বেগুসরাই, 9 মে: আবারও শিরোনামে বেগুসরাই। এক নাবালকের গুলিতে প্রাণ গেল অন্য নাবালকের। পাবজি খেলতে গিয়েই এমন দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় প্রাণ গিয়েছে 12 বছরের এক কিশোরের। ঘটনার পর থেকেই অভিযুক্তর খোঁজ মিলছে না। পুলিশের সন্দেশ সে কোনওভাবে পালিয়ে যেতে পেরেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেগুসরাইয়ের আউরাইয়া গ্রামে। পুলিশ জানতে পেরেছে পাবজি খেলতে খেলতে পাশে রাখা পিস্তল থেকে আচমকা গুলি চালিয়ে দেয় অভিযুক্ত। তাতেই মৃত্যু হয় নাবালকের। অভিযুক্ত নাবালকের বয়স 14।
নিহতের বাবা পঞ্জাবের এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গিয়েছে । ঘটনার সূত্রপাত সন্ধ্যায়। অভিযুক্ত নাবালক ওই কিশোরকে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানেই গুলি চলে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে এখানেই পুলিশের অনুমান, কেউ বা কারা নাবালককে পালিয়ে যেতে সাহায্য করেছিল। সেই ব্যক্তিদের খোঁজ শুরু হয়েছে।
ঘটনার খবর পেয়ে চেরিয়াবাড়িয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। দেহটির ময়নাতদন্তের জন্য স্থানীয় মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে তদন্তের কাজও। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অভিযুক্ত নাবালকের খোঁজ মিলছে না। এই ঘটনার বিষয়ে স্থানীয় থানার প্রধান বিবেক ভারতী বলেন, "এক নাবালকের গুলিতে আরেক নাবালকের প্রাণ গিয়েছে। পাবজি খেলার সময় কোনও কারণে পাশে রাখা পিস্তল থেকে গুলি ছোড়া হয়।" কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । বেশ কয়েকটি সূত্র হাত এসেছে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই চলছে তদন্ত।
আরও পড়ুন: