছেন ৷ এক প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্র বিজেপির টিকিটের আশায় চাকরি থেকে পদত্যাগ করেছিলেন ৷ কিন্তু টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থীর হিসেবে বক্সার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।

পটনা, 28 জুলাই: আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নামছেন প্রশান্ত কিশোর, যিনি পিকে নামেই জনপ্রিয় ৷ নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর রবিবার জানিয়েছেন, তাঁর 'জন সুরজ' প্রচার এবার আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে ৷ আগামী 2 অক্টোবর গান্ধি জয়ন্তীর দিনই তাঁর রাজনৈতিক দলের প্রকাশ হবে ৷ দীর্ঘ সময় তিনি পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজনৈতিক দলের হয়ে ভোট কুশলীর কাজ করেছেন ৷

একই সঙ্গে পিকে জানিয়েছেন, আগামী বছরে বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল ৷ এদিন প্রশান্ত কিশোর 'জন সুরজ'-এর একটি রাজ্য-স্তরের কর্মশালায় বক্তব্য রাখছিলেন ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের নাতনি-সহ বেশ কয়েকজন ব্যক্তি এই প্রচারে যোগও দিয়েছিলেন। সেখানেই প্রশান্ত কিশোর বলেন, "আগেই আমরা জানিয়েছি, জন সুরজ 2 অক্টোবর একটি রাজনৈতিক দলে পরিণত হবে ৷ পরের বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবে। অন্যান্য যাবতীয় বিষয়ের বিবরণ, দলীয় নেতৃত্ব যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

দু'বছর আগে জন সুরজের প্রচার শুরু করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷ তাঁর সঙ্গে এই যাত্রায় যোগ দিয়েছেন জাগৃতি ঠাকুর ৷ তিনি ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের ছোট ছেলে বীরেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ৷ প্রয়াত সমাজতান্ত্রিক নেতা কর্পুরী ঠাকুরের বড় ছেলে রাম নাথ ঠাকুর একজন জেডি(ইউ) সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ প্রশান্ত কিশোর দীর্ঘ সময় পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন ৷

জন সুরজে যোগদানকারী অন্যান্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন আরজেডির এমএলসি রামবালি সিং চন্দ্রবংশী ৷ যিনি শৃঙ্খলাভঙ্গের কারণে সম্প্রতি বিধানসভা পরিষদ থেকে পদচ্যুত হয়েছেন ৷ এক প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্র বিজেপির টিকিটের আশায় চাকরি থেকে পদত্যাগ করেছিলেন ৷ কিন্তু টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থীর হিসেবে বক্সার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.