ETV Bharat / bharat

ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন মোদির, বাণিজ্যিক সম্পর্ক উন্নতিতে আলোচনা - PM Modi Speaks to Keir Starmer

PM Modi Speaks to Keir Starmer: কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসন শেষে বদল ব্রিটেনে ৷ লেবার পার্টির কিয়ের স্টারমারের কাছে পরাজিত হয়েছেন ঋষি সুনক ৷ এবার নয়া কূটনীতির পালা ৷ তাই ব্রিটেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, জয়ের জন্য অভিনন্দন জানিয়ে কিয়ের স্টারমারকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন নরেন্দ্র মোদির ৷ (ছবি- এএনআই ও এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 5:12 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: কনজারভেটিভ পার্টির 14 বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির কিয়ের স্টারমার ৷ তাঁকে অভিনন্দন জানাতে লন্ডনে ফোন ঘোরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অভিনন্দন বার্তার পাশাপাশি, ভারত যে ব্রিটেনের নবগঠিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায় সেই বার্তাও দিলেন মোদি ৷ বেশ কিছুক্ষণের আলোচনায় দুই রাষ্ট্রপ্রধান যৌথ স্বার্থে দ্রুত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যাগুলির সমাধানে সহমত পোষণ করেছেন ৷

412টি আসন নিয়ে ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি ৷ পার্টির এই অসাধারণ সাফল্য এবং কিয়ের স্টারমারের প্রধানমন্ত্রী পদে দায়িত্বগ্রহণের জন্য অভিনন্দন জানান মোদি ৷ এই প্রসঙ্গে একটি বিবৃতিতে বলা হয়েছে, "দুই রাষ্ট্রপ্রধান আলোচনায় ভারত ও ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্কের কথা উঠে আসে ৷ সেইসঙ্গে দু’পক্ষের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করতে ও এগিয়ে নিয়ে যেতে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা ৷"

সেইসঙ্গে ভারতীয়দের ব্রিটেনের সমাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নতিতে অবদান রয়েছে ৷ আর তাই, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের নাগরিকদের আরও বেশি করে দুই দেশের সম্পর্ককে উন্নত করতে কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন কিয়ের স্টারমার ৷ এমনকি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে যত দ্রুত সম্ভব ভারত সফরে আসার আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে দুই রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন বলেও প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ৷

কিয়ের স্টারমারের সঙ্গে আলাপচারিতার পর, মোদি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "কিয়ের স্টারমারের সঙ্গে কথা বলে ভালো লাগল ৷ গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানালাম ৷ দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদের চেষ্টা জারি থাকবে ৷ সেই সঙ্গে বৈশ্বিক ও আমাদের নাগরিকদের উন্নতি ও শান্তির লক্ষ্যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলব ৷ ভারত এবং ব্রিটেনের আর্থিক উন্নতিতেও আমরা অগ্রসর হব ৷"

নয়াদিল্লি, 6 জুলাই: কনজারভেটিভ পার্টির 14 বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির কিয়ের স্টারমার ৷ তাঁকে অভিনন্দন জানাতে লন্ডনে ফোন ঘোরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অভিনন্দন বার্তার পাশাপাশি, ভারত যে ব্রিটেনের নবগঠিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায় সেই বার্তাও দিলেন মোদি ৷ বেশ কিছুক্ষণের আলোচনায় দুই রাষ্ট্রপ্রধান যৌথ স্বার্থে দ্রুত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যাগুলির সমাধানে সহমত পোষণ করেছেন ৷

412টি আসন নিয়ে ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি ৷ পার্টির এই অসাধারণ সাফল্য এবং কিয়ের স্টারমারের প্রধানমন্ত্রী পদে দায়িত্বগ্রহণের জন্য অভিনন্দন জানান মোদি ৷ এই প্রসঙ্গে একটি বিবৃতিতে বলা হয়েছে, "দুই রাষ্ট্রপ্রধান আলোচনায় ভারত ও ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্কের কথা উঠে আসে ৷ সেইসঙ্গে দু’পক্ষের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করতে ও এগিয়ে নিয়ে যেতে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা ৷"

সেইসঙ্গে ভারতীয়দের ব্রিটেনের সমাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নতিতে অবদান রয়েছে ৷ আর তাই, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের নাগরিকদের আরও বেশি করে দুই দেশের সম্পর্ককে উন্নত করতে কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন কিয়ের স্টারমার ৷ এমনকি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে যত দ্রুত সম্ভব ভারত সফরে আসার আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে দুই রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন বলেও প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ৷

কিয়ের স্টারমারের সঙ্গে আলাপচারিতার পর, মোদি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "কিয়ের স্টারমারের সঙ্গে কথা বলে ভালো লাগল ৷ গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানালাম ৷ দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদের চেষ্টা জারি থাকবে ৷ সেই সঙ্গে বৈশ্বিক ও আমাদের নাগরিকদের উন্নতি ও শান্তির লক্ষ্যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলব ৷ ভারত এবং ব্রিটেনের আর্থিক উন্নতিতেও আমরা অগ্রসর হব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.