ETV Bharat / bharat

'ক্ষমতায় থেকে আদিবাসী যুবক-শিশুদের অবহেলা করেছে', মধ্যপ্রদেশে কংগ্রেসকে বিঁধলেন মোদি

PM Narendra Modi: আদিবাসীদের উন্নয়ন নিয়ে মধ্যপ্রদেশের এক সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্ষমতায় থাকাকালীন হাত শিবির আদিবাসী যুবক ও শিশুদের অবহেলা করেছে বলে তাঁর দাবি ৷ পাশাপাশি, বিজেপি সরকার আদিবাসীদের জন্য কী কী করেছে তারও খতিয়ান তুলে ধরলেন তিনি ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ANI

Published : Feb 11, 2024, 5:56 PM IST

Updated : Feb 11, 2024, 6:03 PM IST

ঝাবুয়া (মধ্যপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: মধ্যপ্রদেশের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেস বহু বছর ধরে ক্ষমতায় থাকার পরও আদিবাসী যুবক এবং শিশুদের বিষয়ে কোনও চিন্তাভাবনা করেনি । রবিবার মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় জনসভাতে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি ৷

প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস এত বছর শাসন করেছে । তারা কাজ করার সুযোগ পেয়েছিল, কিন্তু মাত্র 100টি একলব্য স্কুল খোলা হয়েছে...বিজেপি সরকার গত দশ বছরে তার থেকে চারগুণ বেশি একলব্য স্কুল খুলেছে ৷" পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন এও বলেন, "শিক্ষার অভাবে একটিও আদিবাসী শিশুও যদি পিছিয়ে থাকে তা আমার কাছে গ্রহণযোগ্য নয় । আমাদের আদিবাসী সমাজ হাজার হাজার বছর ধরে বনজ সম্পদ থেকে জীবিকা নির্বাহ করে আসছে ৷"

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "কংগ্রেসের শাসনকালে আদিবাসীদের অধিকারের উপর আইন চাপিয়ে দেওয়া হয়েছিল । বন সম্পত্তি আইনে পরিবর্তন এনে আমাদের সরকার আদিবাসী সমাজকে তাদের বনভূমি সম্পর্কিত অধিকার ফিরিয়ে দিয়েছে । এত বছর ধরে সিকেল সেল অ্যানিমিয়ায় প্রতি বছর আদিবাসী পরিবারগুলিতে শত শত লোক মারা যাচ্ছিল । কংগ্রেস এত বছর ধরে কেন্দ্র এবং রাজ্য উভয়েই সরকার চালিয়েছে ।কিন্তু তারা আদিবাসী যুবক ও শিশুদের কথা চিন্তা করেনি । মৃত্যু ঠেকাতে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷"

জানুয়ারিতে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে 1 কোটিরও বেশি লোককে সিকেল সেল রোগের জন্য পরীক্ষা করা হয়েছে । সিকেল সেল একটি জেনেটিক রক্তের রোগ, যা আক্রান্ত রোগীর পুরো জীবনকে প্রভাবিত করে । এটি ভারতের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বেশি করে দেখা যায় ৷ তবে অন্যান্যদের মধ্যেও এটি দেখা যায় । কিন্তু পরিমাণে কম ৷ ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1 জুলাই 2023 সালে মধ্যপ্রদেশের শাহদোলে চালু করেছিলেন ।

রবিবরা ঝাবুয়ায় রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শোতে অংশ নেন । রোডশোর আগে প্রধানমন্ত্রী মোদি ঝাবুয়ায় 7 হাজার 500 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । প্রকল্পগুলি এই অঞ্চলের উল্লেখযোগ্য আদিবাসী জনগোষ্ঠীকে উপকৃত করবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে । ঝাবুয়ায় তাঁর জনসভাস্থলে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে লোকজন জড়ো হয় ৷ তাঁরা প্রধানমন্ত্রীর গায়ে ফুলের পাপড়ি বর্ষণ করেন এবং স্লোগান দিয়ে থাকেন ।

আরও পড়ুন:

  1. 'সামনেই ভোট, অনেকে বুঝতে পারছেন না কী করবেন !' লোকসভার শেষ দিনও বিরোধীদের খোঁচা মোদির
  2. যুবরাজকে স্টার্ট-আপ হিসেবে তুলে ধরা হয়েছে, তিনি তো নন-স্টার্টার; রাহুলকে বিঁধলেন মোদি
  3. কংগ্রেসের জন্য বিরোধীদের আজ খারাপ অবস্থা হয়েছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর

ঝাবুয়া (মধ্যপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: মধ্যপ্রদেশের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেস বহু বছর ধরে ক্ষমতায় থাকার পরও আদিবাসী যুবক এবং শিশুদের বিষয়ে কোনও চিন্তাভাবনা করেনি । রবিবার মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় জনসভাতে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি ৷

প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস এত বছর শাসন করেছে । তারা কাজ করার সুযোগ পেয়েছিল, কিন্তু মাত্র 100টি একলব্য স্কুল খোলা হয়েছে...বিজেপি সরকার গত দশ বছরে তার থেকে চারগুণ বেশি একলব্য স্কুল খুলেছে ৷" পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন এও বলেন, "শিক্ষার অভাবে একটিও আদিবাসী শিশুও যদি পিছিয়ে থাকে তা আমার কাছে গ্রহণযোগ্য নয় । আমাদের আদিবাসী সমাজ হাজার হাজার বছর ধরে বনজ সম্পদ থেকে জীবিকা নির্বাহ করে আসছে ৷"

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "কংগ্রেসের শাসনকালে আদিবাসীদের অধিকারের উপর আইন চাপিয়ে দেওয়া হয়েছিল । বন সম্পত্তি আইনে পরিবর্তন এনে আমাদের সরকার আদিবাসী সমাজকে তাদের বনভূমি সম্পর্কিত অধিকার ফিরিয়ে দিয়েছে । এত বছর ধরে সিকেল সেল অ্যানিমিয়ায় প্রতি বছর আদিবাসী পরিবারগুলিতে শত শত লোক মারা যাচ্ছিল । কংগ্রেস এত বছর ধরে কেন্দ্র এবং রাজ্য উভয়েই সরকার চালিয়েছে ।কিন্তু তারা আদিবাসী যুবক ও শিশুদের কথা চিন্তা করেনি । মৃত্যু ঠেকাতে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷"

জানুয়ারিতে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে 1 কোটিরও বেশি লোককে সিকেল সেল রোগের জন্য পরীক্ষা করা হয়েছে । সিকেল সেল একটি জেনেটিক রক্তের রোগ, যা আক্রান্ত রোগীর পুরো জীবনকে প্রভাবিত করে । এটি ভারতের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বেশি করে দেখা যায় ৷ তবে অন্যান্যদের মধ্যেও এটি দেখা যায় । কিন্তু পরিমাণে কম ৷ ন্যাশনাল সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1 জুলাই 2023 সালে মধ্যপ্রদেশের শাহদোলে চালু করেছিলেন ।

রবিবরা ঝাবুয়ায় রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শোতে অংশ নেন । রোডশোর আগে প্রধানমন্ত্রী মোদি ঝাবুয়ায় 7 হাজার 500 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । প্রকল্পগুলি এই অঞ্চলের উল্লেখযোগ্য আদিবাসী জনগোষ্ঠীকে উপকৃত করবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে । ঝাবুয়ায় তাঁর জনসভাস্থলে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে লোকজন জড়ো হয় ৷ তাঁরা প্রধানমন্ত্রীর গায়ে ফুলের পাপড়ি বর্ষণ করেন এবং স্লোগান দিয়ে থাকেন ।

আরও পড়ুন:

  1. 'সামনেই ভোট, অনেকে বুঝতে পারছেন না কী করবেন !' লোকসভার শেষ দিনও বিরোধীদের খোঁচা মোদির
  2. যুবরাজকে স্টার্ট-আপ হিসেবে তুলে ধরা হয়েছে, তিনি তো নন-স্টার্টার; রাহুলকে বিঁধলেন মোদি
  3. কংগ্রেসের জন্য বিরোধীদের আজ খারাপ অবস্থা হয়েছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর
Last Updated : Feb 11, 2024, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.