ETV Bharat / bharat

বদ্রীনাথ থেকে ফেরার পথে বাঙালি যাত্রীদের নিয়ে উল্টে গেল বাস - Uttarakhand Accident - UTTARAKHAND ACCIDENT

Chamoli Bus Accident: বদ্রীনাথ থেকে ফেরার পথে চামোলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন ৷ জানা গিয়েছে, তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

Chamoli Bus Accident
বদ্রীনাথ থেকে ফেরার পথে উল্টে গেল বাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 2:32 PM IST

চামোলি (উত্তরাখণ্ড), 1 অক্টোবর: বদ্রীনাথ দর্শন করে ফিরছিল ৷ চামোলি হাইওয়েতে উঠতেই ঘটল বিপত্তি ৷ লম্বাগড় নালার বালাম সেতুর কাছে উল্টে গেল যাত্রীবাহী সেই বাস ৷ ঘটনায় আহত 3 জন ৷

জানা গিয়েছে, 19 জন যাত্রীকে নিয়ে বদ্রীনাথ দর্শন করে ফিরছিল বাসটি ৷ বাসের সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ চামোলি হাইওয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায় ৷ ভয়ে চিৎকার করতে শুরু করেন যাত্রীরা ৷

ভাগ্যের জোরে রাস্তার উপরেই পড়ে থাকে বাসটি ৷ পাহাড়ের বেয়ে নীচে পড়ে না যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মত স্থানীয়দের ৷ ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা যাত্রীদের উদ্ধারের জন্য পৌঁছে যান ৷ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে ৷ পুলিশকর্মীরা এসে আহতদের উদ্ধার করে জ্যোতির্মথ হাসপাতালে পাঠায় । হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বদ্রীনাথ হাইওয়েতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছে ৷ পার্বত্য এলাকায় রাস্তার ঢালের জন্য গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ আর তা থেকেই দুর্ঘটনা বলে জানায় স্থানীয় পুলিশ ৷

তবে দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন ৷ হাইওয়ের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সাইনবোর্ড ৷ কিন্তু পার্বত্য এলাকায় চালকের অসাবধানতার কারণে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে ।

কয়েকদিন আগে তীর্থ করে বাড়ি ফেরার সময় রুদ্রপ্রয়াগে ভূমিধসে মৃত্যু হয় অন্তত 5 জন তীর্থযাত্রীর ৷ আহত হন আরও 3 জন ৷ কেদারনাথ জাতীয় সড়কের উপর সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার দূরে গৌরীকুণ্ডের কাছে ঘটনাটি ঘটে ৷

চামোলি (উত্তরাখণ্ড), 1 অক্টোবর: বদ্রীনাথ দর্শন করে ফিরছিল ৷ চামোলি হাইওয়েতে উঠতেই ঘটল বিপত্তি ৷ লম্বাগড় নালার বালাম সেতুর কাছে উল্টে গেল যাত্রীবাহী সেই বাস ৷ ঘটনায় আহত 3 জন ৷

জানা গিয়েছে, 19 জন যাত্রীকে নিয়ে বদ্রীনাথ দর্শন করে ফিরছিল বাসটি ৷ বাসের সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ চামোলি হাইওয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায় ৷ ভয়ে চিৎকার করতে শুরু করেন যাত্রীরা ৷

ভাগ্যের জোরে রাস্তার উপরেই পড়ে থাকে বাসটি ৷ পাহাড়ের বেয়ে নীচে পড়ে না যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মত স্থানীয়দের ৷ ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা যাত্রীদের উদ্ধারের জন্য পৌঁছে যান ৷ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে ৷ পুলিশকর্মীরা এসে আহতদের উদ্ধার করে জ্যোতির্মথ হাসপাতালে পাঠায় । হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বদ্রীনাথ হাইওয়েতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছে ৷ পার্বত্য এলাকায় রাস্তার ঢালের জন্য গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ আর তা থেকেই দুর্ঘটনা বলে জানায় স্থানীয় পুলিশ ৷

তবে দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন ৷ হাইওয়ের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সাইনবোর্ড ৷ কিন্তু পার্বত্য এলাকায় চালকের অসাবধানতার কারণে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে ।

কয়েকদিন আগে তীর্থ করে বাড়ি ফেরার সময় রুদ্রপ্রয়াগে ভূমিধসে মৃত্যু হয় অন্তত 5 জন তীর্থযাত্রীর ৷ আহত হন আরও 3 জন ৷ কেদারনাথ জাতীয় সড়কের উপর সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার দূরে গৌরীকুণ্ডের কাছে ঘটনাটি ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.