নয়াদিল্লি, 5 জুন: বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্য়ালায়েন্স অর্থাৎ এনডিএ জোটের নেতারা বুধবার সর্বসম্মতভাবে শাসক জোটের নেতা হিসাবে নির্বাচিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এ ছাড়াও দরিদ্র, মহিলা, যুবক, কৃষক ও সমাজের বঞ্চিত অংশের সেবা করার জন্য শাসক জোটের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার উপর জোর দেওয়ার জন্য একটি প্রস্তাব পাশ করা হয়েছে এ দিনের এনডিএ-র বৈঠকে ৷
লোকসভা নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করার পরদিনই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মিলিত হন এনডিএ-এর শরিক নেতারা ৷ টানা তৃতীয় মেয়াদে কোনও সরকারের শপথ নেওয়ার পথ প্রশস্ত করতেই এই বৈঠক ডাকা হয়েছিল ৷ 1962 সালের পর কোনও শাসক জোটের জন্য এই কৃতিত্ব এটাই প্রথম । এ দিনের বৈঠকে টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এলজেপি (আর) নেতা চিরাগ পাসওয়ান এবং এনসিপি নেতা প্রফুল প্যাটেল উপস্থিত ছিলেন ।
এ দিনের এনডিএ বৈঠকে যে প্রস্তাব পাশ হয়েছে তাতে বলা হয়েছে, এনডিএ সরকার তার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দেশের সর্বাত্মক উন্নয়নের জন্য মানুষের জীবনযাত্রার মান বাড়াতে কাজ চালিয়ে যাবে ।
তাতে লেখা আছে, "আমরা সকলেই গর্বিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে 2024 সালের লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে এবং জিতেছে এনডিএ ৷ আমরা সমস্ত এনডিএ নেতা সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদিকে আমাদের নেতা হিসাবে নির্বাচিত করেছি ৷" রেজোলিউশনে আরও বলা হয়েছে যে, মোদির অধীনে এনডিএ সরকারের জনস্বার্থ নীতির কারণে গত 10 বছরে দেশ প্রতিটি ক্ষেত্রে উন্নত হয়েছে । (সংবাদসংস্থা পিটিআই)