ETV Bharat / bharat

সরকারের নীতি ও আদর্শের উপর ভরসা রয়েছে দেশবাসীর: মোদি - First Session of 18th Lok Sabha - FIRST SESSION OF 18TH LOK SABHA

PM Narendra Modi: সোমবার থেকে শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ প্রথম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জানান, 'শ্রেষ্ঠ ভারত ও বিকশিত ভারত' গড়ার লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷

PM Narendra Modi
সকলকে নিয়ে চলার অঙ্গিকার মোদির (সংসদ টিভি)
author img

By PTI

Published : Jun 24, 2024, 12:06 PM IST

Updated : Jun 24, 2024, 12:38 PM IST

নয়াদিল্লি, 24 জুন: "দেশবাসী আমাদের তৃতীয়বার সুযোগ দিয়েছে ৷ অর্থাৎ সরকারের নীতি এবং উদ্দেশ্যের উপর কার্যত সিলমোহর দিয়েছেন তারা৷ " অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "শ্রেষ্ঠ ভারত ও বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷"

সোমবার থেকে শুরু হল লোকসভার প্রথম অধিবেশন ৷ আগামী 3 জুলাই পর্যন্ত চলবে ৷ এদিন অধিবেশন শুরু হতেই সংসদের নিম্নকক্ষে প্রোটেম স্পিকারের কাছে একে একে শপথবাক্য পাঠ করেন নব নির্বাচিত সাংসদরা ৷ তবে সংসদভবনে ঢোকার আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, দেশবাসীর উন্নয়নের স্বার্থে সংবিধান অনুযায়ী সকলকে একসঙ্গে নিয়ে চলতে চায় সরকার ৷ এরপর নতুন সাংসদদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি ৷

অধিবেশন শুরুর আগে থেকে লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ সেই নিয়ে ইতিমধ্যে এনডিএ সরকার তথা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব ৷ এদিন পরোক্ষভাবে সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "দেশে দায়িত্বশীল বিরোধীর প্রয়োজন ৷ জনগণ বিরোধীদের কাছ থেকে ভালো কিছু আশা করে ৷ তবে এখন পর্যন্ত এই বিষয়ে হতাশা মিলেছে ৷ জনগণ স্লোগান নয়, কাজ চায় । সংসদে বিতর্ক চায়, অশান্তি নয় ৷"

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে 1975 সালের 25 জুন থেকে লাগু হওয়া 21 মাসের জরুরি অবস্থার কথাও ৷ তৎকালীন সরকারকে নাম না-করে কটাক্ষ করে তিনি বলেন, "25 জুন দেশের গণতন্ত্রে কালো দাগ লেগেছিল ৷ কাল তার 50 বছর পূরণ হবে ৷ সেইসময় সংবিধান বাতিল করা হয়েছিল ৷" ঘটনাচক্রে এদিন অধিবেশন শুরুর আগে থেকেই প্রোটেম স্পিকার প্রসঙ্গে ফের সরব হয়ে ওঠেন বিরোধী সাংসদরা ৷ সংসদভবনের সামলে গান্ধি মূর্তির পাদদেশে সংবিধান হাতে নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ৷ অভিযোগ, স্পিকার নির্বাচনের বিষয়ে বিরোধীদের মত না-নিয়ে সংবিধানের আইন লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার ৷

এবারের লোকসভা নির্বাচনের জয়ের মাধ্যমে তৃতীয়বার দেশের ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা এনডিএ সরকার ৷ এদিন তাঁর বক্তব্যে সেই বিষয়টিও তুলে ধরেন মোদি ৷ 65 কোটি ভোটারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "স্বাধীনতার পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও সরকার টানা তিনবার ক্ষমতায় এসেছে ৷ সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি এক গৌরবময় সময় ৷"

নয়াদিল্লি, 24 জুন: "দেশবাসী আমাদের তৃতীয়বার সুযোগ দিয়েছে ৷ অর্থাৎ সরকারের নীতি এবং উদ্দেশ্যের উপর কার্যত সিলমোহর দিয়েছেন তারা৷ " অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "শ্রেষ্ঠ ভারত ও বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷"

সোমবার থেকে শুরু হল লোকসভার প্রথম অধিবেশন ৷ আগামী 3 জুলাই পর্যন্ত চলবে ৷ এদিন অধিবেশন শুরু হতেই সংসদের নিম্নকক্ষে প্রোটেম স্পিকারের কাছে একে একে শপথবাক্য পাঠ করেন নব নির্বাচিত সাংসদরা ৷ তবে সংসদভবনে ঢোকার আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, দেশবাসীর উন্নয়নের স্বার্থে সংবিধান অনুযায়ী সকলকে একসঙ্গে নিয়ে চলতে চায় সরকার ৷ এরপর নতুন সাংসদদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি ৷

অধিবেশন শুরুর আগে থেকে লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ সেই নিয়ে ইতিমধ্যে এনডিএ সরকার তথা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব ৷ এদিন পরোক্ষভাবে সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "দেশে দায়িত্বশীল বিরোধীর প্রয়োজন ৷ জনগণ বিরোধীদের কাছ থেকে ভালো কিছু আশা করে ৷ তবে এখন পর্যন্ত এই বিষয়ে হতাশা মিলেছে ৷ জনগণ স্লোগান নয়, কাজ চায় । সংসদে বিতর্ক চায়, অশান্তি নয় ৷"

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে 1975 সালের 25 জুন থেকে লাগু হওয়া 21 মাসের জরুরি অবস্থার কথাও ৷ তৎকালীন সরকারকে নাম না-করে কটাক্ষ করে তিনি বলেন, "25 জুন দেশের গণতন্ত্রে কালো দাগ লেগেছিল ৷ কাল তার 50 বছর পূরণ হবে ৷ সেইসময় সংবিধান বাতিল করা হয়েছিল ৷" ঘটনাচক্রে এদিন অধিবেশন শুরুর আগে থেকেই প্রোটেম স্পিকার প্রসঙ্গে ফের সরব হয়ে ওঠেন বিরোধী সাংসদরা ৷ সংসদভবনের সামলে গান্ধি মূর্তির পাদদেশে সংবিধান হাতে নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ৷ অভিযোগ, স্পিকার নির্বাচনের বিষয়ে বিরোধীদের মত না-নিয়ে সংবিধানের আইন লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার ৷

এবারের লোকসভা নির্বাচনের জয়ের মাধ্যমে তৃতীয়বার দেশের ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা এনডিএ সরকার ৷ এদিন তাঁর বক্তব্যে সেই বিষয়টিও তুলে ধরেন মোদি ৷ 65 কোটি ভোটারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "স্বাধীনতার পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও সরকার টানা তিনবার ক্ষমতায় এসেছে ৷ সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি এক গৌরবময় সময় ৷"

Last Updated : Jun 24, 2024, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.