ETV Bharat / bharat

রোহিতদের শুভেচ্ছা জানিয়ে অলিম্পিকের জন্য গলা ফাটানোর আর্জি মোদির - Modi on Paris Olympics - MODI ON PARIS OLYMPICS

Narendra Modi in Mann Ki Baat: বিশ্বকাপ শেষ ৷ এবার প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয়দের সমর্থনের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 'মন কি বাতে' প্রধানমন্ত্রী জানিয়েছেন, #Cheer4India হ্যাশট্যাগ ব্যবহার করা হবে ৷

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 8:38 PM IST

নয়াদিল্লি, 30 জুন: বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তারপরেই 'মন কি বাতে' প্যারিস অলিম্পিকের কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ তিনি দেশবাসীর উদ্দেশে আর্জি জানান, আসন্ন প্যারিস অলিম্পিকে ভারত বেশ কয়েকটি গেমসে অংশগ্রহণ করছে ৷ তাদের সমর্থন করুন ৷

26 জুলাই-11 অগস্ট অনুষ্ঠিত হচ্ছে প্যারিস অলিম্পিক ৷ 100 জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ বিশ্বের ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন ৷ তিন বছর আগে টোকিও অলিম্পিকে ভারত সর্বকালের সেরা 7টি পদক জিতেছিল ৷ জ্যাভলিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া ৷ দেশের প্রথম অ্যাথলিট হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন নীরজ । এই বিষয়ে মোদি বলেন, "টোকিওতে আমাদের ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছে । টোকিও অলিম্পিকের পর থেকে, আমাদের ক্রীড়াবিদরা তাঁদের সমস্ত কিছু দিয়ে প্রস্তুতি নিচ্ছেন ।"

একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী 'মন কি বাত' রেডিয়ো ভাষণে জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সমর্থন করার জন্য #Cheer4India হ্যাশট্যাগ ব্যবহার করা হবে ৷ এবারে রেকর্ড 21 সদস্যের শ্যুটার দল যাচ্ছে প্যারিসে ৷ পাশাপাশি এবারে অলিম্পিকে অশ্বারোহী এবং মহিলাদের 76 কেজি কুস্তি-সহ বেশ কয়েকটি ইভেন্টে প্রথমবার ভারত অংশ নেবে ।

13 বছরের শাপমুক্তি ঘটিয়ে ফের বিশ্বকাপ এসেছে দেশে ৷ বিশ্বকাপ ফাইনাল শেষে রাতেই এক্স পোস্টে শুভেচ্ছা এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি ও কোচ রাহুল দ্রাবিড়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করা হয়েছে ৷ তারপরেই এবার প্যারিস অলিম্পিকের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লি, 30 জুন: বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তারপরেই 'মন কি বাতে' প্যারিস অলিম্পিকের কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ তিনি দেশবাসীর উদ্দেশে আর্জি জানান, আসন্ন প্যারিস অলিম্পিকে ভারত বেশ কয়েকটি গেমসে অংশগ্রহণ করছে ৷ তাদের সমর্থন করুন ৷

26 জুলাই-11 অগস্ট অনুষ্ঠিত হচ্ছে প্যারিস অলিম্পিক ৷ 100 জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ বিশ্বের ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন ৷ তিন বছর আগে টোকিও অলিম্পিকে ভারত সর্বকালের সেরা 7টি পদক জিতেছিল ৷ জ্যাভলিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া ৷ দেশের প্রথম অ্যাথলিট হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন নীরজ । এই বিষয়ে মোদি বলেন, "টোকিওতে আমাদের ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছে । টোকিও অলিম্পিকের পর থেকে, আমাদের ক্রীড়াবিদরা তাঁদের সমস্ত কিছু দিয়ে প্রস্তুতি নিচ্ছেন ।"

একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী 'মন কি বাত' রেডিয়ো ভাষণে জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সমর্থন করার জন্য #Cheer4India হ্যাশট্যাগ ব্যবহার করা হবে ৷ এবারে রেকর্ড 21 সদস্যের শ্যুটার দল যাচ্ছে প্যারিসে ৷ পাশাপাশি এবারে অলিম্পিকে অশ্বারোহী এবং মহিলাদের 76 কেজি কুস্তি-সহ বেশ কয়েকটি ইভেন্টে প্রথমবার ভারত অংশ নেবে ।

13 বছরের শাপমুক্তি ঘটিয়ে ফের বিশ্বকাপ এসেছে দেশে ৷ বিশ্বকাপ ফাইনাল শেষে রাতেই এক্স পোস্টে শুভেচ্ছা এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি ও কোচ রাহুল দ্রাবিড়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করা হয়েছে ৷ তারপরেই এবার প্যারিস অলিম্পিকের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.