সিওয়ান (বিহার), 24 জুলাই: বাহুবলি রাজনৈতিক নেতা তথা সিওয়ানের প্রাক্তন সাংসদ শাহাবুদ্দিনের ছেলে ওসামা শাহাবের বাড়িতে বুধবার পুলিশি অভিযান হয় ৷ বিহারের সিওয়ান নগর থানার কিলা এলাকায় ওসামা শাহাবের যে বাড়ি রয়েছে, সেখানেই এ দিন শতাধিক পুলিশের একটি দল হাজির হয় ৷ তবে কী নিয়ে তল্লাশি তা জানা যায়নি ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে ৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ডাকাতির ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় বিহার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ সূত্রের খবর, এ দিন সিওয়ানের তল্লাশি অভিযানের সঙ্গেও ওই ডাকাতির ঘটনাগুলির যোগ রয়েছে ৷ বিহার পুলিশের সঙ্গে যৌথ অভিযানে রয়েছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ৷
তবে এই নিয়ে পুলিশের কেউ মুখ খুলতে নারাজ ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে ৷ ওসামার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত কেউ লুকিয়ে থাকতে পারে, এই খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয় ৷ যখন অভিযান চলে, সেই সময় শাহাবুদ্দিনের স্ত্রী হিনা শাহাব বাড়িতে ছিলেন না । এই সময় ওসামা শাহাব বাড়িতে উপস্থিত ছিলেন ।
হিনা শাহাবের পিএ অরুণকুমার মুন্না বলেন, ''আমি পাটনায় আছি । ম্যাডাম (হিনা শাহাব) অসুস্থ । লোকজনের কাছ থেকে খবর পাওয়া গিয়েছে ওই বাড়িতে পুলিশ গিয়েছে । আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, পুলিশ এসে ফিরে গিয়েছে । কাউকে খুঁজতে এসেছিল ।"
এদিকে অভিযানের খবর পেয়ে, শাহাবুদ্দিনের সমর্থকদের ভিড় জমে যায় সেখানে । ক্ষোভ দেখা যায় সমর্থকদের মধ্যে । মনে করা হচ্ছে, শাহবুদ্দিনের সমর্থকরা গোলমাল পাকাতে পারে, এই আশঙ্কাতেই অভিযানের সময় শতাধিক পুলিশ দিয়ে বাড়িটি ঘিরে রাখা হয় ৷