বেঙ্গালুরু, 5 মে: প্রাক্তন প্রধামন্ত্রী এইচডি দেবে গৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না ৷ যে যৌন ভিডিয়ো কেলেঙ্কারী নিয়ে তোলপাড় কর্নাটক ৷ সেই মামলার প্রধান অভিযুক্ত প্রজ্জ্বল ৷ জনতা দল সেকিউলার বা জেডিএসের এক নেতা ইঙ্গিত দিয়েছেন, প্রজ্জ্বল বিদেশ থেকে ফিরতে পারেন এবং তিনি তদন্তকারীদের কাছে আত্মসমর্পণ করবেন ৷ মনে করা হচ্ছে আজই প্রজ্জ্বল রেভান্না ভারতে ফিরবেন ৷
উল্লেখ্য, কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা জেডিএস বিধায়ক এইচডি রেভান্না শনিবার গ্রেফতার হয়েছেন ৷ এইচডি রেভান্না প্রজ্জ্বলের বাবা ৷ একটি অপহরণ মামলায় তিনি স্থানীয় আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন, যা শনিবার খারিজ হয়ে যেতেই সিআইডি-র বিশেষ তদন্তকারী দল এইচডি রেভান্নাকে গ্রেফতার করে ৷
জেডিএস নেতা সিএস পুট্টারাজু জানিয়েছেন, প্রজ্জ্বল রেভান্না বর্তমানে হাসসান লোকসভার সাংসদ ৷ তিনি ভারতে ফিরছেন এবং আত্মসমর্পণ করতে পারেন ৷ তবে, পুট্টারাজু এটা জানাননি যে, এই মুহূর্তে পলাতক প্রজ্জ্বল কবে দেশে ফিরবেন ও আত্মসমর্পণ করবেন ? তিনি বলেন, "সিট এইচডি রেভান্নাকে গ্রেফতার করেছে ৷ তিনি আইন মেনে চলবেন এবং প্রয়োজনীয় সবরকম নিয়ম মেনে চলবেন ৷"
উল্লেখ্য, যে যৌন ভিডিয়ো কেলেঙ্কারি মামলায় প্রজ্জ্বল রেভান্না অভিযুক্ত, সেই মামলায় নির্যাতিতাকে অপরহণের অভিযোগ রয়েছে জেডিএসের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নার বিরুদ্ধে ৷ শনিবার আদালতে এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন এইচডি রেভান্না ৷ তবে, নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয় ৷ একটি সূত্রের দাবি অনুযায়ী, প্রজ্জ্বল রেভান্না বেঙ্গালুরু, মেঙ্গালুরু এবং গোয়া এই তিনটির একটি জায়গায় অবতরণ করবেন ৷
বিমানবন্দরেই প্রজ্জ্বলকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল ৷ জানা গিয়েছে, প্রজ্জ্বল রেভান্না হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রয়েছেন ৷ সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে প্রজ্জ্বলের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে ৷ তার প্রতিটি পদক্ষেপের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷
উল্লেখ্য, এইচডি রেভান্নার বিরুদ্ধে হলনারসিপুর টাউন থানায় একটি যৌন হেনস্থার মামলা দায়ের করা হয়েছিল ৷ সেই সঙ্গে নির্যাতিতার অপহরণের অভিযোগ দায়ের হয় কেআর নগর থানায় ৷ আর এইচডি রেভান্নার ছেলে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অপরহণ ও যৌন ভিডিয়ো কেলেঙ্কারি অভিযোগ দায়ের করা হয়েছে ৷
আরও পড়ুন: