মুম্বই, 17 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ৷ আর ভোটের ঢাকে কাঠি পড়তেই ফের নড়েচড়ে বসেছে শাসক-বিরোধী দুই শিবিরই ৷ রবিবার তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক বসছে মুম্বইতে ৷ যে বৈঠকে যোগ দিতে ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহরা ৷ জানা গিয়েছে, এদিন বৈঠকের পাশাপাশি মুম্বইয়ে শিবাজি পার্কে মেগা সমাবেশ করতে চলেছে জোটের শরিকদলগুলি ৷ যদিও এদিনের বৈঠকে বা সমাবেশে থাকছে না বাম, তৃণমূল ৷
ভারত জোড়ো ন্য়ায় যাত্রার শেষ প্রহরে মুম্বইতেই আছেন রাহুল গান্ধি ৷ রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি দাবি করেছেন, বিজেপি 'অনেক শোরগোল' করে ঠিকই, কিন্তু সংবিধানকে 'পরিবর্তন' করার যথেষ্ট সাহস তাদের নেই ৷ একইসঙ্গে তিনি এও জোরের সঙ্গে জানিয়েছেন, সত্য এবং দেশের মানুষ তাঁর পক্ষেই রয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে সম্প্রতি জানান, সংবিধান সংশোধন করতে এবং কংগ্রেসের তৈরি করা বিকৃত, অপ্রয়োজনীয় সংযোজনগুলিকে ঠিক করতে সংসদের উভয় কক্ষে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন।
বিজেপি অবশ্য পরবর্তীকালে হেগড়ের মন্তব্যকে তাঁর 'ব্যক্তিগত মতামত' বলে চিহ্নিত করেছে ৷ রাহুল গান্ধি এদিন মুম্বইয়ে মহাত্মা গান্ধির বাড়ি মণি ভবন থেকে 'ন্যায় সংকল্প পদযাত্রা' করে অগস্ট ক্রান্তি ময়দানে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, "বিজেপি অনেক শোরগোল করে, কিন্তু সংবিধান বদলানোর মতো সাহস তাদের নেই। সত্য ও জনগণের সমর্থন আমাদের পাশেই আছে ।" ওয়েনাড় লোকসভার সাংসদ জানান, বর্তমান লড়াই আদতে দুটি অভিব্যক্তির মধ্যে, কেবল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে নয় ।
রাহুল গান্ধি বলেন, "কেউ মনে করে দেশকে কেন্দ্রীভূতভাবে চালানো উচিত, যেখানে একজন ব্যক্তির সমস্ত জ্ঞান রয়েছে । এর বিপরীতে, আমরা মনে করি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত এবং জনগণের কণ্ঠস্বর শোনা উচিত ।" অন্যদিকে, লোকসভা ভোটের ঘোষণা হলেও এখনও আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি জোটের মধ্যে ৷ এর মধ্যেই বাংলায় কার্যত জোট ভেঙে গিয়েছে ৷ এর মাঝেই ফের জোট বৈঠক বসছে মুম্বইতে ৷
আরও পড়ুন