ETV Bharat / bharat

দ্রাবিড়-কোহলি-রোহিতের সঙ্গে কথা, ভারতকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা মোদির - Modi speaks to Indian Team

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 1:12 PM IST

Updated : Jun 30, 2024, 1:43 PM IST

PM Modi speaks to Indian Cricket Team: বিশ্বকাপ ফাইনাল শেষে রাতেই এক্স পোস্টে শুভেচ্ছা এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে ৷ এবার রোহিত শর্মা, বিরাট কোহলি ও কোচ রাহুল দ্রাবিড়কে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷

Indian Cricket Team
বিশ্বজয়ী ভারত (বিসিসিআই এক্স)

নয়াদিল্লি, 30 জুন: মোতেরায় ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে ৷ বিধ্বস্ত রোহিত শর্মা, বিরাট কোহলিদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে পৌঁছেছিলেন নরেন্দ্র মোদি ৷ 7 মাস পর সেই হারের জ্বালা জুড়িয়েছে ‘মেন ইন ব্লু’ ৷ টি-20 বিশ্বকাপ এসেছে ভারতে ৷ তারপরেই বিশ্বজয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷

7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ 2007 টি-20 বিশ্বকাপের পর ফের ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ বিশ্বজয়ের পর কোচ রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিত শর্মা ও ফাইনালের নায়ক বিরাট কোহলিকে ফোন করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি ৷ ফোনালাপের সেই ছবি পোস্ট করা হয়েছে বিসিসিআই’য়ের এক্স হ্যান্ডেলে ৷

প্রধানমন্ত্রী রোহিত শর্মাকে তাঁর দুর্দান্ত অধিনায়কত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের পাশাপাশি ফাইনালে বিরাট কোহলির ইনিংসেরও প্রশংসা শোনা যায় মোদির মুখে । বিশ্বকাপের পরেই টি-20 ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন দুই কিংবদন্তি ৷ শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বোলিং এবং দুর্দান্ত ক্যাচের জন্য সূর্যকুমার যাদবের প্রশংসা করেন প্রধানমন্ত্রী । জসপ্রীত বুমরার অবদানের কথাও বলতে ভোলেননি তিনি ।

রোহিত শর্মাকে মোদি বলেন, ‘‘তুমি অসাধারণ । আক্রমণাত্মক মানসিকতা, ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন মাত্রা দিয়েছে । তোমার টি-20 কেরিয়ার ভোলার নয় । তোমার সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত ।’’

কোহলিকে তিনি বলেন, ‘‘ফাইনালের ইনিংসের মতো, তুমি ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছ । টি-20 ক্রিকেট তোমাকে মিস করবে ৷ আমি আত্মবিশ্বাসী যে তুমি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে ।’’

দ্রাবিড়ের প্রশংসা করে তিনি বলেন, ‘‘অবিশ্বাস্য কোচিং ভারতীয় ক্রিকেটের সাফল্যকে রূপ দিয়েছে । আপনার অটুট নিষ্ঠা, কৌশলগত অন্তর্দৃষ্টি এবং সঠিক প্রতিভা লালন করার ক্ষমতা দলকে বদলে দিয়েছে ৷ ভারত আপনার ক্রিকেটের প্রতি অবদানের জন্য কৃতজ্ঞ ।’’

নয়াদিল্লি, 30 জুন: মোতেরায় ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে ৷ বিধ্বস্ত রোহিত শর্মা, বিরাট কোহলিদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে পৌঁছেছিলেন নরেন্দ্র মোদি ৷ 7 মাস পর সেই হারের জ্বালা জুড়িয়েছে ‘মেন ইন ব্লু’ ৷ টি-20 বিশ্বকাপ এসেছে ভারতে ৷ তারপরেই বিশ্বজয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷

7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ 2007 টি-20 বিশ্বকাপের পর ফের ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ বিশ্বজয়ের পর কোচ রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিত শর্মা ও ফাইনালের নায়ক বিরাট কোহলিকে ফোন করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি ৷ ফোনালাপের সেই ছবি পোস্ট করা হয়েছে বিসিসিআই’য়ের এক্স হ্যান্ডেলে ৷

প্রধানমন্ত্রী রোহিত শর্মাকে তাঁর দুর্দান্ত অধিনায়কত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের পাশাপাশি ফাইনালে বিরাট কোহলির ইনিংসেরও প্রশংসা শোনা যায় মোদির মুখে । বিশ্বকাপের পরেই টি-20 ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন দুই কিংবদন্তি ৷ শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বোলিং এবং দুর্দান্ত ক্যাচের জন্য সূর্যকুমার যাদবের প্রশংসা করেন প্রধানমন্ত্রী । জসপ্রীত বুমরার অবদানের কথাও বলতে ভোলেননি তিনি ।

রোহিত শর্মাকে মোদি বলেন, ‘‘তুমি অসাধারণ । আক্রমণাত্মক মানসিকতা, ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন মাত্রা দিয়েছে । তোমার টি-20 কেরিয়ার ভোলার নয় । তোমার সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত ।’’

কোহলিকে তিনি বলেন, ‘‘ফাইনালের ইনিংসের মতো, তুমি ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছ । টি-20 ক্রিকেট তোমাকে মিস করবে ৷ আমি আত্মবিশ্বাসী যে তুমি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে ।’’

দ্রাবিড়ের প্রশংসা করে তিনি বলেন, ‘‘অবিশ্বাস্য কোচিং ভারতীয় ক্রিকেটের সাফল্যকে রূপ দিয়েছে । আপনার অটুট নিষ্ঠা, কৌশলগত অন্তর্দৃষ্টি এবং সঠিক প্রতিভা লালন করার ক্ষমতা দলকে বদলে দিয়েছে ৷ ভারত আপনার ক্রিকেটের প্রতি অবদানের জন্য কৃতজ্ঞ ।’’

Last Updated : Jun 30, 2024, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.