ETV Bharat / bharat

যানজটের কারণে চিকিৎসার অভাবে রাস্তায় প্রাণ গেল বৃদ্ধর - Traffic Jam

Elderly Man Died due to Traffic Jam: রাজস্থানের বানসুর শহরের হাসপাতাল রোডে যানজটের কারণে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ । পরিবারের লোকজন তাঁকে গাড়ি থেকে নামিয়ে খাটে করে হাসপাতালে নিয়ে যায় ৷ তবে শেষ রক্ষা হয় না ।

Elderly Man Died
প্রাণ গেল বৃদ্ধর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 8:38 PM IST

আলোয়ার, 23 জানুয়ারি: যানজটের কারণে রাস্তায় চিকিৎসার অভাবে প্রাণ হারালেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ার বানসুর শহরের হাসপাতাল রোডে ৷ মঙ্গলবার অনেকক্ষণ যানজটে আটকা পড়ে অসুস্থ বৃদ্ধের গাড়ি । শেষে পরিবার তাঁকে খাটে শুইয়ে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সময়মতো চিকিৎসার অভাবে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয় না ৷ বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা । ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে ৷ পুলিশ প্রশাসনকে মৃত্যুর জন্য দায়ী করছে বৃদ্ধের পরিবার ৷ ঘটনার পর কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন ৷

মৃত বদ্রীপ্রসাদ জাটের ছেলে শুভ রাম বলেন, "আমার বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় ৷ আমরা তাঁকে বাড়ি থেকে ই-রিকশায় কিছুটা পথ নিয়ে যাই । এরপর পথে পিকআপ গাড়িতে বাবাকে তোলা হয় ৷ হাসপাতালের যাওয়ার পথে হরসোরা রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় । গ্রামীণ ব্যাংকের কাছ থেকে এরপর বাবাকে খাটে শুইয়ে গ্রামবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ডাক্তার বাবাকে মৃত বলে ঘোষণা করেন ।"

শুভ জাটের কথায়, "হাসপাতালের ব্যবস্থাও ভালো ছিল না । বাবার মৃত্যুর জন্য বানসুর প্রশাসন দায়ী ।" বিষয়টি প্রকাশ্যে আসার পর বনসুর মহকুমা আধিকারিক অবিলম্বে শহরে রাস্তা দখল করে দোকনদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে । দোকানের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ শহরে রাস্তার উপর দোকানদারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভবিষ্যতে কেউ যদি রাস্তা দখল করে দোকান চালায় তবে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছে ।

আরও পড়ুন:

  1. অ্যাম্বুলেন্স না-পেয়ে হাসপাতাল যাওয়ার পথে টোটোতেই সন্তান প্রসব, তুমুল উত্তেজনা হেমতাবাদে
  2. সুপার স্পেশালিটি হাসপাতালে নেই সিটি স্ক্যানের সুবিধে! রাস্তা দিয়ে স্ট্রেচারে শুয়ে রোগী গেলেন স্ক্যান করাতে
  3. মিলল না অ্যাম্বুলেন্স কিংবা শববাহী যান, হাসপাতাল থেকে সাইকেলেই বৃদ্ধার দেহ নিয়ে গেল পরিবার

আলোয়ার, 23 জানুয়ারি: যানজটের কারণে রাস্তায় চিকিৎসার অভাবে প্রাণ হারালেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ার বানসুর শহরের হাসপাতাল রোডে ৷ মঙ্গলবার অনেকক্ষণ যানজটে আটকা পড়ে অসুস্থ বৃদ্ধের গাড়ি । শেষে পরিবার তাঁকে খাটে শুইয়ে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সময়মতো চিকিৎসার অভাবে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয় না ৷ বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা । ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে ৷ পুলিশ প্রশাসনকে মৃত্যুর জন্য দায়ী করছে বৃদ্ধের পরিবার ৷ ঘটনার পর কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন ৷

মৃত বদ্রীপ্রসাদ জাটের ছেলে শুভ রাম বলেন, "আমার বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় ৷ আমরা তাঁকে বাড়ি থেকে ই-রিকশায় কিছুটা পথ নিয়ে যাই । এরপর পথে পিকআপ গাড়িতে বাবাকে তোলা হয় ৷ হাসপাতালের যাওয়ার পথে হরসোরা রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় । গ্রামীণ ব্যাংকের কাছ থেকে এরপর বাবাকে খাটে শুইয়ে গ্রামবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ডাক্তার বাবাকে মৃত বলে ঘোষণা করেন ।"

শুভ জাটের কথায়, "হাসপাতালের ব্যবস্থাও ভালো ছিল না । বাবার মৃত্যুর জন্য বানসুর প্রশাসন দায়ী ।" বিষয়টি প্রকাশ্যে আসার পর বনসুর মহকুমা আধিকারিক অবিলম্বে শহরে রাস্তা দখল করে দোকনদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে । দোকানের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ শহরে রাস্তার উপর দোকানদারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভবিষ্যতে কেউ যদি রাস্তা দখল করে দোকান চালায় তবে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছে ।

আরও পড়ুন:

  1. অ্যাম্বুলেন্স না-পেয়ে হাসপাতাল যাওয়ার পথে টোটোতেই সন্তান প্রসব, তুমুল উত্তেজনা হেমতাবাদে
  2. সুপার স্পেশালিটি হাসপাতালে নেই সিটি স্ক্যানের সুবিধে! রাস্তা দিয়ে স্ট্রেচারে শুয়ে রোগী গেলেন স্ক্যান করাতে
  3. মিলল না অ্যাম্বুলেন্স কিংবা শববাহী যান, হাসপাতাল থেকে সাইকেলেই বৃদ্ধার দেহ নিয়ে গেল পরিবার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.