ETV Bharat / bharat

খাদ্যে ভর্তুকি কমে 2.05 লক্ষ কোটি টাকা, বাজেটে ঘোষণা নির্মলার - অর্থমন্ত্রীনির্মলা সীতারামন

Budget 2024: খাদ্য ভর্তুকি বাবদ 2.05 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ 2024-25 অর্থবর্ষ থেকে কার্যকর হবে ৷ অন্তর্বর্তী বাজেট পেশের সময় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:55 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এই বাজেটে খাদ্যে 2.05 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ 2024-25 অর্থবর্ষ থেকেই এটি কার্যকর হবে ৷ এই পরিমাণটি চলতি অর্থবর্ষ থেকে থেকে বেশ কম ৷ চলতি অর্থবর্ষে বরাদ্দ 2.12 লক্ষ কোটি টাকা ৷

খাদ্য ভর্তুকি খাতের পাশাপাশি কৃষিক্ষেত্রেও কমেছে ভর্তুকি ৷ 2024-25 অর্থ বর্ষে সারের দামে 1.64 লক্ষ কোটি টাকা ভর্তুকি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ চলতি অর্থবর্ষে এই ভর্তুকির পরিমাণ 1.89 লক্ষ কোটি টাকা ৷ বলা যায় প্রায় 15 লক্ষ কোটি টাকা কম বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৷ ভারত কৃষি ভিত্তিক দেশ ৷ সেই পরিস্থিতি কৃষির প্রয়োজনীয় উপকরণ সার ৷ সারে ভর্তিুকি কমায় কষকদের উপর প্রভাব পড়তে পারে ৷

পাশাপাশি, সার উৎপাদক সংস্থাগুলিকে ভর্তুকি দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাজারে ইউরিয়া সার বিক্রির দাম নির্দিষ্ট করা হয়েছে ৷ কৃষকরা যাতে কমমূল্যে সার কিনতে পারে, তার জন্যই চাষের প্রয়োজনীয় ইউরিয়া সারের দাম নির্দিষ্ট রাখা হয়েছে ৷ কৃষকরা যাতে কম মূল্যে খোলা বাজার থেকে সার কিনতে পারেন সেই জন্য উৎপাদক সংস্থাগুলিকেও ভর্তুকি দেওয়া হয় ৷ তবে ইউরিয়া সার নয় অন্যান্য় সারের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া হয়েছে ৷

জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে (NFSA) ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের দিকে নজর রেখেই খাদ্য ভর্তুকি ঘোষণা করা হয় ৷ সেই অনুযায়ী খাদ্যশস্য উৎপাদনের খরচ ও জনগণের মধ্যে বন্টনের খরচ দেখে এই খাতে ভর্তুকি স্থির করা হয় ৷ কেন্দ্র সরকার খাদ্যশস্যের দাম নির্ধারণ করে ৷ সেই অনুয়ায়ী সংশ্লিষ্ট খাতে ভর্তুকি নির্ধারিত হয় বাজেটে ৷ পেট্রোলিয়ামে ভর্তুকি দেওয়া রান্নার গ্যাসের দাম কমেছে ৷

আরও পড়ুন:

  1. 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
  2. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  3. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এই বাজেটে খাদ্যে 2.05 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ 2024-25 অর্থবর্ষ থেকেই এটি কার্যকর হবে ৷ এই পরিমাণটি চলতি অর্থবর্ষ থেকে থেকে বেশ কম ৷ চলতি অর্থবর্ষে বরাদ্দ 2.12 লক্ষ কোটি টাকা ৷

খাদ্য ভর্তুকি খাতের পাশাপাশি কৃষিক্ষেত্রেও কমেছে ভর্তুকি ৷ 2024-25 অর্থ বর্ষে সারের দামে 1.64 লক্ষ কোটি টাকা ভর্তুকি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ চলতি অর্থবর্ষে এই ভর্তুকির পরিমাণ 1.89 লক্ষ কোটি টাকা ৷ বলা যায় প্রায় 15 লক্ষ কোটি টাকা কম বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৷ ভারত কৃষি ভিত্তিক দেশ ৷ সেই পরিস্থিতি কৃষির প্রয়োজনীয় উপকরণ সার ৷ সারে ভর্তিুকি কমায় কষকদের উপর প্রভাব পড়তে পারে ৷

পাশাপাশি, সার উৎপাদক সংস্থাগুলিকে ভর্তুকি দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাজারে ইউরিয়া সার বিক্রির দাম নির্দিষ্ট করা হয়েছে ৷ কৃষকরা যাতে কমমূল্যে সার কিনতে পারে, তার জন্যই চাষের প্রয়োজনীয় ইউরিয়া সারের দাম নির্দিষ্ট রাখা হয়েছে ৷ কৃষকরা যাতে কম মূল্যে খোলা বাজার থেকে সার কিনতে পারেন সেই জন্য উৎপাদক সংস্থাগুলিকেও ভর্তুকি দেওয়া হয় ৷ তবে ইউরিয়া সার নয় অন্যান্য় সারের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া হয়েছে ৷

জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে (NFSA) ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের দিকে নজর রেখেই খাদ্য ভর্তুকি ঘোষণা করা হয় ৷ সেই অনুযায়ী খাদ্যশস্য উৎপাদনের খরচ ও জনগণের মধ্যে বন্টনের খরচ দেখে এই খাতে ভর্তুকি স্থির করা হয় ৷ কেন্দ্র সরকার খাদ্যশস্যের দাম নির্ধারণ করে ৷ সেই অনুয়ায়ী সংশ্লিষ্ট খাতে ভর্তুকি নির্ধারিত হয় বাজেটে ৷ পেট্রোলিয়ামে ভর্তুকি দেওয়া রান্নার গ্যাসের দাম কমেছে ৷

আরও পড়ুন:

  1. 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
  2. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  3. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.