ETV Bharat / bharat

কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি - রামমন্দির

PM Narendra Modi: সোমবার অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে এই নিয়ে তিনি বলেন, ‘‘কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন ৷’’

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 2:40 PM IST

Updated : Jan 22, 2024, 4:27 PM IST

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ৷ সোমবার অযোধ্যায়৷

অযোধ্যা, 22 জানুয়ারি: প্রায় পাঁচশো বছর পর জন্মস্থানে ফিরলেন রামলালা ৷ সোমবার রাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার ৷ এর পর মন্দিরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, ‘‘কয়েকশো বছরের প্রতীক্ষা, ধৈর্য ও ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন ৷’’

সোমবার নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ তার পর মন্দিরের বাইরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তৃতা দিতে উঠে রামলালার তাঁবুতে থাকার উল্লেখ করেন ৷ তার পর তিনি জানান, ভগবান রাম আর তাঁবুতে থাকবেন না ৷ কিন্তু এখন একটি মহৎ মন্দিরে থাকবেন । একই সঙ্গে তিনি বলেন, "আজ আমাদের রাম এসেছেন । বহু যুগের অপেক্ষার পর আমাদের রাম এসেছেন ।"

প্রধানমন্ত্রী মোদি আরও জানান, আজ থেকে হাজার বছর পরও মানুষ আজকের দিন মনে রাখবেন ৷ ভগবান রামের আশীর্বাদেই মানুষ এই মুহূর্তের সাক্ষী হতে পারল ৷ তিনি বলেন, "আমি ভগবান রামের কাছে ক্ষমা চাই, আমাদের তপস্যায় এমন কিছু ত্রুটি ছিল যে আমরা এত দিন এই কাজটি সম্পূর্ণ করতে পারিনি । সেই ত্রুটি কাটিয়ে উঠেছে । আমি বিশ্বাস করি ভগবান রাম আমাদের ক্ষমা করবেন ।"

তিনি বলেন, ‘‘কয়েকশো বছরের প্রতীক্ষা, ধৈর্য ও ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন ৷’’ তিনি আরও জানান, দেশের সংবিধানের প্রথম কপিতে ভগবান রাম বাস করেন । তিনি বলেন, "সংবিধান তৈরি হওয়ার পরেও, ভগবান রামের অস্তিত্ব নিয়ে কয়েক দশক ধরে আইনি লড়াই করা হয়েছিল । আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাতে চাই যে ন্যায়বিচার দিয়েছে এবং ভগবান রামের মন্দির একটি আইনি পদ্ধতিতে নির্মিত হয়েছে ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, 2024 সালের 22 জানুয়ারি নিছক একটি তারিখ নয় ৷ বরং একটি নতুন যুগের আবির্ভাব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  2. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
  3. রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু, মন্তব্য সঙ্ঘ প্রধানের

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ৷ সোমবার অযোধ্যায়৷

অযোধ্যা, 22 জানুয়ারি: প্রায় পাঁচশো বছর পর জন্মস্থানে ফিরলেন রামলালা ৷ সোমবার রাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার ৷ এর পর মন্দিরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, ‘‘কয়েকশো বছরের প্রতীক্ষা, ধৈর্য ও ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন ৷’’

সোমবার নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ তার পর মন্দিরের বাইরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তৃতা দিতে উঠে রামলালার তাঁবুতে থাকার উল্লেখ করেন ৷ তার পর তিনি জানান, ভগবান রাম আর তাঁবুতে থাকবেন না ৷ কিন্তু এখন একটি মহৎ মন্দিরে থাকবেন । একই সঙ্গে তিনি বলেন, "আজ আমাদের রাম এসেছেন । বহু যুগের অপেক্ষার পর আমাদের রাম এসেছেন ।"

প্রধানমন্ত্রী মোদি আরও জানান, আজ থেকে হাজার বছর পরও মানুষ আজকের দিন মনে রাখবেন ৷ ভগবান রামের আশীর্বাদেই মানুষ এই মুহূর্তের সাক্ষী হতে পারল ৷ তিনি বলেন, "আমি ভগবান রামের কাছে ক্ষমা চাই, আমাদের তপস্যায় এমন কিছু ত্রুটি ছিল যে আমরা এত দিন এই কাজটি সম্পূর্ণ করতে পারিনি । সেই ত্রুটি কাটিয়ে উঠেছে । আমি বিশ্বাস করি ভগবান রাম আমাদের ক্ষমা করবেন ।"

তিনি বলেন, ‘‘কয়েকশো বছরের প্রতীক্ষা, ধৈর্য ও ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন ৷’’ তিনি আরও জানান, দেশের সংবিধানের প্রথম কপিতে ভগবান রাম বাস করেন । তিনি বলেন, "সংবিধান তৈরি হওয়ার পরেও, ভগবান রামের অস্তিত্ব নিয়ে কয়েক দশক ধরে আইনি লড়াই করা হয়েছিল । আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাতে চাই যে ন্যায়বিচার দিয়েছে এবং ভগবান রামের মন্দির একটি আইনি পদ্ধতিতে নির্মিত হয়েছে ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, 2024 সালের 22 জানুয়ারি নিছক একটি তারিখ নয় ৷ বরং একটি নতুন যুগের আবির্ভাব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  2. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
  3. রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু, মন্তব্য সঙ্ঘ প্রধানের
Last Updated : Jan 22, 2024, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.