নয়াদিল্লি, 1 জুন: যখন তাঁর ধ্যান ভাঙল, ততক্ষণে দেশজুড়ে লোকসভা ভোটের শেষবেলা ৷ শনিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে 45 ঘণ্টা ধ্যান করে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিকে 2024 সালের লোকসভা ভোটও মিটল ৷ এদিন তিনি ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷
প্রধানমন্ত্রী মোদি লেখেন, "ইন্ডিয়া ভোট দিয়েছে! যাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাঁদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ৷" তিনি বিশেষভাবে ভারতের নারী শক্তি এবং যুব শক্তির প্রশংসা করেছেন ৷ এরপর আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন, "আমি আত্মবিশ্বাসী ভারতের নাগরিক রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে ফের এনডিএ সরকারকে নির্বাচিত করবে ৷" এরই সঙ্গে প্রধানমন্ত্রী ভারতের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার কথাও উল্লেখ করেন ৷
বিরোধী 'ইন্ডিয়া' জোটের সমালোচনা করতে ভোলেননি প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "সুবিধেবাদী ইন্ডি জোট ভোটারদের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে ৷ তারা জাতপাত মানে, সাম্প্রদায়িক এবং দুর্নীতিপরায়ণ ৷ এই জোট একগুচ্ছ পরিবারতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায় ৷ সেটাই তাদের লক্ষ্য ৷ ভারতকে ভবিষ্যতের রাস্তা দেখাতে পারেনি ৷ তারা প্রচারের মাধ্যমে শুধু একটা ব্যাপারেই দক্ষ বলে প্রমাণ করেছে- তা হল মোদিকে তুলোধনা করা ৷ এরকম জঘন্য রাজনীতি মানুষ খারিজ করে দিয়েছে ৷"
ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এনডিএ জোটের প্রত্যেক কার্যকর্তার প্রশংসা করেছেন ৷ প্রধানমন্ত্রী মোদি লেখেন, "আমাদের কার্যকর্তারা আমাদের সবচেয়ে বড় শক্তি ৷" প্রশংসা করেছেন ভারতের নির্বাচন কমিশনের ৷ তিনি লেখেন, "অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য কমিশনের অদম্য প্রচেষ্টার সাধুবাদ জানাই ৷" বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক উৎসবকে সুরক্ষিত রাখার জন্য নিরাপত্তাবাহিনীকেও তাঁর আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷