ভুবনেশ্বর, 23 সেপ্টেম্বর: থানায় সেনা জওয়ানের বান্ধবীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ ৷ এবার সেই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে সেই নির্দেশনামা প্রকাশ করা হয়েছে ৷
সেখানে বলা হয়েছে, বিচারপতি চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এই তদন্ত করা হবে ৷ আগামী দু'মাসের মধ্যে সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে ৷
পোস্টে লেখা, "মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ ভরতপুর থানার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন । বিচারক চিত্তরঞ্জন দাস এই তদন্ত করবেন । কমিশনকে 60 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"
ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଆଜି ଭରତପୁର ଥାନା ଘଟଣାର ବିଚାର ବିଭାଗୀୟ ତଦନ୍ତ ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ବିଚାରପତି ଜଷ୍ଟିସ ଚିତ୍ତରଞ୍ଜନ ଦାଶଙ୍କ ଦ୍ବାରା ଉକ୍ତ ତଦନ୍ତ ହେବ। ୬୦ ଦିନ ମଧ୍ୟରେ ରିପୋର୍ଟ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ମାନ୍ୟବର କମିଶନଙ୍କୁ ଅନୁରୋଧ କରାଯାଇଛି।
— CMO Odisha (@CMO_Odisha) September 22, 2024
ଏହାସହିତ ମାନ୍ୟବର ହାଇକୋର୍ଟଙ୍କ ପ୍ରତ୍ୟକ୍ଷ ତଦାରଖରେ…
পোস্টে আরও লেখা রয়েছে, "পাশাপাশি, ঘটনায় ফৌজদারি মামলার দ্রুত বিচারের জন্য হাইকোর্টকেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনও রকম ফাঁক রাখতে নারাজ মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে, দেশের সেনা বাহিনীর প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল তিনি ৷"
গত 15 সেপ্টেম্বর ভুবনেশ্বরের ভরতপুর থানায় তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন এক সেনা আধিকারিকের বান্ধবী ৷ শুধু তাই নয় ৷ তাঁর সঙ্গে থানারই একটি ঘরে যৌন হেনস্থা করা হয় বলেও এক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ৷
সেই ঘটনা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় ৷ বরখাস্ত করা হয় অভিযুক্ত 5 পুলিশ কর্মীকে ৷ ঘটনায় গ্রেফতার করা হয় মোট 7 জনকে ৷ রবিবার তাঁদের সকলের জামিন মঞ্জুর করে জেলা আদালত ৷
মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্য়ে এই প্রসঙ্গে বলা হয়, "মহিলাদের সম্মান রক্ষার্থে রাজ্য সরকার চিন্তিত ৷ তাই এই ঘটনায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ অভিযুক্ত পুলিশ কর্মীদের ইতিমধ্য়েই বরখাস্ত করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার ৷" ভুবনেশ্বরের অতিরিক্ত ডিএসপি কৃষ্ণা প্রসাদ দাশ জানান, এই ঘটনায় একাধিক মামলা রুজু করেছেন নির্যাতিতা ও তাঁর বন্ধু ৷