ETV Bharat / bharat

ভালো কাজ করছে ইডি, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন আগামী 19 এপ্রিল ৷ তার ঠিক চারদিন আগে সংবাদসংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বিরোধীদের অভিযোগের জবাব দিয়েছেন, পাশাপাশি আগামিদিনের পরিকল্পনার কথাও শুনিয়েছেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 6:14 PM IST

Updated : Apr 15, 2024, 6:35 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল: কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি ৷ বিরোধীরা এই অভিযোগ ইদানীং প্রায়ই রোজই করে থাকে ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, ভালো কাজ করছে ইডি ৷

প্রধানমন্ত্রীর প্রশ্ন, "বিরোধী দলের নেতা কতজন জেলে আছেন ? ...পাপের ভয় আছে ৷ একজন সৎ ব্যক্তির কি ভয় থাকে ? আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন তারা আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে (অমিত শাহ) জেলে রেখেছিলেন ৷’’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, সারা দেশে ইডি যত মামলার তদন্ত করছে, তার মধ্যে মাত্র তিন শতাংশ জড়িয়ে রয়েছে রাজনৈতিক নেতাদের সঙ্গে ৷ বাকি 97 শতাংশ মামলায় জড়িতদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷

এই সূত্রেই তিনি ইডি-র কাজের প্রশংসা করেছেন৷ 2014 সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ইডি-র কাজে গতি এসেছে বলেও তিনি জানিয়েছেন৷ দুর্নীতি রোধে ইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি জানিয়েছেন৷

প্রধানমন্ত্রীর কথায়, "2014 সালের আগে, ইডি শুধুমাত্র 5000 কোটি টাকার সম্পদ সংযুক্ত করেছিল । কেউ কি ইডিকে ব্যবস্থা নিতে বাধা দিয়েছিল এবং কারা লাভবান হয়েছে ? আমার মেয়াদে 1 লাখ কোটি টাকার সম্পদ সংযুক্ত করা হয়েছে । এটা কি দেশের জনগণের টাকা নয় ?"

ইডি-র সাফল্য নিয়ে প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, "গত দশ বছরে, আমরা 2200 কোটি টাকা নগদ উদ্ধার করেছি ৷ যেখানে 2014 সালের আগে ইডি শুধুমাত্র 34 লক্ষ টাকা নগদ উদ্ধার করতে পেরেছিল, যা একটি স্কুল ব্যাগে বহন করা যেতে পারে । 2200 কোটি টাকা, এর অর্থ হল ইডি ভালো কাজ করছে ৷"

তিনি আরও জানান, দুর্নীতি দেশকে ধ্বংস করেছে ও পূর্ণ শক্তির সঙ্গে এর মোকাবিলা করতে হবে । প্রধানমন্ত্রী বলেন, "তারা (ইডি) লোকেদের ধরেছে এবং নগদও বাজেয়াপ্ত করেছে এবং আমি নিশ্চিত যে দুর্নীতি দেশকে ধ্বংস করেছে । আমাদের পুরো শক্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা উচিত । আর আমার ব্যক্তিগত বিশ্বাস ৷"

যদিও কংগ্রেস,তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি-সহ অধিকাংশ বিরোধী দলই বারবার দাবি করেছে কেন্দ্রীয়এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি ৷ বিরোধীদের রাজনৈতিকভাবে হেনস্তা করতে ব্যবহার করছে মোদি-শাহের দল ৷ সোমবার সেই অভিযোগ উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর
  2. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
  3. রাজ্যের মর্যাদা ফিরিয়ে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট শীঘ্রই, উধমপুর থেকে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 15 এপ্রিল: কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি ৷ বিরোধীরা এই অভিযোগ ইদানীং প্রায়ই রোজই করে থাকে ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, ভালো কাজ করছে ইডি ৷

প্রধানমন্ত্রীর প্রশ্ন, "বিরোধী দলের নেতা কতজন জেলে আছেন ? ...পাপের ভয় আছে ৷ একজন সৎ ব্যক্তির কি ভয় থাকে ? আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন তারা আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে (অমিত শাহ) জেলে রেখেছিলেন ৷’’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, সারা দেশে ইডি যত মামলার তদন্ত করছে, তার মধ্যে মাত্র তিন শতাংশ জড়িয়ে রয়েছে রাজনৈতিক নেতাদের সঙ্গে ৷ বাকি 97 শতাংশ মামলায় জড়িতদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷

এই সূত্রেই তিনি ইডি-র কাজের প্রশংসা করেছেন৷ 2014 সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ইডি-র কাজে গতি এসেছে বলেও তিনি জানিয়েছেন৷ দুর্নীতি রোধে ইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি জানিয়েছেন৷

প্রধানমন্ত্রীর কথায়, "2014 সালের আগে, ইডি শুধুমাত্র 5000 কোটি টাকার সম্পদ সংযুক্ত করেছিল । কেউ কি ইডিকে ব্যবস্থা নিতে বাধা দিয়েছিল এবং কারা লাভবান হয়েছে ? আমার মেয়াদে 1 লাখ কোটি টাকার সম্পদ সংযুক্ত করা হয়েছে । এটা কি দেশের জনগণের টাকা নয় ?"

ইডি-র সাফল্য নিয়ে প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, "গত দশ বছরে, আমরা 2200 কোটি টাকা নগদ উদ্ধার করেছি ৷ যেখানে 2014 সালের আগে ইডি শুধুমাত্র 34 লক্ষ টাকা নগদ উদ্ধার করতে পেরেছিল, যা একটি স্কুল ব্যাগে বহন করা যেতে পারে । 2200 কোটি টাকা, এর অর্থ হল ইডি ভালো কাজ করছে ৷"

তিনি আরও জানান, দুর্নীতি দেশকে ধ্বংস করেছে ও পূর্ণ শক্তির সঙ্গে এর মোকাবিলা করতে হবে । প্রধানমন্ত্রী বলেন, "তারা (ইডি) লোকেদের ধরেছে এবং নগদও বাজেয়াপ্ত করেছে এবং আমি নিশ্চিত যে দুর্নীতি দেশকে ধ্বংস করেছে । আমাদের পুরো শক্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা উচিত । আর আমার ব্যক্তিগত বিশ্বাস ৷"

যদিও কংগ্রেস,তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি-সহ অধিকাংশ বিরোধী দলই বারবার দাবি করেছে কেন্দ্রীয়এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি ৷ বিরোধীদের রাজনৈতিকভাবে হেনস্তা করতে ব্যবহার করছে মোদি-শাহের দল ৷ সোমবার সেই অভিযোগ উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর
  2. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
  3. রাজ্যের মর্যাদা ফিরিয়ে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট শীঘ্রই, উধমপুর থেকে বার্তা প্রধানমন্ত্রীর
Last Updated : Apr 15, 2024, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.