নয়াদিল্লি, 20 এপ্রিল: ইলেক্টোরাল বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পাশাপাশি অভিযোগ করেন তিনি (প্রধানমন্ত্রী) দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন ৷ রাহুল বলেন, "এই স্কুলের সব বিষয় হল দুর্নীতি বিজ্ঞান ৷"
সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ রাহুল গান্ধি কংগ্রেসের একটি নতুন বিজ্ঞাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপির দিকে তীব্র আক্রমণ করেছেন। রাহুল হিন্দিতে একটি পোস্টে লিখেছেন, "নরেন্দ্র মোদি দেশে একটি 'দুর্নীতির স্কুল' চালাচ্ছেন ৷ যেখানে সম্পূর্ণ দুর্নীতি বিজ্ঞান বিষয়ের অধীনে, তিনি দান ব্যবসা-সহ প্রতিটি অধ্যায় বিস্তারিত শিক্ষা দিচ্ছেন ৷"
প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি দাবি করেছেন, প্রধানমন্ত্রী কীভাবে অভিযানের মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয় এবং অনুদান নেওয়ার পরে কীভাবে চুক্তি করা হয় সে সম্পর্কে অধ্যায়গুলি শেখাচ্ছিলেন। তিনি বলেন, "দুর্নীতিবাজদের ধোয়ার ওয়াশিং মেশিন কীভাবে কাজ করে ? এজেন্সিগুলোকে রিকভারি এজেন্টে পরিণত করে কীভাবে 'জামিন জেল' খেলা হয়।" কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এক্স-এ একই বিজ্ঞাপন শেয়ার করেছেন ৷
বিজেপিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, "তোলাবাজি সরকারকে বেছে নেবেন না ৷ পরিবর্তন করুন ৷ কংগ্রেসকে ভোট দিন।" রাহুলের অভিযোগ, বিজেপি দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত হয়েছে ৷ সেই সঙ্গে তিনি বলেন, "ইন্ডিয়া জোট সরকার এই দুর্নীতির স্কুল বন্ধ করবে ৷ এই কোর্সটি চিরতরে বন্ধ করে দেবে ৷" ফেব্রুয়ারিতে, সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড স্কিমকে বাতিল করার রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নির্বাচনী বন্ডের ডেটা শেয়ার করে তা প্রকাশ্যে আনে। কংগ্রেস অভিযোগ, নির্বাচনী বন্ডের ডেটা আদতে বিজেপির দুর্নীতির কৌশল উন্মোচিত করেছে ৷ অনুদানের পালটা আদতে কোম্পানিগুলিকে বিশেষ সুরক্ষা দিয়েছিল বিজেপি ৷ এমনও অভিযোগ করেছে কংগ্রেস ৷ (পিটিআই)
আরও পড়ুন
ঘৃণাকে হারিয়ে চারিদিকে ভালোবাসার দোকান খুলুন, ভোটারদের বার্তা রাহুলের