নয়াদিল্লি, 7 নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর বুধবার রাতে ট্রাম্পকে ফোন করে এক সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি ৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি জানান, ট্রাম্পের সঙ্গে তাঁরে ফোনেও কথা হয়েছে ৷
রাতে প্রধানমন্ত্রী মোদি এক্সে লেখেন, "আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্দান্ত কথোপকথন হয়েছে ৷ অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য ফের একসঙ্গে কাজ করতে উন্মুখ।"
Had a great conversation with my friend, President @realDonaldTrump, congratulating him on his spectacular victory. Looking forward to working closely together once again to further strengthen India-US relations across technology, defence, energy, space and several other sectors.
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
এর আগে দুপুরে সোশাল মিডিয়ায় ট্রাম্পের সঙ্গে তাঁর কিছু একাধিক পুরনো ছবি পোস্ট করে মোদি লেখেন, "আসুন একসঙ্গে কাজ করি ৷" ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বানও জানান তিনি। সেই সঙ্গে বিশ্বে শান্তি বজায় রাখতে মিলিতভাবে কাজ করার কথাও বলেন। সেখানে প্রধানমন্ত্রী মোদি লেখেন, "ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের পারস্পারিক সহযোগিতার অপেক্ষায় রয়েছি। আমাদের জনগণের উন্নতি এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রচারের জন্য আসুন একসঙ্গে কাজ করি।”
সংবাদ সংস্থা এপি-র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হোয়াইট হাউজে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় 270 ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছেন ট্রাম্প ৷ একের পর এক সুইং স্টেটে জয় রিপাবলিকান প্রার্থী ৷ জর্জিয়া, নর্থ ক্যারোলিনার পর পেনসিলভেনিয়ায় জয় ছিনিয়ে নিলেন ট্রাম্প ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 295টি জিতেছেন ট্রাম্প ৷ আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন 226টি ইলেক্টোরাল কলেজ ভোট ৷
Heartiest congratulations my friend @realDonaldTrump on your historic election victory. As you build on the successes of your previous term, I look forward to renewing our collaboration to further strengthen the India-US Comprehensive Global and Strategic Partnership. Together,… pic.twitter.com/u5hKPeJ3SY
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
জয় নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রোঁ, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷