ETV Bharat / bharat

বিজেপির প্রথম 'সক্রিয় সদস্য' হলেন প্রধানমন্ত্রী মোদি - PM MODI BJP ACTIVE MEMBER

বিজেপির 'সক্রিয় সদস্য' অভিযানে প্রথম নাম লেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সক্রিয় সদস্যরা কমপক্ষে 50 জনকে বিজেপিতে অন্তর্ভুক্ত করবেন ।

PM MODI BJP ACTIVE MEMBER
বিজেপির প্রথম 'সক্রিয় সদস্য' হলেন প্রধানমন্ত্রী (সৌ: এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Oct 16, 2024, 8:44 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: বিজেপির 'সক্রিয় সদস্য' অভিযানে প্রথম নাম লেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সূত্র ধরে বুধবার 'সক্রিয় সদস্য' অভিযানে তালিকাভুক্ত হওয়া প্রথম ব্যক্তি হলেন তিনি ৷ তিনিই দলের 'সক্রিয় সাদাস্যতা অভিযান' চালু করেছেন।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে 'সক্রিয় সদস্যপদ' নিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে দেশের সর্বত্র যাতে সাফল্যের সঙ্গে এই অভিযান হয় সেই আহ্বান করেছেন মোদি ৷ দলীয় সূত্রে খবর, বিজেপির একজন 'সক্রিয় সদস্য'কে একটি বুথে বা বিধানসভা কেন্দ্রে কমপক্ষে 50 জনকে দলীয় সদস্য হিসেবে তালিকাভুক্ত করতে হবে। শুধুমাত্র সক্রিয় সদস্যরাই দলের সাংগঠনিক নির্বাচনে অংশ নিতে পারেন ৷ সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, " আমাদের লক্ষ্য ও প্রচেষ্টা বিকশিত ভারত তৈরি। তাতে আরও গতি আনতে হবে ৷ বিজেপি কর্মী হিসেবে, প্রথম সক্রিয় সদস্য হতে পেরে আমি গর্বিত ৷ একই সঙ্গে আজ থেকে এই সক্রিয় সদস্য সংগ্রহ অভিযানও শুরু করছি ৷ এটি এমন একটি আন্দোলন যা আমাদের দলকে আরও শক্তিশালী করবে ৷ জাতীয় অগ্রগতিতে আমাদের দলীয় কর্মীদের কার্যকর অবদানও নিশ্চিত করবেন এই সক্রিয় সদস্যরাই ৷"

প্রধানমন্ত্রী জানিয়েছেন 'মণ্ডল কমিটি' গঠনের জন্য এই সক্রিয় সদস্যরা ভোট দিতে পারবেন । দলীয় কাঠামো অনুসারে মণ্ডল কমিটির উপরে যে সমস্ত পদ রয়েছে তাতে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য এই সক্রিয় সদস্যরা। একই সঙ্গে আগামিদিনে তাঁরা দলের জন্য কাজ করার অনেক সুযোগ পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী। প্রতি 6 বছর পর বিজেপি নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করে। প্রত্যেক বর্তমান বিজেপি সদস্যকেও নতুন করে নিজেকে সেই তালিকায় নাম নথিভুক্ত করতে হয় ৷ নতুন সদস্যদের নামও এক্ষেত্রে তালিকায় যোগ করা হয়।

বিজেপির আসন্ন সাংগঠনিক নির্বাচনও ভীষণভাবে তাৎপর্যপূর্ণ । দলের সংবিধান অনুসারে এক ব্যক্তি 3 বছর পরে মোট 6 বছর বিজেপির সভাপতি পদে থাকতে পারেন । সেই হিসেবে বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে জুন মাসের 30 তারিখ। শুধু তাই নয়, ইতিমধ্যে মোদি মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি। তাই 'এক নেতা এক পদ' নীতি অনুসারেও বিজেপির অন্য ক্যাপ্টেন পাওয়া একপ্রকার নিশ্চিত । একইযুক্তিতে পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বে আসতে চলেছেন নতুন কেউ । তাঁর কারণ, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এবরা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়েছেন।

(পিটিআই)

নয়াদিল্লি, 16 অক্টোবর: বিজেপির 'সক্রিয় সদস্য' অভিযানে প্রথম নাম লেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সূত্র ধরে বুধবার 'সক্রিয় সদস্য' অভিযানে তালিকাভুক্ত হওয়া প্রথম ব্যক্তি হলেন তিনি ৷ তিনিই দলের 'সক্রিয় সাদাস্যতা অভিযান' চালু করেছেন।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে 'সক্রিয় সদস্যপদ' নিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে দেশের সর্বত্র যাতে সাফল্যের সঙ্গে এই অভিযান হয় সেই আহ্বান করেছেন মোদি ৷ দলীয় সূত্রে খবর, বিজেপির একজন 'সক্রিয় সদস্য'কে একটি বুথে বা বিধানসভা কেন্দ্রে কমপক্ষে 50 জনকে দলীয় সদস্য হিসেবে তালিকাভুক্ত করতে হবে। শুধুমাত্র সক্রিয় সদস্যরাই দলের সাংগঠনিক নির্বাচনে অংশ নিতে পারেন ৷ সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, " আমাদের লক্ষ্য ও প্রচেষ্টা বিকশিত ভারত তৈরি। তাতে আরও গতি আনতে হবে ৷ বিজেপি কর্মী হিসেবে, প্রথম সক্রিয় সদস্য হতে পেরে আমি গর্বিত ৷ একই সঙ্গে আজ থেকে এই সক্রিয় সদস্য সংগ্রহ অভিযানও শুরু করছি ৷ এটি এমন একটি আন্দোলন যা আমাদের দলকে আরও শক্তিশালী করবে ৷ জাতীয় অগ্রগতিতে আমাদের দলীয় কর্মীদের কার্যকর অবদানও নিশ্চিত করবেন এই সক্রিয় সদস্যরাই ৷"

প্রধানমন্ত্রী জানিয়েছেন 'মণ্ডল কমিটি' গঠনের জন্য এই সক্রিয় সদস্যরা ভোট দিতে পারবেন । দলীয় কাঠামো অনুসারে মণ্ডল কমিটির উপরে যে সমস্ত পদ রয়েছে তাতে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য এই সক্রিয় সদস্যরা। একই সঙ্গে আগামিদিনে তাঁরা দলের জন্য কাজ করার অনেক সুযোগ পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী। প্রতি 6 বছর পর বিজেপি নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করে। প্রত্যেক বর্তমান বিজেপি সদস্যকেও নতুন করে নিজেকে সেই তালিকায় নাম নথিভুক্ত করতে হয় ৷ নতুন সদস্যদের নামও এক্ষেত্রে তালিকায় যোগ করা হয়।

বিজেপির আসন্ন সাংগঠনিক নির্বাচনও ভীষণভাবে তাৎপর্যপূর্ণ । দলের সংবিধান অনুসারে এক ব্যক্তি 3 বছর পরে মোট 6 বছর বিজেপির সভাপতি পদে থাকতে পারেন । সেই হিসেবে বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে জুন মাসের 30 তারিখ। শুধু তাই নয়, ইতিমধ্যে মোদি মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি। তাই 'এক নেতা এক পদ' নীতি অনুসারেও বিজেপির অন্য ক্যাপ্টেন পাওয়া একপ্রকার নিশ্চিত । একইযুক্তিতে পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বে আসতে চলেছেন নতুন কেউ । তাঁর কারণ, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এবরা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়েছেন।

(পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.