ETV Bharat / bharat

গণতন্ত্রে হিংসার স্থান নেই ! ‘বন্ধু’র উপর হামলায় উদ্বিগ্ন মোদি - Modi on Trump Attacked - MODI ON TRUMP ATTACKED

PM Modi Condemns Attack On Donald Trump: বন্দুকবাজের হামলায় কান দিয়ে পড়ছে রক্ত, ডায়াসের নীচে বসে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ রবিবার এই ঘটনায় শিউড়ে উঠেছে বিশ্ববাসী ৷ ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলিব্রিটিরা ৷

Donald Trump
ট্রাম্পের আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 9:22 AM IST

Updated : Jul 14, 2024, 10:37 AM IST

নয়াদিল্লি, 14 জুলাই: বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তারপরই এক্স পোস্টে ওই ঘটনায় ‘বন্ধু’র পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি সোশাল মিডিয়ায় ওই পোস্টে এই ঘটনায় তিনি উদ্বিগ্ন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এক্স পোস্টে মোদি লিখেছেন, ‘‘আমার বন্ধু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন । ঘটনার তীব্র নিন্দা করছি । রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি । আমাদের সহানুভূতি ও প্রার্থনা নিহত, আহতদের এবং আমেরিকান জনগণের সঙ্গে রয়েছে ।’’

PM Modi Condemns Attack On Donald Trump
মোদির সঙ্গে বরাবরই ‘মধুর’ সম্পর্ক ট্রাম্পের (ইটিভি ভারত)

মোদির সঙ্গে বরাবরই ‘মধুর’ সম্পর্ক ট্রাম্পের ৷ গত নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি ৷ ‘হাউডি মোদি’তে সরাসরি ‘বন্ধু’কে ভোট দেওয়ার আর্জি শোনা গিয়েছিল মোদির মুখে ৷ প্রসঙ্গত, এর আগে বন্দুকবাজের হামলায় প্রয়াত হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ আবে, ট্রাম্প এবং মোদির উষ্ণ সম্পর্কের কথা আন্তর্জাতিক মহলে চর্চার বিষয় ছিল ৷ ফলে আরেক বন্ধুর উপর একই ধাঁচে আক্রমণ নেমে আসায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মোদি ৷

PM Modi Condemns Attack On Donald Trump
2022 সালে বন্দুকবাজের হামলায় প্রয়াত হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (ইটিভি ভারত)

নির্বাচনী প্রচারে শনিবার পেনসিলভেনিয়ায় এক জনসভায় গিয়েছিলেন ট্রাম্প ৷ প্রাক্তন প্রেসিডেন্টের বহু অনুরাগীও ওই সভায় ছিলেন ৷ সেখানেই গুলি চালায় এক আততায়ী ৷ ডায়াসের নীচে বসে যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন ৷ দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে ৷ সিক্রেট সার্ভিসের তথ্য বলছে, প্রাক্তন প্রেসিডেন্টের কান ছুঁয়ে বুলেট বেরিয়ে গিয়েছে ৷

এক্স পোস্টে ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও ৷ তিনি লিখেছেন, ‘‘প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় আমি গভীরভাবে উদ্বিগ্ন । এ ধরনের কর্মকাণ্ডের কঠোরতম ভাষায় নিন্দা করা উচিত । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’

নয়াদিল্লি, 14 জুলাই: বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তারপরই এক্স পোস্টে ওই ঘটনায় ‘বন্ধু’র পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি সোশাল মিডিয়ায় ওই পোস্টে এই ঘটনায় তিনি উদ্বিগ্ন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এক্স পোস্টে মোদি লিখেছেন, ‘‘আমার বন্ধু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন । ঘটনার তীব্র নিন্দা করছি । রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি । আমাদের সহানুভূতি ও প্রার্থনা নিহত, আহতদের এবং আমেরিকান জনগণের সঙ্গে রয়েছে ।’’

PM Modi Condemns Attack On Donald Trump
মোদির সঙ্গে বরাবরই ‘মধুর’ সম্পর্ক ট্রাম্পের (ইটিভি ভারত)

মোদির সঙ্গে বরাবরই ‘মধুর’ সম্পর্ক ট্রাম্পের ৷ গত নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি ৷ ‘হাউডি মোদি’তে সরাসরি ‘বন্ধু’কে ভোট দেওয়ার আর্জি শোনা গিয়েছিল মোদির মুখে ৷ প্রসঙ্গত, এর আগে বন্দুকবাজের হামলায় প্রয়াত হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ আবে, ট্রাম্প এবং মোদির উষ্ণ সম্পর্কের কথা আন্তর্জাতিক মহলে চর্চার বিষয় ছিল ৷ ফলে আরেক বন্ধুর উপর একই ধাঁচে আক্রমণ নেমে আসায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মোদি ৷

PM Modi Condemns Attack On Donald Trump
2022 সালে বন্দুকবাজের হামলায় প্রয়াত হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (ইটিভি ভারত)

নির্বাচনী প্রচারে শনিবার পেনসিলভেনিয়ায় এক জনসভায় গিয়েছিলেন ট্রাম্প ৷ প্রাক্তন প্রেসিডেন্টের বহু অনুরাগীও ওই সভায় ছিলেন ৷ সেখানেই গুলি চালায় এক আততায়ী ৷ ডায়াসের নীচে বসে যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন ৷ দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে ৷ সিক্রেট সার্ভিসের তথ্য বলছে, প্রাক্তন প্রেসিডেন্টের কান ছুঁয়ে বুলেট বেরিয়ে গিয়েছে ৷

এক্স পোস্টে ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও ৷ তিনি লিখেছেন, ‘‘প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় আমি গভীরভাবে উদ্বিগ্ন । এ ধরনের কর্মকাণ্ডের কঠোরতম ভাষায় নিন্দা করা উচিত । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’

Last Updated : Jul 14, 2024, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.