হায়দরাবাদ, 16 মার্চ: কয়েক ঘণ্টা পরই দেশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন ৷ আর ঠিক তার প্রাক্কালে, জাতির উদ্দেশে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই চিঠিতেই প্রধানমন্ত্রী আরও একবার, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলির পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। চিঠিতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশের দরিদ্র, কৃষক, যুবক এবং মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য যে ব্যবস্থাগুলি নিয়েছে তাও চিঠিতে স্পষ্ট করেছেন তিনি ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর সরকারের অর্জনের একটি সংক্ষিপ্ত ব্যাখ্য়ার বড় তালিকাও প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় সরকারের গত পাঁচ বছরের মাইলফলকগুলির ক্ষেত্রে, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ, বামপন্থী চরমপন্থার সঙ্গে মোকাবিলা করা ছাড়াও জিএসটি বাস্তবায়ন, 370 ধারা বাতিল, তিন তালাক আইন প্রয়োগ, মহিলা সংরক্ষণ আইন লাগু করা, নতুন সংসদ ভবন নির্মানের কথাও ফের মনে করিয়ে দিয়েছেন ৷ জনগণের অংশগ্রহণ গণতন্ত্রের মূল চাবিকাঠি এবং বিকশিত ভারত গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি ভারতের জনগণের কাছ থেকে কেন্দ্রের এই পথ চলাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত সমর্থনও চেয়েছেন প্রধানমন্ত্রী।
'বিকশিত ভারত 2047' হল প্রধানমন্ত্রী মোদির অন্যতম ভিশন ডকুমেন্ট। তাঁর ওয়েবসাইট অনুযায়ী, এটি দেশের সমৃদ্ধির জন্য একটি সম্পূর্ণ ব্লুপ্রিন্ট উপস্থাপন করে ৷ দাবি করা হয়েছে, বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি অমৃত কালের সময় ভারতের জন্য একটি নির্দেশক নীতি হবে ৷
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি তাঁর খোলা চিঠিতে লিখেছেন, "আমার প্রিয় পরিবারের সদস্য, আমাদের অংশীদারিত্ব এক দশক পূর্ণ করার দ্বারপ্রান্তে। 140 কোটি ভারতীয়দের আস্থা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করে ৷ জনগণের জীবনে যে পরিবর্তন এসেছে তা গত 10 বছরে আমাদের সরকারের সবচেয়ে বড় অর্জন। এই রূপান্তরমূলক ফলগুলি দরিদ্র, কৃষক, যুবক এবং মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি দৃঢ়প্রতিজ্ঞ সরকারের আন্তরিক প্রচেষ্টার ফল ৷"
এর সঙ্গেই মোদি লিখেছেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা ঘর, সকলের জন্য বিদ্যুৎ, জল, রান্নার গ্যাস, আয়ুষ্মান ভারত-এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, কৃষকদের আর্থিক সাহায্য, মাতৃ বন্দনা যোজনার মাধ্যমে মহিলাদের সহায়তা এবং আরও অনেক কিছুর মতো আমাদের প্রচেষ্টার সাফল্য শুধুমাত্র সম্ভব হয়েছে আপনি আমার উপর যে আস্থা রেখেছেন সেই কারণে। আমাদের জাতি ঐতিহ্য ও আধুনিকতা উভয়ই হাত ধরে এগিয়ে যাচ্ছে। গত দশকে পরবর্তী প্রজন্মের অবকাঠামোর অভূতপূর্ব নির্মাণের সাক্ষী হলেও, আমাদের সমৃদ্ধ জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণও ঘটেছে। আজ, প্রতিটি নাগরিক গর্বিত যে জাতি তার সমৃদ্ধ সংস্কৃতি উদযাপন করার পাশাপাশি এগিয়ে চলেছে।"
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী লিখেছেন, "এটি আপনার আস্থা ও সমর্থনের একটি পরিমাপ যে আমরা জিএসটি বাস্তবায়ন, 370 ধারা বাতিল, তিন তালাকের নতুন আইন, সংসদে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য নারী শক্তি বন্দন আইন, নতুন সংসদ ভবনের উদ্বোধনের মতো ঐতিহাসিক এবং বড় সিদ্ধান্ত নিতে পেরেছি। একই সঙ্গে, সন্ত্রাসবাদ ও বামপন্থী উগ্রবাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপও নিয়েছি আমরা।"
আরও পড়ুন
শনিতে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, জানাল কমিশন
কমিশনের নির্দেশের পরও পড়ে 35 হাজারেরও বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা