ETV Bharat / bharat

রাম মন্দিরকে ঘৃণা করে 'ইন্ডিয়া' জোট, কংগ্রেসকে নিশানা মোদির - Narendra Modi

PM Modi slams Congress: বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে রাম মন্দির নিয়ে 'ইন্ডিয়া' জোটকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিশেষত এ দিন তাঁর নিশানায় ছিল কংগ্রেস ৷ রামলালার পুজো করার জন্য একটি দল কীভাবে নেতাদের শাস্তি দিতে পারে, প্রশ্ন তোলেন তিনি।

PM Modi
PM Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 4:25 PM IST

পিলিভিট, 9 এপ্রিল: রাম মন্দিরকে সামনে রেখে উত্তরপ্রদেশ থেকে ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, বিরোধী 'ইন্ডিয়া' জোটের দলগুলি রাম মন্দির নির্মাণকে ঘৃণা করে ৷ ভোটারদের এই ধরনের 'পাপীদের' ক্ষমা না-করার আবেদন জানিয়েছেন তিনি ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের পিলিভিটে নির্বাচনী প্রচারে আসেন মোদি ৷ সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ইন্ডিয়া জোটের দলগুলি আগেও রাম মন্দির নির্মাণকে ঘৃণা করত এবং আজও তাই করে। তাদের রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল এবং এর মাধ্যমে ভগবান রামকে অপমান করা হয়।"

মোদির দাবি, "যে কংগ্রেস নেতারা রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাদের ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ভারতে কি এমনটা এর আগে কখনো হয়েছে? এটা কেমন দল যে তার নেতাদের রামলালার পুজো করার জন্য শাস্তি দিচ্ছে ? এই 'পাপীদের' কখনও ক্ষমা করবেন না।"

কংগ্রেসের ইস্তাহারকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, "গ্র্যান্ড ওল্ড পার্টি কখনই তার আত্মতুষ্টির রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে না ৷ কারণ এটি দলের গভীর পর্যন্ত বিস্তারিত । আত্মতুষ্টির রাজনীতি থেকেই কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উভয়ই নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে ।" ভারত না দিলে আমাদের হিন্দু এবং শিখ ভাই ও বোনদের কে নাগরিকত্ব দেবে, যারা প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত হয়েছিল ? প্রশ্ন করেন নরেন্দ্র মোদি ৷

কৃষকদের জন্য বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের গৃহীত উদ্যোগের খতিয়ান দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রায় 70 হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে উত্তরপ্রদেশে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে ৷ এর মধ্যে শুধু 8.6 কোটি টাকা পিলিভিটের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে।

মোদির বক্তব্য, "অতীতে এই কৃষকদেরই নিজেদের টাকা ফেরত পেতে যেভাবে কষ্ট করতে হয়েছিল তা সকলেরই জানা । বর্তমান উত্তরপ্রদেশ সরকার আখ চাষিদের উন্নতির জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে । 14 বছরে এসপি-বিএসপি-কংগ্রেস সরকারের তরফে আখ চাষিদের যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল, গত সাত বছরে বিজেপি সরকার তার চেয়ে অনেক বেশি টাকা দিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. 'কথা দিচ্ছি 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে', হুঁশিয়ারি মোদির
  2. 'কাশ্মীর দেশের মাথা', ইন্ডিয়া জোটকে বিঁধে জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির
  3. 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির

পিলিভিট, 9 এপ্রিল: রাম মন্দিরকে সামনে রেখে উত্তরপ্রদেশ থেকে ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, বিরোধী 'ইন্ডিয়া' জোটের দলগুলি রাম মন্দির নির্মাণকে ঘৃণা করে ৷ ভোটারদের এই ধরনের 'পাপীদের' ক্ষমা না-করার আবেদন জানিয়েছেন তিনি ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের পিলিভিটে নির্বাচনী প্রচারে আসেন মোদি ৷ সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ইন্ডিয়া জোটের দলগুলি আগেও রাম মন্দির নির্মাণকে ঘৃণা করত এবং আজও তাই করে। তাদের রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল এবং এর মাধ্যমে ভগবান রামকে অপমান করা হয়।"

মোদির দাবি, "যে কংগ্রেস নেতারা রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাদের ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ভারতে কি এমনটা এর আগে কখনো হয়েছে? এটা কেমন দল যে তার নেতাদের রামলালার পুজো করার জন্য শাস্তি দিচ্ছে ? এই 'পাপীদের' কখনও ক্ষমা করবেন না।"

কংগ্রেসের ইস্তাহারকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, "গ্র্যান্ড ওল্ড পার্টি কখনই তার আত্মতুষ্টির রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে না ৷ কারণ এটি দলের গভীর পর্যন্ত বিস্তারিত । আত্মতুষ্টির রাজনীতি থেকেই কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উভয়ই নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে ।" ভারত না দিলে আমাদের হিন্দু এবং শিখ ভাই ও বোনদের কে নাগরিকত্ব দেবে, যারা প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত হয়েছিল ? প্রশ্ন করেন নরেন্দ্র মোদি ৷

কৃষকদের জন্য বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের গৃহীত উদ্যোগের খতিয়ান দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রায় 70 হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে উত্তরপ্রদেশে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে ৷ এর মধ্যে শুধু 8.6 কোটি টাকা পিলিভিটের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে।

মোদির বক্তব্য, "অতীতে এই কৃষকদেরই নিজেদের টাকা ফেরত পেতে যেভাবে কষ্ট করতে হয়েছিল তা সকলেরই জানা । বর্তমান উত্তরপ্রদেশ সরকার আখ চাষিদের উন্নতির জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে । 14 বছরে এসপি-বিএসপি-কংগ্রেস সরকারের তরফে আখ চাষিদের যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল, গত সাত বছরে বিজেপি সরকার তার চেয়ে অনেক বেশি টাকা দিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. 'কথা দিচ্ছি 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে', হুঁশিয়ারি মোদির
  2. 'কাশ্মীর দেশের মাথা', ইন্ডিয়া জোটকে বিঁধে জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির
  3. 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.