ETV Bharat / bharat

'তৃতীয়বার এনডিএ-তে আস্থা মানুষের', দেশবাসীকে ধন্যবাদ মোদির - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024: 2024 লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি ৷ ফলে তৃতীয়বার কেন্দ্রে মোদি সরকার এখনও নিশ্চিত নয় ৷ যত সংখ্য়ক আসন নিয়ে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চেয়েছিলেন, সেই ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি মোদির ৷ চারশো পার তো নয়, তিনশোর দোরগোড়ায় এনডিএ ৷

ETV BHARAT
সোশাল মিডিয়ায় নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তা ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 9:14 PM IST

Updated : Jun 4, 2024, 10:17 PM IST

নয়াদিল্লি, 4 জুন: নির্বাচনের আগেই চারশো পার স্লোগানে তৃতীয়বার ক্ষমতায় আসার কথা বলেছিলেন নরেন্দ্র মোদি ৷ কিন্তু, মঙ্গলে মানুষের রায়ে চারশো পার তো নয়, তিনশোর দোরগোড়ায় এনডিএ ৷ আর ইন্ডিয়া জোট দু'শো পার করায় কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের স্বপ্নপূরণ হয়নি মোদির ৷

আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্র সরকার গঠনের চিত্রটা পরিষ্কার হবে ৷ তাই এদিন জয়ের আনন্দ নয়, কাঁটা গিলে বিজেপির নেতা, কর্মী এবং সমর্থকদের অভিনন্দন জানালেন মোদি ৷ কারণ, তাঁর 'ইসবার চারশো পার' স্লোগান পুরোপুরি ব্যর্থ ৷ এমনকি একক সংখ্যাগরিষ্ঠতার আশেপাশেও পৌঁছতে পারল না মোদি-শাহ জুটি ৷ তবে, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে মোদির বার্তা, "মানুষ তৃতীয়বার এনডি-র উপর ভরসা রেখেছে ৷"

আজ সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, "জনগণ এনডিএ-তে আস্থা রেখেছে, টানা তৃতীয়বার ! ভারতীয় রাজনীতির ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কীর্তি ৷ আমি জনতা জনার্দনকে এই স্নেহের জন্য প্রণাম জানাই এবং তাদের আশ্বস্ত করছি, যে আমরা জনগণের আশা-আকাঙ্খা পূরণে গত দশকে করা ভাল কাজ চালিয়ে যাব ৷ আমি আমাদের সমস্ত কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাচ্ছি ৷ কোনও শব্দই তাদের কঠোর পরিশ্রমের প্রশংসায় যথেষ্ঠ নয় ৷"

2019 সালে জয়ের পর মোদি এবং অমিত শাহ রোড-শো করে দীনদয়াল উপাধ্যায় মার্গে পৌঁছেছিলেন ৷ এবার আর তা করতে দেখা গেল না তাঁকে ৷ সাদামাটাভাবে বিজেপির সদর দফতরে পৌঁছেন ৷ সেখান থেকে দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ৷ উল্লেখ্য, রাম মন্দির, 370 ধারা বিলোপ, সিএএ লাগু করা-সহ একাধিক ইস্যুতে এবার নির্বাচনে নেমেছিল মোদির বিজেপি ৷ কিন্তু, লোকসভার ফলাফলে এসবের প্রভাব কার্যত না-এর বরাবর ছিল ৷ বিশেষত, রাম মন্দির প্রতিষ্ঠা ৷ রাজনৈতিক মহল যেখানে মনে করেছিল, রাম মন্দির প্রতিষ্ঠা বিজেপি তথা মোদিকে 'চারশো পার' স্লোগানের কাছে নিয়ে যাবে ৷ যা পুরোপুরি সফল হয়নি ৷

নয়াদিল্লি, 4 জুন: নির্বাচনের আগেই চারশো পার স্লোগানে তৃতীয়বার ক্ষমতায় আসার কথা বলেছিলেন নরেন্দ্র মোদি ৷ কিন্তু, মঙ্গলে মানুষের রায়ে চারশো পার তো নয়, তিনশোর দোরগোড়ায় এনডিএ ৷ আর ইন্ডিয়া জোট দু'শো পার করায় কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের স্বপ্নপূরণ হয়নি মোদির ৷

আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্র সরকার গঠনের চিত্রটা পরিষ্কার হবে ৷ তাই এদিন জয়ের আনন্দ নয়, কাঁটা গিলে বিজেপির নেতা, কর্মী এবং সমর্থকদের অভিনন্দন জানালেন মোদি ৷ কারণ, তাঁর 'ইসবার চারশো পার' স্লোগান পুরোপুরি ব্যর্থ ৷ এমনকি একক সংখ্যাগরিষ্ঠতার আশেপাশেও পৌঁছতে পারল না মোদি-শাহ জুটি ৷ তবে, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে মোদির বার্তা, "মানুষ তৃতীয়বার এনডি-র উপর ভরসা রেখেছে ৷"

আজ সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, "জনগণ এনডিএ-তে আস্থা রেখেছে, টানা তৃতীয়বার ! ভারতীয় রাজনীতির ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কীর্তি ৷ আমি জনতা জনার্দনকে এই স্নেহের জন্য প্রণাম জানাই এবং তাদের আশ্বস্ত করছি, যে আমরা জনগণের আশা-আকাঙ্খা পূরণে গত দশকে করা ভাল কাজ চালিয়ে যাব ৷ আমি আমাদের সমস্ত কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাচ্ছি ৷ কোনও শব্দই তাদের কঠোর পরিশ্রমের প্রশংসায় যথেষ্ঠ নয় ৷"

2019 সালে জয়ের পর মোদি এবং অমিত শাহ রোড-শো করে দীনদয়াল উপাধ্যায় মার্গে পৌঁছেছিলেন ৷ এবার আর তা করতে দেখা গেল না তাঁকে ৷ সাদামাটাভাবে বিজেপির সদর দফতরে পৌঁছেন ৷ সেখান থেকে দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ৷ উল্লেখ্য, রাম মন্দির, 370 ধারা বিলোপ, সিএএ লাগু করা-সহ একাধিক ইস্যুতে এবার নির্বাচনে নেমেছিল মোদির বিজেপি ৷ কিন্তু, লোকসভার ফলাফলে এসবের প্রভাব কার্যত না-এর বরাবর ছিল ৷ বিশেষত, রাম মন্দির প্রতিষ্ঠা ৷ রাজনৈতিক মহল যেখানে মনে করেছিল, রাম মন্দির প্রতিষ্ঠা বিজেপি তথা মোদিকে 'চারশো পার' স্লোগানের কাছে নিয়ে যাবে ৷ যা পুরোপুরি সফল হয়নি ৷

Last Updated : Jun 4, 2024, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.