ETV Bharat / bharat

স্বামী বিবেকানন্দের 122তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-মমতার - Modi Mamata tribute to Vivekananda - MODI MAMATA TRIBUTE TO VIVEKANANDA

Modi-Mamata tribute to Vivekananda: স্বামী বিবেকানন্দের 122তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-মমতার (নিজস্ব ছবি)
author img

By PTI

Published : Jul 4, 2024, 3:07 PM IST

কলকাতা, 4 জুলাই: আজ স্বামী বিবেকানন্দের 122তম মৃত্যুবার্ষিকী ৷ এই উপলক্ষে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, স্বামীজীর প্রগতিশীল সমাজ গঠনের স্বপ্ন পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ৷ এদিকে, স্বামী বিবেকানন্দকে মহান সন্ন্যাসী ও দেশপ্রেমিক বলে উল্লেখ করে তাঁকে এই বিশেষ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

স্বামীজীর 122তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি স্বামী বিবেকানন্দকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই । তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় । তার গভীর প্রজ্ঞা এবং জ্ঞানের নিরলস সাধনাও খুব অনুপ্রেরণাদায়ক । তাঁর একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজের স্বপ্ন পূরণে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি ।"

অপরদিকে, এক্স হ্যান্ডেলে এদিন স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, স্বামীজী ছিলেন মহান সন্ন্যাসী দেশপ্রেমিক, যিনি সবাইকে বিভক্ত না-হয়ে ধর্ম এবং দেশকে ভালোবাসতে শিখিয়েছিলেন । আজ স্বামী বিবেকানন্দকে তাঁর মৃত্যুবার্ষিকীর গৌরবময় অনুষ্ঠানে স্মরণ করছি। মহান সন্ন্যাসী-দেশপ্রেমিককে আমার শ্রদ্ধা, যিনি আমাদের ধর্ম ও দেশকে সাম্প্রদায়িক বা বিভক্ত না-হয়ে ভালোবাসতে শিখিয়েছেন ৷"

1902 সালের 4 জুলাই প্রয়াত হন স্বামী বিবেকানন্দ ৷ জনসাধারণের আধ্যাত্মিক জ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি । তিনি পশ্চিমে বেদান্ত দর্শন ছড়িয়ে দেন এবং দরিদ্রদের সেবা করার জন্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন । (পিটিআই)

কলকাতা, 4 জুলাই: আজ স্বামী বিবেকানন্দের 122তম মৃত্যুবার্ষিকী ৷ এই উপলক্ষে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, স্বামীজীর প্রগতিশীল সমাজ গঠনের স্বপ্ন পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ৷ এদিকে, স্বামী বিবেকানন্দকে মহান সন্ন্যাসী ও দেশপ্রেমিক বলে উল্লেখ করে তাঁকে এই বিশেষ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

স্বামীজীর 122তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি স্বামী বিবেকানন্দকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই । তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় । তার গভীর প্রজ্ঞা এবং জ্ঞানের নিরলস সাধনাও খুব অনুপ্রেরণাদায়ক । তাঁর একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজের স্বপ্ন পূরণে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি ।"

অপরদিকে, এক্স হ্যান্ডেলে এদিন স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, স্বামীজী ছিলেন মহান সন্ন্যাসী দেশপ্রেমিক, যিনি সবাইকে বিভক্ত না-হয়ে ধর্ম এবং দেশকে ভালোবাসতে শিখিয়েছিলেন । আজ স্বামী বিবেকানন্দকে তাঁর মৃত্যুবার্ষিকীর গৌরবময় অনুষ্ঠানে স্মরণ করছি। মহান সন্ন্যাসী-দেশপ্রেমিককে আমার শ্রদ্ধা, যিনি আমাদের ধর্ম ও দেশকে সাম্প্রদায়িক বা বিভক্ত না-হয়ে ভালোবাসতে শিখিয়েছেন ৷"

1902 সালের 4 জুলাই প্রয়াত হন স্বামী বিবেকানন্দ ৷ জনসাধারণের আধ্যাত্মিক জ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি । তিনি পশ্চিমে বেদান্ত দর্শন ছড়িয়ে দেন এবং দরিদ্রদের সেবা করার জন্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন । (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.