ETV Bharat / bharat

বারাণসীতে মোদি-রায়বরেলিতে রাহুল! দুই মহারথীর জোর টক্করে টানটান উত্তেজনা - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024: নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের 80 আসনের মধ্যে প্রায় 26 আসনে এগিয়ে আছে সমাজবাদী পার্টি ৷ বিজেপি এগিয়ে আছে 22 আসনে এবং কংগ্রেস ছয় আসনে এগিয়ে আছে ৷

Narendra Modi, Rahul Gandhi
রায়বরেলিতে এগিয়ে রাহুল (সৌ: টুইটার)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 10:13 AM IST

Updated : Jun 4, 2024, 10:31 AM IST

নয়াদিল্লি, 4 জুন: মঙ্গলের জনাদেশ কী হতে চলেছে সেদিকে তাকিয়ে গোটা দেশ ৷ আর সকালে পোস্টাল ব্যালটের পর ইভিএম খোলা হতেই একের পর এক ট্রেন্ড আসতে শুরু করেছে ৷ আর পোস্টাল ব্যালটের পর ইভিএমের প্রাথমিক গণনার পর নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ট্রেন্ড থেকে অবশ্য স্পষ্ট, ফের দিল্লির মসনদে বসতে চলেছে ৷ তবে টক্কর চলছে সেয়ানে সেয়ানে ৷ যেখানে সকাল সাড়ে ন'টার ট্রেন্ডে দেখা যাচ্ছে প্রায় সাড়ে আট হাজার ভোটে রায়বরেলি আসন থেকে এগিয়ে আছেন রাহুল গান্ধি ৷ অন্যদিকে, বারাণসী আসন থেকে সকালে প্রায় ছয় হাজার ভোটে পিছিয়ে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বারাণসী থেকে কংগ্রেসের প্রার্থী অজয় রাইয়ের কাছেই পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ যদিও পরে অবশ্য ফের এগিয়ে যান মোদি ৷

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে 516টি আসনের 223টি'তে বিজেপি, 128টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট ৷ উত্তরপ্রদেশের 80 আসনের মধ্যে প্রায় 33 আসনে এগিয়ে আছে সমাজবাদী পার্টি ৷ বিজেপি 22 আসনে এবং কংগ্রেস ছয় আসনে এগিয়ে ছিল সকাল 10টা পর্যন্ত ৷ অন্যদিকে, হিমাচল প্রদেশের সবকটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি ৷ প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর, অর্জুন রাম মেঘওয়ালদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ অন্যদিকে, গুজরাতের গান্ধিনগর আসন থেকে প্রায় এক লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অমিত শাহ ৷ কমিশনের তথ্য অনুযায়ী, হামিরপুর আসন থেকে 31 হাজারেরও বেশি ভোটে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং মান্ডি আসন থেকে 23 হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷

অন্যদিকে, হরিয়ানার সবক'টি আসনেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা ৷ একটি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ৷ মধ্যপ্রদেশের বিদিশা আসন থেকে বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান এবং গুনা আসন থেকে বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এগিয়ে রয়েছেন ব্যাপক ভোটে ৷ যদিও পিছিয়ে রয়েছেন বিজেপির মানেকা গান্ধি ৷ এদিন মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী বলেন, "এই মুহূর্তে খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত ৷ আমি নিশ্চিত যে আমাদের দল ক্ষমতায় আসবে ৷ আমরা অবশ্যই সরকার গঠন করব। আমিও খুব ভাল লিড পেতে চলেছি ৷ মথুরা থেকে খুব ভালো ফল করবে বিজেপি ৷"

নয়াদিল্লি, 4 জুন: মঙ্গলের জনাদেশ কী হতে চলেছে সেদিকে তাকিয়ে গোটা দেশ ৷ আর সকালে পোস্টাল ব্যালটের পর ইভিএম খোলা হতেই একের পর এক ট্রেন্ড আসতে শুরু করেছে ৷ আর পোস্টাল ব্যালটের পর ইভিএমের প্রাথমিক গণনার পর নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ট্রেন্ড থেকে অবশ্য স্পষ্ট, ফের দিল্লির মসনদে বসতে চলেছে ৷ তবে টক্কর চলছে সেয়ানে সেয়ানে ৷ যেখানে সকাল সাড়ে ন'টার ট্রেন্ডে দেখা যাচ্ছে প্রায় সাড়ে আট হাজার ভোটে রায়বরেলি আসন থেকে এগিয়ে আছেন রাহুল গান্ধি ৷ অন্যদিকে, বারাণসী আসন থেকে সকালে প্রায় ছয় হাজার ভোটে পিছিয়ে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বারাণসী থেকে কংগ্রেসের প্রার্থী অজয় রাইয়ের কাছেই পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ যদিও পরে অবশ্য ফের এগিয়ে যান মোদি ৷

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে 516টি আসনের 223টি'তে বিজেপি, 128টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট ৷ উত্তরপ্রদেশের 80 আসনের মধ্যে প্রায় 33 আসনে এগিয়ে আছে সমাজবাদী পার্টি ৷ বিজেপি 22 আসনে এবং কংগ্রেস ছয় আসনে এগিয়ে ছিল সকাল 10টা পর্যন্ত ৷ অন্যদিকে, হিমাচল প্রদেশের সবকটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি ৷ প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর, অর্জুন রাম মেঘওয়ালদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ অন্যদিকে, গুজরাতের গান্ধিনগর আসন থেকে প্রায় এক লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অমিত শাহ ৷ কমিশনের তথ্য অনুযায়ী, হামিরপুর আসন থেকে 31 হাজারেরও বেশি ভোটে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং মান্ডি আসন থেকে 23 হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷

অন্যদিকে, হরিয়ানার সবক'টি আসনেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা ৷ একটি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ৷ মধ্যপ্রদেশের বিদিশা আসন থেকে বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান এবং গুনা আসন থেকে বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এগিয়ে রয়েছেন ব্যাপক ভোটে ৷ যদিও পিছিয়ে রয়েছেন বিজেপির মানেকা গান্ধি ৷ এদিন মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী বলেন, "এই মুহূর্তে খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত ৷ আমি নিশ্চিত যে আমাদের দল ক্ষমতায় আসবে ৷ আমরা অবশ্যই সরকার গঠন করব। আমিও খুব ভাল লিড পেতে চলেছি ৷ মথুরা থেকে খুব ভালো ফল করবে বিজেপি ৷"

Last Updated : Jun 4, 2024, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.