কলকাতা, 4 জুলাই: আজ স্বামী বিবেকানন্দের 122তম মৃত্যুবার্ষিকী ৷ এই উপলক্ষে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, স্বামীজীর প্রগতিশীল সমাজ গঠনের স্বপ্ন পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ৷ এদিকে, স্বামী বিবেকানন্দকে মহান সন্ন্যাসী ও দেশপ্রেমিক বলে উল্লেখ করে তাঁকে এই বিশেষ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
স্বামীজীর 122তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি স্বামী বিবেকানন্দকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই । তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় । তার গভীর প্রজ্ঞা এবং জ্ঞানের নিরলস সাধনাও খুব অনুপ্রেরণাদায়ক । তাঁর একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজের স্বপ্ন পূরণে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি ।"
I pay homage to Swami Vivekananda on his Punya Tithi. His teachings give strength to millions. His profound wisdom and relentless pursuit of knowledge are also very motivating. We reiterate our commitment to fulfil his dream of a prosperous and progressive society.
— Narendra Modi (@narendramodi) July 4, 2024
অপরদিকে, এক্স হ্যান্ডেলে এদিন স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, স্বামীজী ছিলেন মহান সন্ন্যাসী দেশপ্রেমিক, যিনি সবাইকে বিভক্ত না-হয়ে ধর্ম এবং দেশকে ভালোবাসতে শিখিয়েছিলেন । আজ স্বামী বিবেকানন্দকে তাঁর মৃত্যুবার্ষিকীর গৌরবময় অনুষ্ঠানে স্মরণ করছি। মহান সন্ন্যাসী-দেশপ্রেমিককে আমার শ্রদ্ধা, যিনি আমাদের ধর্ম ও দেশকে সাম্প্রদায়িক বা বিভক্ত না-হয়ে ভালোবাসতে শিখিয়েছেন ৷"
Remembering Swami Vivekananda on the solemn occasion of his death anniversary today.
— Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2024
My tributes to the great monk-patriot, who taught us to love our religion and country without being sectarian or divisive.
1902 সালের 4 জুলাই প্রয়াত হন স্বামী বিবেকানন্দ ৷ জনসাধারণের আধ্যাত্মিক জ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি । তিনি পশ্চিমে বেদান্ত দর্শন ছড়িয়ে দেন এবং দরিদ্রদের সেবা করার জন্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন । (পিটিআই)