নয়াদিল্লি, 20 জানুয়ারি: আর সবকিছু 'ভাগ হয়ে গেলেও নজরুল যে ভাগ হননি, তা ফের প্রমাণিত হল ৷ সোশাল মিডিয়ায় রাম ভজন পোস্ট করতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি নিজেও ধারাবাহিকভাবে টুইট করছেন রাম ভজন ৷ শনিবার তেমনই একটি রাম ভজন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এবার নজরুল ইসলামের লেখা রাম ভজন পোস্ট করেছেন মোদি ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রীরামের প্রতি বাংলার মানুষের অগাধ শ্রদ্ধা ৷ আর বর্তমান সময়ে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির এই বক্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ৷
সম্প্রতি অযোধ্য়া ধাম জংশন এবং বিমান বন্দরের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, 22 তারিখ রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে স্মরণীয় রাখতে প্রত্যেকে নিজেদের সোশাল মিডিয়ায় রামের ভজন পোস্ট করতে পারেন ৷ পাশাপাশি, অযোধ্যায় রামলালা বিরাজমান হওয়ার দিন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী ৷ এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ভাষায় রামের ভজন পোস্ট করছেন প্রধানমন্ত্রী ৷ এদিনও তেমনই একটি ভজন পোস্ট করেছেন মোদি ৷ আর সেটি পোস্ট করে তিনি লিখেছেন, "প্রভু শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা রয়েছে। আইকনিক নজরুল গীতি 'মনো জোপো নাম'।"
-
The people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
— Narendra Modi (@narendramodi) January 20, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbH
">The people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbHThe people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbH
প্রসঙ্গত, যে গানটি প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেটি পায়েল করের গাওয়া ৷ অন্যদিকে, জানা গিয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠার 11 দিন আগে থেকে কঠোর সংযম এবং নিষ্ঠা পালন করছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, এই কয়েকদিন মাটিতেই শোবেন প্রধানমন্ত্রী ৷ খাচ্ছেন সাত্ত্বিক খাবার ৷ প্রধানমন্ত্রী এখন নারকেলের জলই বেশি পান করছেন বলেও জানা গিয়েছে ৷ এই কয়েকদিনে একাধিক মন্দিরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এদিনও রামেশ্বরম মন্দিরে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন
উৎসবমুখর অযোধ্যায় পৌঁছল কয়েকশো কেজির তালা -হাজার কিলোর লাড্ডু!
কড়া নিরাপত্তায় পরিষ্কার হল জ্ঞানবাপী মসজিদের সিল করা জলের ট্যাঙ্ক