ETV Bharat / bharat

মহিলা-তরুণদের রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, বাংলায় টুইট মোদির - Lok Sabha Election 2024

Narendra Modi: রাজ্যে মোট সাত আসনে ভোট শুরু হয়েছে ৷ তার আগে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য আর্জি জানালেন প্রধানমন্ত্রী মোদি ৷

Narendra Modi
প্রধানমন্ত্রী মোদি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 7:21 AM IST

Updated : May 20, 2024, 7:31 AM IST

নয়াদিল্লি, 20 মে: পঞ্চম দফায় আজ আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 49টি আসনে ভোট শুরু হয়েছে ৷ তার আগে পাঁচ ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাতেও টুইট করেছেন মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, "আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে 2024-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি।"

একই সঙ্গে মহিলা ও তরুণ ভোটেরদের উদ্দেশেও ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, "বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।"

প্রসঙ্গত, প্রবল গরমের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের চার দফা মিটেছে ৷ সোমবার, 20 মে পঞ্চম দফার ভোট হবে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে ৷ 8.95 কোটি ভোটার 695 জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ করবেন ৷ এর মধ্যে 7টি তফশিলি জাতি এবং 3টি আসন তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷

আরও পড়ুন:

  1. চাকরি-বিনিয়োগে বাধা তৃণমূলের 'কাটমানি কম্পানি', মন্তব্য মোদির
  2. 'মোদির হর ঘর জল, ওদের হর ঘর বম্ব'! পাণ্ডুয়া বিস্ফোরণে তৃণমূলকে কটাক্ষ মোদির
  3. অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, বাংলার ভবিষ্যৎ বদলাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, 20 মে: পঞ্চম দফায় আজ আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 49টি আসনে ভোট শুরু হয়েছে ৷ তার আগে পাঁচ ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাতেও টুইট করেছেন মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, "আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে 2024-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি।"

একই সঙ্গে মহিলা ও তরুণ ভোটেরদের উদ্দেশেও ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, "বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।"

প্রসঙ্গত, প্রবল গরমের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের চার দফা মিটেছে ৷ সোমবার, 20 মে পঞ্চম দফার ভোট হবে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে ৷ 8.95 কোটি ভোটার 695 জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ করবেন ৷ এর মধ্যে 7টি তফশিলি জাতি এবং 3টি আসন তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷

আরও পড়ুন:

  1. চাকরি-বিনিয়োগে বাধা তৃণমূলের 'কাটমানি কম্পানি', মন্তব্য মোদির
  2. 'মোদির হর ঘর জল, ওদের হর ঘর বম্ব'! পাণ্ডুয়া বিস্ফোরণে তৃণমূলকে কটাক্ষ মোদির
  3. অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, বাংলার ভবিষ্যৎ বদলাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির
Last Updated : May 20, 2024, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.