ETV Bharat / bharat

জলের তলায় 6 লক্ষেরও বেশি মানুষ, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ - Assam Flash Flood - ASSAM FLASH FLOOD

Assam Flood: দুর্যোগ কেটে গেলেও অসমে বন্যা পরিস্থিতির অবস্থা বদলায়নি ৷ 10 জেলা মিলিয়ে প্রায় 6 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ নদীর জলস্তর বৃদ্ধিতে ঘরছাড়া বহু ৷

Flood in Assam
অসমে বন্যা পরিস্থিতির অবনতি (নিজস্ব ছবি)
author img

By PTI

Published : Jun 2, 2024, 8:02 PM IST

গুয়াহাটি, 2 জুন: বন্যা পরিস্থিতির কোনওরকম পরিবর্তন হয়নি অসমে ৷ 10টি জেলার 6 লক্ষের বেশি মানুষ তলিয়ে গিয়েছে বলে রবিবার জানা গিয়েছে ৷ রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বেড়েছে ৷ ক্ষতিগ্রস্ত বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷

বিপদসীমার উপর দিয়ে বইছে কপিলি, বরাক ও কুশিয়ারা নদীর জল ৷ হাইলাকান্দি হোজাই, মরিগাঁও, করিমগঞ্জ, নগাঁও, কাছাড়, ডিব্রুগড়, গোলাঘাট, কার্বি আংলং পশ্চিম ও ডিমা হাসাও জেলা মিলিয়ে মোট 6 লক্ষ 1 হাজার 642 জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ 28 মে থেকে বন্যা ও ঝড়ে মৃতের সংখ্যা 15 বলে জানা গিয়েছে ৷

অসমের বন্যা পরিস্থিতির অবনতি; মৃত 8, ক্ষতিগ্রস্ত 3 লাখ

নগাঁও জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই জেলার দুর্গতদের সংখ্যা 2 লক্ষেরও বেশি ৷ তারপরেই রয়েছে হোজাই (1 লক্ষ 26 হাজার 813 জন) এবং কাছাড় (1 লক্ষ 12 হাজার 265 জন)৷ 40 হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন ৷ তাঁদের বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এনডিআরএফ, এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও জনগণ-সহ একাধিক সংস্থার দ্বারা উদ্ধারকাজ ও ত্রাণের জন্য কাজ করা হচ্ছে ৷

রাজ্যের বিভিন্ন অংশে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে ৷ নিউ হাফলংয়ের চন্দ্রনাথপুর বিভাগের মধ্যে ট্র্যাকের ক্ষতি হয়েছে ৷ লুমডিং বিভাগের শিলচর স্টেশন জলমগ্ন হয়ে পড়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শনি থেকে সোমবার পর্যন্ত কমপক্ষে 10টি পূর্ব-নির্ধারিত ট্রেন বাতিল করা হয়েছে ৷

রেমালের প্রভাবে বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর, অসমে বন্যার কবলে 2 লক্ষ মানুষ

গুয়াহাটি, 2 জুন: বন্যা পরিস্থিতির কোনওরকম পরিবর্তন হয়নি অসমে ৷ 10টি জেলার 6 লক্ষের বেশি মানুষ তলিয়ে গিয়েছে বলে রবিবার জানা গিয়েছে ৷ রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বেড়েছে ৷ ক্ষতিগ্রস্ত বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷

বিপদসীমার উপর দিয়ে বইছে কপিলি, বরাক ও কুশিয়ারা নদীর জল ৷ হাইলাকান্দি হোজাই, মরিগাঁও, করিমগঞ্জ, নগাঁও, কাছাড়, ডিব্রুগড়, গোলাঘাট, কার্বি আংলং পশ্চিম ও ডিমা হাসাও জেলা মিলিয়ে মোট 6 লক্ষ 1 হাজার 642 জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ 28 মে থেকে বন্যা ও ঝড়ে মৃতের সংখ্যা 15 বলে জানা গিয়েছে ৷

অসমের বন্যা পরিস্থিতির অবনতি; মৃত 8, ক্ষতিগ্রস্ত 3 লাখ

নগাঁও জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই জেলার দুর্গতদের সংখ্যা 2 লক্ষেরও বেশি ৷ তারপরেই রয়েছে হোজাই (1 লক্ষ 26 হাজার 813 জন) এবং কাছাড় (1 লক্ষ 12 হাজার 265 জন)৷ 40 হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন ৷ তাঁদের বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এনডিআরএফ, এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও জনগণ-সহ একাধিক সংস্থার দ্বারা উদ্ধারকাজ ও ত্রাণের জন্য কাজ করা হচ্ছে ৷

রাজ্যের বিভিন্ন অংশে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে ৷ নিউ হাফলংয়ের চন্দ্রনাথপুর বিভাগের মধ্যে ট্র্যাকের ক্ষতি হয়েছে ৷ লুমডিং বিভাগের শিলচর স্টেশন জলমগ্ন হয়ে পড়েছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শনি থেকে সোমবার পর্যন্ত কমপক্ষে 10টি পূর্ব-নির্ধারিত ট্রেন বাতিল করা হয়েছে ৷

রেমালের প্রভাবে বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর, অসমে বন্যার কবলে 2 লক্ষ মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.