জম্মু, 12 জুন: ফের রক্তাক্ত উপত্যকা ! মঙ্গলবার রাতে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের জোড়া ঘটনায় শহিদ এক সিআরপিএফ জওয়ান ৷ গুরুতর আহত আর 6 জন জওয়ান ৷ রাতভর কাঠুয়া এবং দোদায় রাতভর এনকাউন্টার চলার পর এমনটাই জানান হল জম্মু জোন পুলিশের তরফে ৷
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ভাদেরওয়া-পাঠানকোট এলাকার কাছে ছত্তেরগলায় রাষ্ট্রীয় রাইফেলস্ এবং বিশেষ পুলিশ বাহিনীর যৌথ চেক পোস্টে হামলা চালায় জঙ্গিরা ৷ পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে 5 নিরাপত্তারক্ষী গুরুতর জখম হন ৷
অন্যদিকে, এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কাঠুয়া জেলার সাইদা সুখল গ্রামে তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ানরা ৷ এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ গুলিতে গুরুতর আহত হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ৷ উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷
জম্মুতে জঙ্গি হামলার তদন্ত শুরু এনআইএ'র, আর্থিক সাহায্য ঘোষণা লেফটেন্যান্ট গভর্নরের
মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঠুয়ার স্থানীয় হিরানগর এলাকা থেকে গুলি চলার খবর পাওয়া যায়। ঘটনায় এক স্থানীয় আহত হন বলে জানা যায় ৷ এরপরই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ দুপক্ষের গুলির লড়াইয়ে এলাকা ছেড়ে পালানোর সময় এক জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছেন জম্মু জোন পুলিশের এডিজিপি-সহ শীর্ষ আধিকারিকরা ৷ এলাকার প্রতিটি ঘরে জঙ্গিদের খোঁজে রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷
কাঠুয়ার ঘটনাপ্রসঙ্গে জম্মু জোন পুলিশের এডিজিপি আনন্দ জৈন বলেন, "দু'জন জঙ্গি সন্ধ্যা 8টা নাগাদ এলাকায় প্রবেশ করে এক স্থানীয় বাসিন্দার কাছে খাওয়ার জল চায় ৷ সম্ভবত কয়েকদিন আগে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেস করেছে তারা ৷ ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবসীরা ৷ পুলিশে খবর দেওয়া হলে এলাকায় পৌঁছয় একদল পুলিশ ৷ জঙ্গিদের মধ্যে একজন পুলিশদের লক্ষ্য করে গ্রেনেড হামলার চেষ্টা করে এবং পালটা গুলিতে ঘটনাস্থলেই মারা যায় সে ৷ অপর জঙ্গি এলাকায় গা ঢাকা দেয় ৷" মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে ঘটনাস্থল থেকে একটি রাইফেল-সহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজিপি ৷