আলোয়ার, 23 জানুয়ারি: যানজটের কারণে রাস্তায় চিকিৎসার অভাবে প্রাণ হারালেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ার বানসুর শহরের হাসপাতাল রোডে ৷ মঙ্গলবার অনেকক্ষণ যানজটে আটকা পড়ে অসুস্থ বৃদ্ধের গাড়ি । শেষে পরিবার তাঁকে খাটে শুইয়ে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সময়মতো চিকিৎসার অভাবে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয় না ৷ বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা । ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে ৷ পুলিশ প্রশাসনকে মৃত্যুর জন্য দায়ী করছে বৃদ্ধের পরিবার ৷ ঘটনার পর কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন ৷
মৃত বদ্রীপ্রসাদ জাটের ছেলে শুভ রাম বলেন, "আমার বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় ৷ আমরা তাঁকে বাড়ি থেকে ই-রিকশায় কিছুটা পথ নিয়ে যাই । এরপর পথে পিকআপ গাড়িতে বাবাকে তোলা হয় ৷ হাসপাতালের যাওয়ার পথে হরসোরা রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় । গ্রামীণ ব্যাংকের কাছ থেকে এরপর বাবাকে খাটে শুইয়ে গ্রামবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ডাক্তার বাবাকে মৃত বলে ঘোষণা করেন ।"
শুভ জাটের কথায়, "হাসপাতালের ব্যবস্থাও ভালো ছিল না । বাবার মৃত্যুর জন্য বানসুর প্রশাসন দায়ী ।" বিষয়টি প্রকাশ্যে আসার পর বনসুর মহকুমা আধিকারিক অবিলম্বে শহরে রাস্তা দখল করে দোকনদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে । দোকানের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ শহরে রাস্তার উপর দোকানদারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভবিষ্যতে কেউ যদি রাস্তা দখল করে দোকান চালায় তবে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছে ।
আরও পড়ুন: