ETV Bharat / bharat

ঋণের টাকা চেয়ে না পেয়ে খুন এসিপি'র ছেলে, ঘটনায় ধৃত 1 - murder cases in delhi

Murder of ACP Son: দিল্লিতে এসিপির ছেলে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঋণের টাকা চেয়ে না পেয়েই খুনের পরিকল্পনা ৷

Murder of ACP Son
মৃত লক্ষ্য চৌহান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 4:40 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি: এসিপি-র ছেলে লক্ষ্য চৌহান খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ গ্রেফতার 1 অভিযুক্ত ৷ শুক্রবার অভিযুক্ত অভিষেক'কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ তবে ঘটনার আরও এক অভিযুক্ত ও ষড়যন্ত্রকারী বিকাশ ভারদ্বাজ এখনও অধরা ৷ অভিযুক্ত অভিষেককে জেরা করা শুরু করেছে পুলিশ ৷

ঘটনার সূত্রপাত, সোমবার হরিয়ানায় এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন পুলিশের অ্যাসিস্ট্যন্ট কমিশনারের যশপাল সিংয়ের ছেলে লাক্ষ্য চৌহান ৷ তারপর নিখোঁজ হয়ে গিয়ে ছিলেন তাঁর ছেলে ৷ এই মর্মে একটি অভিযোগ করেছিলেন তিনি ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে লক্ষ্য চৌহান (24) কয়েকদিন আগে তিনি বন্ধুদের থেকে টাকা ধার নিয়েছিলেন ৷ কিন্তু তা বন্ধুদের ফেরত দিতে না পারায় সমস্যার সূত্রপাত ৷

একাধিকবার টাকা চেয়ে তা না পেয়েই অভিযুক্ত বিকাশ ও অভিষেক লক্ষ্য়কে খুনের পরিকল্পনা করে ৷ সেই মতোই জলে ডুবিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে জানিয়েছে অভিযুক্ত অভিষেক ৷ এই খুনের সমস্ত পরিকল্পনা ছিল বিকাশের ৷ পলাতক বিকাশের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ এই খুনের মামলায় অপহরণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অভিষেক জানায়, তারা প্রথমে একটি বিয়ে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ সেই মতোই ওই এসিপির ছেলে লক্ষ্যকে নিয়ে তার গাড়িতে সোনিপথের উদ্দেশ্যে রওনা দেয় ৷ তিন বন্ধু সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় ৷ এরপর সেখান থেকে ফেরার পথে লক্ষ্যকে খুন করা হয় ৷

অভিযুক্ত অভিষেককে জিজ্ঞাসাবাদেই পুলিশ জানতে পারে, ঘটনার দিন লক্ষ্যর কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে বচসা হয় ৷ তখনই লক্ষ্যকে তাঁর গাড়ি থেকে ঠেলে খালে ফেলে দেয় ৷ এরপর অভিষেক লক্ষার গাড়িটি ব্যবহার করে আর এক বন্ধু বিকাশকে তার বাড়ি পৌঁছে দেয় ৷ গাড়িটিকেও বিক্রি করে দেওয়ার চক্রান্ত করে ৷ শেষ পর্যন্ত চাইলেও পরে গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ওই গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:

  1. সাক্ষী 12 বছরের ছেলে! কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন মহিলার
  2. ক্রাইম থ্রিলার দেখে মা-বাবা ও ভাইকে খুন! দুর্ঘটনার প্লট সাজিয়েও হল না শেষরক্ষা
  3. ভিন রাজ্যে পালানোর ছক বানচাল, বনগাঁয় স্ত্রীকে খুনে হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত

নয়াদিল্লি, 27 জানুয়ারি: এসিপি-র ছেলে লক্ষ্য চৌহান খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ গ্রেফতার 1 অভিযুক্ত ৷ শুক্রবার অভিযুক্ত অভিষেক'কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ তবে ঘটনার আরও এক অভিযুক্ত ও ষড়যন্ত্রকারী বিকাশ ভারদ্বাজ এখনও অধরা ৷ অভিযুক্ত অভিষেককে জেরা করা শুরু করেছে পুলিশ ৷

ঘটনার সূত্রপাত, সোমবার হরিয়ানায় এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন পুলিশের অ্যাসিস্ট্যন্ট কমিশনারের যশপাল সিংয়ের ছেলে লাক্ষ্য চৌহান ৷ তারপর নিখোঁজ হয়ে গিয়ে ছিলেন তাঁর ছেলে ৷ এই মর্মে একটি অভিযোগ করেছিলেন তিনি ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে লক্ষ্য চৌহান (24) কয়েকদিন আগে তিনি বন্ধুদের থেকে টাকা ধার নিয়েছিলেন ৷ কিন্তু তা বন্ধুদের ফেরত দিতে না পারায় সমস্যার সূত্রপাত ৷

একাধিকবার টাকা চেয়ে তা না পেয়েই অভিযুক্ত বিকাশ ও অভিষেক লক্ষ্য়কে খুনের পরিকল্পনা করে ৷ সেই মতোই জলে ডুবিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে জানিয়েছে অভিযুক্ত অভিষেক ৷ এই খুনের সমস্ত পরিকল্পনা ছিল বিকাশের ৷ পলাতক বিকাশের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ এই খুনের মামলায় অপহরণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অভিষেক জানায়, তারা প্রথমে একটি বিয়ে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ সেই মতোই ওই এসিপির ছেলে লক্ষ্যকে নিয়ে তার গাড়িতে সোনিপথের উদ্দেশ্যে রওনা দেয় ৷ তিন বন্ধু সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় ৷ এরপর সেখান থেকে ফেরার পথে লক্ষ্যকে খুন করা হয় ৷

অভিযুক্ত অভিষেককে জিজ্ঞাসাবাদেই পুলিশ জানতে পারে, ঘটনার দিন লক্ষ্যর কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে বচসা হয় ৷ তখনই লক্ষ্যকে তাঁর গাড়ি থেকে ঠেলে খালে ফেলে দেয় ৷ এরপর অভিষেক লক্ষার গাড়িটি ব্যবহার করে আর এক বন্ধু বিকাশকে তার বাড়ি পৌঁছে দেয় ৷ গাড়িটিকেও বিক্রি করে দেওয়ার চক্রান্ত করে ৷ শেষ পর্যন্ত চাইলেও পরে গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ওই গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:

  1. সাক্ষী 12 বছরের ছেলে! কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন মহিলার
  2. ক্রাইম থ্রিলার দেখে মা-বাবা ও ভাইকে খুন! দুর্ঘটনার প্লট সাজিয়েও হল না শেষরক্ষা
  3. ভিন রাজ্যে পালানোর ছক বানচাল, বনগাঁয় স্ত্রীকে খুনে হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.