নয়াদিল্লি, 26 জুন: প্রত্যাশামতোই লোকসভার স্পিকার পদে ফের নির্বাচিত হলেন ওম বিড়লা ৷ তবে স্পিকার নির্বাচন নিয়ে যে সংঘাতের পথে গিয়েছিল বিরোধী ইন্ডিয়া ব্লক, আজ দেখা গেল একেবারে তার উলটো ছবি ৷
বুধবার অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব করলে তা ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ৷ প্রোটেম স্পিকার বি মাহতাব ঘোষণা করেন যে, বিরোধীরা কংগ্রেস সাংসদ কোডিকুনিল সুরেশকে স্পিকার পদের জন্য তাদের প্রার্থী হিসাবে প্রস্তাব করলেও তারা এই প্রস্তাবে ভোটের জন্য চাপ দেয়নি । সেই কারণে মাহতাব বলেন, "আমি ওম বিড়লাকে স্পিকার নির্বাচিত করার কথা ঘোষণা করছি ।"
ওম বিড়লা লোকসভার অধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর তাঁকে চেয়ারে নিয়ে যাওয়ার জন্য ট্রেজারি বেঞ্চের সামনের সারিতে বিড়লার আসনের কাছে যান মোদি এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু । তাঁদের সঙ্গে যোগ দেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধিও । তিনি বিড়লাকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও করমর্দন করেন । এর পরে, মোদি, রাহুল গান্ধি এবং রিজিজু ওম বিড়লাকে স্পিকারের চেয়ারের দিকে নিয়ে যান ৷ প্রোটেম স্পিকার মাহতাব ওম বিড়লাকে স্বাগত জানিয়ে বলেন, "এটি আপনার চেয়ার, দয়া করে আসন গ্রহণ করুন ।"
প্রধানমন্ত্রী বলেন, "এটা সম্মানের বিষয় যে আপনি দ্বিতীয়বারের জন্য এই চেয়ারে নির্বাচিত হয়েছেন । আমি পুরো হাউসের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই এবং আগামী পাঁচ বছরের জন্য আপনার নির্দেশের জন্য অপেক্ষা করছি ৷" তাঁর ভাষণে মোদি বলেন যে, সংসদ সদস্য হিসাবে বিড়লার কাজ নতুন লোকসভা সদস্যদের জন্য অনুপ্রেরণা হওয়া উচিত । মোদির কথায়, "আপনার মিষ্টি হাসি পুরো হাউসকে আনন্দে রাখে ৷"
উল্লেখ্য, ওম বিড়লা লোকসভার ইতিহাসে দ্বিতীয় স্পিকার, যিনি পুনর্নির্বাচিত হলেন ৷ তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে শুধুমাত্র বলরাম ঝাখরের ৷ ঘটনাচক্রে ঝাখর ও ওম দু'জনেই রাজস্থানের সাংসদ ৷ 1980-85 সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং 1985-90 সালে রাজীব গান্ধির প্রধানমন্ত্রিত্বের সময় পরপর দু'বার লোকসভায় পূর্ণ মেয়াদের জন্য অধ্যক্ষ হয়েছিলেন বলরাম ঝাখর ৷ 1980 সালে তিনি পঞ্জাবের ফিরোজপুর থেকে জিতলেও 1984 সালে জিতেছিলেন রাজস্থানের সীকর থেকে ৷ অপরদিকে, 2014 সাল থেকে টানা তিনবার রাজস্থানের কোটা থেকে নির্বাচিত ওম বিড়লা বুধবার ফের স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম ঝাখরের কৃতিত্ব স্পর্শ করলেন ৷
কৃষিবিদ তথা সমাজকর্মী ওম বিড়লা ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন ৷ 1991 সালে ভারতীয় যুব মোর্চার রাজ্য ইউনিটের সভাপতি হয়েছিলেন এবং জাতীয় স্তরে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন । বিড়লা কোটা থেকে 17তম লোকসভায় নির্বাচিত হন ৷ তিনি কংগ্রেসের রামনারায়ণ মীনাকে 2.5 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন । (পিটিআই)