ETV Bharat / bharat

জানুয়ারি-মার্চে অফিস স্পেসের চাহিদা তুঙ্গে 6টি শহরে, তালিকায় নেই কলকাতা - Office Space Demand - OFFICE SPACE DEMAND

Office Space Demand 2024: জানুয়ারি থেকে মার্চে অফিস স্পেসের চাহিদা রমরমিয়ে বেড়েছে দেশের 6টি শহরে ৷ তার মধ্যে হায়দরাবাদে অফিস স্পেসের চাহিদা দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ এমনটাই বলছে কলিয়ার্স ইন্ডিয়ার রিপোর্ট ৷

Office Space
Office Space
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 4:15 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: চলতি আর্থিক বছর শেষ হতে আর সাত দিন বাকি ৷ তার আগে 6টি বড় শহরে অফিস স্পেসের বা কর্মক্ষেত্রের চাহিদা তুঙ্গে ৷ এমনটাই উঠে এসেছে রিয়েল এস্টেট কনসালট্যান্ট কলিয়ার্স ইন্ডিয়া জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের অফিস মার্কেটের রিপোর্টে ৷ কলিয়ার্স ইন্ডিয়ার তথ্য অনুসারে, কর্মক্ষেত্র ভাড়া নেওয়ার প্রবণতা জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে বার্ষিক 35 শতাংশ বৃদ্ধি পাওয়ার মতো অবস্থায় রয়েছে ।

2024 সালের প্রথম ত্রৈমাসিকে ছয়টি বড় শহর- বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ এবং পুনে জুড়ে অফিসের মোট ভাড়া 13.6 মিলিয়ন বর্গফুটে উন্নীত হবে বলে অনুমান করা হয়েছে । এক বছর আগেও এই ভাড়া নেওয়া অংশ ছিল 10.1 মিলিয়ন বর্গফুট (বর্গফুট)। হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু এবং দিল্লি-এনসিআরে ক্রমশ অফিস স্পেসের চাহিদা বাড়তে চলেছে ৷ তবে চেন্নাইয়ে কমতে পারে । পুনেতে চাহিদা 0.8 মিলিয়ন বর্গফুটে ঠিকঠাক চাহিদা থাকার সম্ভাবনা রয়েছে । তবে এই তালিকায় কলকাতার জায়গা হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, হায়দরাবাদে অফিসের জন্য জায়গা ভাড়া জানুয়ারি-মার্চ মাসে 2.9 মিলিয়ন বর্গফুটে দুই গুণেরও বেশি অনুমান করা হয়েছে, যা এক বছর আগের সময়ের মধ্যে 1.3 মিলিয়ন বর্গফুট ছিল । মুম্বইতে চাহিদা 1 মিলিয়ন বর্গফুট থেকে 90 শতাংশ বেড়ে 1.9 মিলিয়ন বর্গফুট হবে বলে আশা করা হচ্ছে । বেঙ্গালুরুতে অফিস স্পেস লিজিং 3.2 মিলিয়ন বর্গফুট থেকে 25 শতাংশ বেড়ে 4 মিলিয়ন বর্গফুট হবে । দিল্লি-এনসিআর-এ চাহিদা 2.2 মিলিয়ন বর্গফুট থেকে 14 শতাংশ বেড়ে 2.5 মিলিয়ন বর্গফুট হবে বলে আশা করা হচ্ছে ।

চেন্নাইয়ে অফিসের চাহিদা এই বছরের জানুয়ারি-মার্চের মধ্যে 6 শতাংশ কমে 1.5 মিলিয়ন বর্গফুট হতে পারে বলে অনুমান করা হয়েছে, যা আগের বছরের 1.6 মিলিয়ন বর্গফুট ছিল। কলিয়ার্স ইন্ডিয়ার অফিস সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর অর্পিত মেহরোত্রা বলেছেন, "হায়দরাবাদ দেশের একটি বিশিষ্ট বাণিজ্যিক অফিস মার্কেট হিসাবে তার ভূমিকাকে শক্তিশালী করে চলেছে ৷ শহরটিতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার-সহ অন্যান্য বাজারের তুলনায় যথেষ্ট কম দামে অফিস স্পেস ভাড়া পাওয়া যায় ৷"

আরও পড়ুন:

  1. ভূস্বর্গের ‘শোভা’, পর্যটকদের জন্য খুলে গেল এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনের দরজা
  2. চলতি আর্থিক বছরে কর সাশ্রয়ের দশটি সেরা উপায়, জেনে নিন আজই
  3. চড়ুই বাঁচাতে হাজারো মানুষকে উদ্বুদ্ধ করছেন পটনার 'স্প্যারো ম্যান'

নয়াদিল্লি, 24 মার্চ: চলতি আর্থিক বছর শেষ হতে আর সাত দিন বাকি ৷ তার আগে 6টি বড় শহরে অফিস স্পেসের বা কর্মক্ষেত্রের চাহিদা তুঙ্গে ৷ এমনটাই উঠে এসেছে রিয়েল এস্টেট কনসালট্যান্ট কলিয়ার্স ইন্ডিয়া জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের অফিস মার্কেটের রিপোর্টে ৷ কলিয়ার্স ইন্ডিয়ার তথ্য অনুসারে, কর্মক্ষেত্র ভাড়া নেওয়ার প্রবণতা জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে বার্ষিক 35 শতাংশ বৃদ্ধি পাওয়ার মতো অবস্থায় রয়েছে ।

2024 সালের প্রথম ত্রৈমাসিকে ছয়টি বড় শহর- বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ এবং পুনে জুড়ে অফিসের মোট ভাড়া 13.6 মিলিয়ন বর্গফুটে উন্নীত হবে বলে অনুমান করা হয়েছে । এক বছর আগেও এই ভাড়া নেওয়া অংশ ছিল 10.1 মিলিয়ন বর্গফুট (বর্গফুট)। হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু এবং দিল্লি-এনসিআরে ক্রমশ অফিস স্পেসের চাহিদা বাড়তে চলেছে ৷ তবে চেন্নাইয়ে কমতে পারে । পুনেতে চাহিদা 0.8 মিলিয়ন বর্গফুটে ঠিকঠাক চাহিদা থাকার সম্ভাবনা রয়েছে । তবে এই তালিকায় কলকাতার জায়গা হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, হায়দরাবাদে অফিসের জন্য জায়গা ভাড়া জানুয়ারি-মার্চ মাসে 2.9 মিলিয়ন বর্গফুটে দুই গুণেরও বেশি অনুমান করা হয়েছে, যা এক বছর আগের সময়ের মধ্যে 1.3 মিলিয়ন বর্গফুট ছিল । মুম্বইতে চাহিদা 1 মিলিয়ন বর্গফুট থেকে 90 শতাংশ বেড়ে 1.9 মিলিয়ন বর্গফুট হবে বলে আশা করা হচ্ছে । বেঙ্গালুরুতে অফিস স্পেস লিজিং 3.2 মিলিয়ন বর্গফুট থেকে 25 শতাংশ বেড়ে 4 মিলিয়ন বর্গফুট হবে । দিল্লি-এনসিআর-এ চাহিদা 2.2 মিলিয়ন বর্গফুট থেকে 14 শতাংশ বেড়ে 2.5 মিলিয়ন বর্গফুট হবে বলে আশা করা হচ্ছে ।

চেন্নাইয়ে অফিসের চাহিদা এই বছরের জানুয়ারি-মার্চের মধ্যে 6 শতাংশ কমে 1.5 মিলিয়ন বর্গফুট হতে পারে বলে অনুমান করা হয়েছে, যা আগের বছরের 1.6 মিলিয়ন বর্গফুট ছিল। কলিয়ার্স ইন্ডিয়ার অফিস সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর অর্পিত মেহরোত্রা বলেছেন, "হায়দরাবাদ দেশের একটি বিশিষ্ট বাণিজ্যিক অফিস মার্কেট হিসাবে তার ভূমিকাকে শক্তিশালী করে চলেছে ৷ শহরটিতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার-সহ অন্যান্য বাজারের তুলনায় যথেষ্ট কম দামে অফিস স্পেস ভাড়া পাওয়া যায় ৷"

আরও পড়ুন:

  1. ভূস্বর্গের ‘শোভা’, পর্যটকদের জন্য খুলে গেল এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনের দরজা
  2. চলতি আর্থিক বছরে কর সাশ্রয়ের দশটি সেরা উপায়, জেনে নিন আজই
  3. চড়ুই বাঁচাতে হাজারো মানুষকে উদ্বুদ্ধ করছেন পটনার 'স্প্যারো ম্যান'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.