ETV Bharat / bharat

রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তে উদ্ধার 15 কোটির মাদক-সহ পাচারকারী ড্রোন - Pakistani Drone Recovered

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 1:35 PM IST

Pakistani Drone Recovered in Rajasthan: রাজস্থানের অনুপগড় জেলায় উদ্ধার হল একটি পাকিস্তানি ড্রোন ৷ আর সেই ড্রোনের সঙ্গেই পাওয়া গেল কয়েক কোটি টাকার মাদক ৷ যা সীমান্তের ওপারে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল ৷

Pakistani Drone Recovered in Rajasthan
ভারত-পাকিস্তান সীমান্তে উদ্ধার 15 কোটির মাদক-সহ ড্রোন ৷ (ইটিভি ভারত)

অনুপগড় (রাজস্থান), 10 অগস্ট: সীমান্তে পাকিস্তানের দিক থেকে চোরাচালান জারি রয়েছে ৷ উপরন্ত তা আরও বাড়তে শুরু করেছে ৷ রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তে এবার উদ্ধার হল মাদক হেরোইন-সহ পাকিস্তানি ড্রোন ৷ আজ ভোরে সেই ড্রোনটি উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে ৷ বিএসএফ ড্রোন-সহ 3 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে ৷

জানা গিয়েছে, আজ ভোরে রাজস্থানের অনুপগড় জেলার সীমান্তবর্তী গ্রাম 30-এপিডি’র একটি চাষের জমিতে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায় ৷ যেখানে ড্রোনের সঙ্গে মাদকের প্যাকেটটি বাঁধা ছিল ৷ জমিতে চাষের কাজ করতে গিয়ে প্রথম সেটি নজরে আসে কৃষকের ৷ তিনি দ্রুত কাছে বিএসএফ আউটপোস্টে গিয়ে খবর দেন ৷ কৃষকের কাছে সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ড্রোন পড়ে থাকার খবর পেয়ে দ্রুত, বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ৷ সীমান্তরক্ষী বাহিনী ড্রোন-সহ প্যাকটি বাজেয়াপ্ত করে ৷

পরবর্তী সময়ে বিএসএফের তরফে পরবর্তী সময়ে জানান হয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটি পাকিস্তান থেকে এসেছে ৷ আর সেটির মধ্যে বাঁধা প্যাকেটে 3 কেজি হেরোইন উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই হেরোইনের আন্তর্জাতিক বাজারে দর প্রায় 15 কোটি টাকা ৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় ৷ বিএসএফ ও পুলিশের তরফে আশেপাশের গ্রাম ও এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে ৷ বিশেষত, সীমান্তবর্তী রাস্তাগুলিতে তল্লাশি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ ৷

বিএসএফ মনে করছে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণ সীমান্ত পেরনোর পর ড্রোনটি চাষের জমিতে পড়ে যায় ৷ ফলে সেটিকে ভারতীয় ভূখণ্ডে নির্দিষ্ট স্থানে মাদক কারবারিদের হাতে পৌঁছায়নি ৷ আর সেটি কৃষকের নজরে পড়ে যায় ৷ বিএসএফের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ড্রোনটিকে পরীক্ষার জন্য হেড কোয়ার্টারে পাঠানো হবে ৷

রাজস্থান সীমান্তে উদ্ধার হওয়া ড্রোন ও মাদক কাদের কাছে পাঠানো হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যে, পুলিশ ব্যারিকেড দিয়ে সব গাড়িতে তল্লাশি চলছে ৷ সঙ্গে সন্দেহভাজন লোকজনদের আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেই সঙ্গে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে সন্দেহভাজন কাউকে দেখলে, পুলিশ ও বিএসএফ-কে খবর দিতে বলা হয়েছে গ্রামবাসীদের ৷ উল্লেখ্য, পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত রাজস্থান সীমান্তে 200 কোটি টাকার বেশি মাদক উদ্ধার হয়েছে ৷ যা পাকিস্তান থেকে ভারতে পাচার করা হচ্ছিল ৷

অনুপগড় (রাজস্থান), 10 অগস্ট: সীমান্তে পাকিস্তানের দিক থেকে চোরাচালান জারি রয়েছে ৷ উপরন্ত তা আরও বাড়তে শুরু করেছে ৷ রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তে এবার উদ্ধার হল মাদক হেরোইন-সহ পাকিস্তানি ড্রোন ৷ আজ ভোরে সেই ড্রোনটি উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে ৷ বিএসএফ ড্রোন-সহ 3 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে ৷

জানা গিয়েছে, আজ ভোরে রাজস্থানের অনুপগড় জেলার সীমান্তবর্তী গ্রাম 30-এপিডি’র একটি চাষের জমিতে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায় ৷ যেখানে ড্রোনের সঙ্গে মাদকের প্যাকেটটি বাঁধা ছিল ৷ জমিতে চাষের কাজ করতে গিয়ে প্রথম সেটি নজরে আসে কৃষকের ৷ তিনি দ্রুত কাছে বিএসএফ আউটপোস্টে গিয়ে খবর দেন ৷ কৃষকের কাছে সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ড্রোন পড়ে থাকার খবর পেয়ে দ্রুত, বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ৷ সীমান্তরক্ষী বাহিনী ড্রোন-সহ প্যাকটি বাজেয়াপ্ত করে ৷

পরবর্তী সময়ে বিএসএফের তরফে পরবর্তী সময়ে জানান হয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটি পাকিস্তান থেকে এসেছে ৷ আর সেটির মধ্যে বাঁধা প্যাকেটে 3 কেজি হেরোইন উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই হেরোইনের আন্তর্জাতিক বাজারে দর প্রায় 15 কোটি টাকা ৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় ৷ বিএসএফ ও পুলিশের তরফে আশেপাশের গ্রাম ও এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে ৷ বিশেষত, সীমান্তবর্তী রাস্তাগুলিতে তল্লাশি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ ৷

বিএসএফ মনে করছে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণ সীমান্ত পেরনোর পর ড্রোনটি চাষের জমিতে পড়ে যায় ৷ ফলে সেটিকে ভারতীয় ভূখণ্ডে নির্দিষ্ট স্থানে মাদক কারবারিদের হাতে পৌঁছায়নি ৷ আর সেটি কৃষকের নজরে পড়ে যায় ৷ বিএসএফের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ড্রোনটিকে পরীক্ষার জন্য হেড কোয়ার্টারে পাঠানো হবে ৷

রাজস্থান সীমান্তে উদ্ধার হওয়া ড্রোন ও মাদক কাদের কাছে পাঠানো হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যে, পুলিশ ব্যারিকেড দিয়ে সব গাড়িতে তল্লাশি চলছে ৷ সঙ্গে সন্দেহভাজন লোকজনদের আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেই সঙ্গে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে সন্দেহভাজন কাউকে দেখলে, পুলিশ ও বিএসএফ-কে খবর দিতে বলা হয়েছে গ্রামবাসীদের ৷ উল্লেখ্য, পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত রাজস্থান সীমান্তে 200 কোটি টাকার বেশি মাদক উদ্ধার হয়েছে ৷ যা পাকিস্তান থেকে ভারতে পাচার করা হচ্ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.