ETV Bharat / bharat

বারাণসীতে মোদির মনোনয়নে সঙ্গী 12 মুখ্যমন্ত্রী - Lok Sabha Election 2024

PM Narendra Modi Nomination: বারাণসী আসন থেকে মঙ্গলবার মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে থাকতে পারেন বিজেপি পরিচালিত 12টি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

PM Modi Nomination File
মঙ্গলে মনোনয়ন জমা প্রধানমন্ত্রীর (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 9:16 AM IST

Updated : May 14, 2024, 10:03 AM IST

বারাণসী, 14 মে: তৃতীয়বারের জন্য বারাণসী আসন থেকে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে কাল ভৈরবকে পুজো দেওয়ার পর 11টার সময় মনোনয়ন জমা দেবেন তিনি ৷ তবে একা নন, এই যাত্রায় প্রধানমন্ত্রীকে সঙ্গ দেওয়ার কথা রয়েছেন বিজেপি পরিচালিত 12টি রাজ্যের মুখ্যমন্ত্রীর ৷ সেইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্ত্রীয় মন্ত্রীর থাকার কথা রয়েছে এই যাত্রায় ৷ এনডিএ জোটের সভাপতিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ৷

মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে গঙ্গায় স্নান সেরে দেবী গঙ্গাকে প্রণাম জানাবেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে বাবা কাল ভৈরব মন্দিরে যাবেন পুজো দিতে । তারপর মনোনয়ন জমা দিতে কালেক্টরেট যাবেন প্রধানমন্ত্রী । সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিহারের নীতীশ কুমার, মধ্যপ্রদেশের মোহন যাদব, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই এবং মহারাষ্ট্রের একনাথ শিন্ডে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার প্রমোদ সাওয়ান্তদেরও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে ৷

ঘটনাচক্রে মঙ্গলবার পুশ্য নক্ষত্রের অধীনে গঙ্গা সপ্তমীর মাহেন্দ্রক্ষণে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ জ্যোতিষী পণ্ডিত ঋষি দ্বিবেদী জানান, শাস্ত্রানুসারে একাধিক গ্রহ-নক্ষত্রের অবস্থানে পরিবর্তনের ফলে মূলত এই ধরণের যোগ দেখা যায় ৷ পবিত্র এই যোগেই মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী ৷ মনোনয়ন জমা দেওয়ার পর রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদির ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বে আগামী 1 জুন ভোট হবে বারাণসীতে। সোমবার সন্ধ্যায় ছয় কিলোমিটার দীর্ঘ রোড শো করেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে এদিন সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তিনি ৷ বারাণসীর এই মেগা রোড শো-কে কেন্দ্র করে ভিড় জমান প্রচুর মানুষ ৷ গেরুয়া পতাকা, বেলুন এবং ছোট ছোট ত্রীশূল হাতে প্রধানমন্ত্রীকে সংবর্থনা জানান তাঁরা ৷

আরও পড়ুন:

বারাণসী, 14 মে: তৃতীয়বারের জন্য বারাণসী আসন থেকে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে কাল ভৈরবকে পুজো দেওয়ার পর 11টার সময় মনোনয়ন জমা দেবেন তিনি ৷ তবে একা নন, এই যাত্রায় প্রধানমন্ত্রীকে সঙ্গ দেওয়ার কথা রয়েছেন বিজেপি পরিচালিত 12টি রাজ্যের মুখ্যমন্ত্রীর ৷ সেইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্ত্রীয় মন্ত্রীর থাকার কথা রয়েছে এই যাত্রায় ৷ এনডিএ জোটের সভাপতিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ৷

মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে গঙ্গায় স্নান সেরে দেবী গঙ্গাকে প্রণাম জানাবেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে বাবা কাল ভৈরব মন্দিরে যাবেন পুজো দিতে । তারপর মনোনয়ন জমা দিতে কালেক্টরেট যাবেন প্রধানমন্ত্রী । সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিহারের নীতীশ কুমার, মধ্যপ্রদেশের মোহন যাদব, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই এবং মহারাষ্ট্রের একনাথ শিন্ডে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার প্রমোদ সাওয়ান্তদেরও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে ৷

ঘটনাচক্রে মঙ্গলবার পুশ্য নক্ষত্রের অধীনে গঙ্গা সপ্তমীর মাহেন্দ্রক্ষণে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ জ্যোতিষী পণ্ডিত ঋষি দ্বিবেদী জানান, শাস্ত্রানুসারে একাধিক গ্রহ-নক্ষত্রের অবস্থানে পরিবর্তনের ফলে মূলত এই ধরণের যোগ দেখা যায় ৷ পবিত্র এই যোগেই মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী ৷ মনোনয়ন জমা দেওয়ার পর রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদির ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বে আগামী 1 জুন ভোট হবে বারাণসীতে। সোমবার সন্ধ্যায় ছয় কিলোমিটার দীর্ঘ রোড শো করেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে এদিন সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তিনি ৷ বারাণসীর এই মেগা রোড শো-কে কেন্দ্র করে ভিড় জমান প্রচুর মানুষ ৷ গেরুয়া পতাকা, বেলুন এবং ছোট ছোট ত্রীশূল হাতে প্রধানমন্ত্রীকে সংবর্থনা জানান তাঁরা ৷

আরও পড়ুন:

Last Updated : May 14, 2024, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.