ETV Bharat / bharat

যৌন নির্যাতনের মামলায় 7 দিনের পুলিশি হেফাজত প্রজ্জ্বল রেভান্নার - Prajwal Revanna Sex Scandal

Prajwal Revanna in police custody: যৌন নির্যাতনের মামলায় প্রজ্জ্বল রেভান্নাকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠাল বেঙ্গালুরুর আদালত ৷ আজ ভোরে মিউনিখ থেকে ফেরার পরই তাঁকে গ্রেফতার করা হয় ৷

ETV BHARAT
পুলিশি হেফাজত প্রজ্জ্বল রেভান্নার (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : May 31, 2024, 6:26 PM IST

বেঙ্গালুরু, 31 মে: সাসপেন্ড হওয়া জেডি (এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে 6 জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল আদালত ৷ শুক্রবার ভোরে জার্মানির মিউনিখ থেকে দেশে ফেরার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতিকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল তাঁকে জিজ্ঞাসাবাদ করবে । এসআইটি তাঁকে ডাক্তারি পরীক্ষার পর আদালতে হাজির করে ৷ এরপর পুলিশ তাঁকে হেফাজতে নিতে চাইলে প্রজ্জ্বলকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বেঙ্গালুরুর আদালত ।

বাড়িতে পরিচারিকার কাজ করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে যৌন নির্যাতনের এবং অপরাধমূলক ভাবে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে রেভান্নাকে ৷ তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির তিনটি মামলা রয়েছে ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় তাঁর হাতে যৌন হয়রানির শিকার হতে দেখা গিয়েছে মহিলাদের ৷ সে ব্যাপারে তদন্ত করতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বিশেষ তদন্তকারী দল ৷ কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর আজ ভোরে বার্লিন থেকে ভারতে ফিরে আসেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ ৷

মিউনিখ থেকে বেঙ্গালুরু ফেরার আগে হাসানের সাংসদ গ্রেফতারি এড়াতে শেষ একটা চেষ্টা করেছিলেন ৷ তিনি আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন ৷ একটি অপহরণ মামলায় তাঁর আগাম জামিনের জন্য আবেদন করেন তাঁর মা ভবানী ৷

যদিও ভবানী এই মামলায় অভিযুক্ত নন, তবে এসআইটি তাঁর ভূমিকাও তদন্ত করতে চেয়েছে বলে জানা গিয়েছে । একই মামলায়, ভবানীর স্বামী তথা হোলেনারাসিপুরের বিধায়ক এইচডি রেভান্নাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরে তিনি জামিনে মুক্তি পান ৷ এইচডি রেভান্না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার ছেলে ৷ তিনিও তাঁর বাড়ির রাঁধুনিকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ৷ তাঁর ছেলে প্রজ্জ্বলের হাতেও যৌন হয়রানির শিকার হন সেই রাঁধুনি ৷

33 বছর বয়সি প্রজ্জ্বল হাসান লোকসভা আসন থেকে বিজেপি-জেডি(এস) জোটের প্রার্থী ৷ হাসানে ভোটগ্রহণের একদিন পর 27 এপ্রিল তিনি জার্মানির উদ্দেশে রওনা হন । সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর মাধ্যমে এসআইটির আবেদনের পর, তাঁর অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে 'ব্লু কর্নার নোটিশ' জারি করে ইন্টারপোল ।

বেঙ্গালুরু, 31 মে: সাসপেন্ড হওয়া জেডি (এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে 6 জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল আদালত ৷ শুক্রবার ভোরে জার্মানির মিউনিখ থেকে দেশে ফেরার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতিকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল তাঁকে জিজ্ঞাসাবাদ করবে । এসআইটি তাঁকে ডাক্তারি পরীক্ষার পর আদালতে হাজির করে ৷ এরপর পুলিশ তাঁকে হেফাজতে নিতে চাইলে প্রজ্জ্বলকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বেঙ্গালুরুর আদালত ।

বাড়িতে পরিচারিকার কাজ করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে যৌন নির্যাতনের এবং অপরাধমূলক ভাবে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে রেভান্নাকে ৷ তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির তিনটি মামলা রয়েছে ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় তাঁর হাতে যৌন হয়রানির শিকার হতে দেখা গিয়েছে মহিলাদের ৷ সে ব্যাপারে তদন্ত করতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বিশেষ তদন্তকারী দল ৷ কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর আজ ভোরে বার্লিন থেকে ভারতে ফিরে আসেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ ৷

মিউনিখ থেকে বেঙ্গালুরু ফেরার আগে হাসানের সাংসদ গ্রেফতারি এড়াতে শেষ একটা চেষ্টা করেছিলেন ৷ তিনি আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন ৷ একটি অপহরণ মামলায় তাঁর আগাম জামিনের জন্য আবেদন করেন তাঁর মা ভবানী ৷

যদিও ভবানী এই মামলায় অভিযুক্ত নন, তবে এসআইটি তাঁর ভূমিকাও তদন্ত করতে চেয়েছে বলে জানা গিয়েছে । একই মামলায়, ভবানীর স্বামী তথা হোলেনারাসিপুরের বিধায়ক এইচডি রেভান্নাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরে তিনি জামিনে মুক্তি পান ৷ এইচডি রেভান্না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার ছেলে ৷ তিনিও তাঁর বাড়ির রাঁধুনিকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ৷ তাঁর ছেলে প্রজ্জ্বলের হাতেও যৌন হয়রানির শিকার হন সেই রাঁধুনি ৷

33 বছর বয়সি প্রজ্জ্বল হাসান লোকসভা আসন থেকে বিজেপি-জেডি(এস) জোটের প্রার্থী ৷ হাসানে ভোটগ্রহণের একদিন পর 27 এপ্রিল তিনি জার্মানির উদ্দেশে রওনা হন । সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর মাধ্যমে এসআইটির আবেদনের পর, তাঁর অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে 'ব্লু কর্নার নোটিশ' জারি করে ইন্টারপোল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.