ETV Bharat / bharat

বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির - PM Modi Slams Congress - PM MODI SLAMS CONGRESS

PM Modi Slams Congress: রামমন্দির ইস্যুতে আরও একবার কংগ্রেসের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের ৷ সোমবার এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি ৷

PM Modi
PM Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 8:00 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল: গত 22 জানুয়ারি নবনির্মিত রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ সেই অনুষ্ঠানে প্রধান যজমান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আমন্ত্রণ পেয়েও ওই অনুষ্ঠানে যাননি কংগ্রেসের কোনও নেতা ৷ সেই ঘটনার প্রায় তিনমাস পর এই নিয়ে সরব হলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷

তাঁর বক্তব্য, কংগ্রেস ও তার সহযোগী দলগুলি বরাবর রামমন্দিরকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ৷ আগেই এই সমস্যার সমাধান করে ফেলা যেত আদালতে ৷ সেটা করা হয়নি৷ কারণ, কংগ্রেস এটা নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করতে চেয়েছে বরাবর ৷

প্রধানমন্ত্রীর বক্তব্য, "এমনকি, যখন আদালতে মামলা চলছিল, তখন তারা আদালতের রায় বিলম্বিত করার চেষ্টা করেছিল । কেন ? কারণ, তাদের কাছে এটি একটি রাজনৈতিক অস্ত্র ছিল । তারা বলত রামমন্দির তৈরি হবে, আপনাকে হত্যা করা হবে । একটি ভোট ব্যাংককে খুশি করার উপায় এটা ছিল ৷’’ তাঁর বক্তব্য, রামমন্দিরের উদ্বোধন হয়ে যাওয়ার পর কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ তাই এই ইস্য়ু কংগ্রেসের হাতের বাইরে চলে গিয়েছে ৷

পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত হতে পারায়, তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন ৷ সেই কারণেই তিনি 11 দিন কৃচ্ছসাধন করেন ৷ ভগবান রামের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে যান ৷

রামমন্দির ছাড়া আরও একাধিক ইস্যুতে তিনি সমালোচনা করেছেন কংগ্রেসের ৷ তিনি নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির কটাক্ষ করেছেন ৷ রাহুল গান্ধি একেক সময় একেক কথা বলেন ৷ মোদির বক্তব্য, ‘‘আমি শুনলাম যে একজন নেতা বলছেন ‘এক ঝটকায় দারিদ্র দূরীকরণ করব’ ৷ যাঁরা 5-6 দশক দেশের ক্ষমতায় ছিলেন, তাঁরা যখন এই কথা বলেন, তখন মানুষ প্রশ্ন করে, এই লোকটি কী বলছে ?’’

এ দিন কংগ্রেসের ইস্তাহার নিয়েও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, এই ইস্তাহার অনুযায়ী দেশের অর্থনীতি একেবারে শেষ হয়ে যাবে ৷ যাঁরা এবার প্রথমবার ভোট দেবেন, তাঁদের আশা-আকাঙ্খাকে শেষ করে দেবে ৷ তিনি প্রশ্ন তুলেছেন, বিরোধীরা যদি শুধু কর দাতাদের সমালোচনা করে, তাহলে দেশ চলবে কিভাবে ?

আরও পড়ুন:

  1. কালো টাকার দিকে দেশকে ঠেলে দেওয়া হল, নির্বাচনী বন্ড নিয়ে মত মোদির
  2. ভালো কাজ করছে ইডি, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  3. বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 15 এপ্রিল: গত 22 জানুয়ারি নবনির্মিত রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ সেই অনুষ্ঠানে প্রধান যজমান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আমন্ত্রণ পেয়েও ওই অনুষ্ঠানে যাননি কংগ্রেসের কোনও নেতা ৷ সেই ঘটনার প্রায় তিনমাস পর এই নিয়ে সরব হলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷

তাঁর বক্তব্য, কংগ্রেস ও তার সহযোগী দলগুলি বরাবর রামমন্দিরকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ৷ আগেই এই সমস্যার সমাধান করে ফেলা যেত আদালতে ৷ সেটা করা হয়নি৷ কারণ, কংগ্রেস এটা নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করতে চেয়েছে বরাবর ৷

প্রধানমন্ত্রীর বক্তব্য, "এমনকি, যখন আদালতে মামলা চলছিল, তখন তারা আদালতের রায় বিলম্বিত করার চেষ্টা করেছিল । কেন ? কারণ, তাদের কাছে এটি একটি রাজনৈতিক অস্ত্র ছিল । তারা বলত রামমন্দির তৈরি হবে, আপনাকে হত্যা করা হবে । একটি ভোট ব্যাংককে খুশি করার উপায় এটা ছিল ৷’’ তাঁর বক্তব্য, রামমন্দিরের উদ্বোধন হয়ে যাওয়ার পর কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ তাই এই ইস্য়ু কংগ্রেসের হাতের বাইরে চলে গিয়েছে ৷

পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত হতে পারায়, তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন ৷ সেই কারণেই তিনি 11 দিন কৃচ্ছসাধন করেন ৷ ভগবান রামের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে যান ৷

রামমন্দির ছাড়া আরও একাধিক ইস্যুতে তিনি সমালোচনা করেছেন কংগ্রেসের ৷ তিনি নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির কটাক্ষ করেছেন ৷ রাহুল গান্ধি একেক সময় একেক কথা বলেন ৷ মোদির বক্তব্য, ‘‘আমি শুনলাম যে একজন নেতা বলছেন ‘এক ঝটকায় দারিদ্র দূরীকরণ করব’ ৷ যাঁরা 5-6 দশক দেশের ক্ষমতায় ছিলেন, তাঁরা যখন এই কথা বলেন, তখন মানুষ প্রশ্ন করে, এই লোকটি কী বলছে ?’’

এ দিন কংগ্রেসের ইস্তাহার নিয়েও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, এই ইস্তাহার অনুযায়ী দেশের অর্থনীতি একেবারে শেষ হয়ে যাবে ৷ যাঁরা এবার প্রথমবার ভোট দেবেন, তাঁদের আশা-আকাঙ্খাকে শেষ করে দেবে ৷ তিনি প্রশ্ন তুলেছেন, বিরোধীরা যদি শুধু কর দাতাদের সমালোচনা করে, তাহলে দেশ চলবে কিভাবে ?

আরও পড়ুন:

  1. কালো টাকার দিকে দেশকে ঠেলে দেওয়া হল, নির্বাচনী বন্ড নিয়ে মত মোদির
  2. ভালো কাজ করছে ইডি, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  3. বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.