ETV Bharat / bharat

'আমাদের আর কেউ পাকিস্তানি বলবে না', ভারতীয় নাগরিকত্ব পেয়ে মন্তব্য শরণার্থীর - Pak Refugees on Indian Citizenship

Pak Refugees In Delhi Thank PM Modi: ঘোষণার দু'মাসের মাথায় 14 জন পাকিস্তানি শরণার্থী ভারতীয় নাগরিকত্বের সংশাপত্র পেয়েছেন ৷ নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র আওতায় তাঁদের হাতে সংশাপত্র তুলে দেন স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা ৷ এর জন্য তাঁরা ভারত সরকারকে ধন্যবাদ জানালেন ৷

Citizenship (Amendment) Act 2019
ভারতীয় নাগরিকত্ব পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পাকিস্তানি শরণার্থীদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 12:45 PM IST

নয়াদিল্লি, 17 মে: "আমাদের আর কেউ পাকিস্তানি বলে ডাকবে না", বলছিলেন সদ্য ভারতের নাগরিকত্ব পাওয়া এক শরণার্থী ৷ 15 মে নয়াদিল্লিতে 14 জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের সংশাপত্র তুলে দিয়েছেন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা ৷ গত 11 মার্চ ভোটের দিনক্ষণ প্রকাশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ লাগুর কথা ঘোষণা করেন ৷

এরপর বুধবার 15 মে প্রথম সেটে 14 জনকে ভারতীয় নাগরিকত্বের সংশাপত্র দেওয়া হয় ৷ ভারতের নাগরিকত্ব হতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান থেকে ভারতে আসা শরণার্থীরা ৷ তাঁরা পাকিস্তান থেকে ভারতে এসে দিল্লির মজনু কা টিলা এলাকায় বাস করছিলেন ৷

তেমনই এক শরণার্থী শীতল দাস বলেন, "আমরা 2013 সালের 5 অক্টোবর পাকিস্তান থেকে দিল্লিতে এসেছিলাম ৷ আমরা নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিলাম ৷ যাতে ভারতে কিছু কাজকর্ম পেতে পারি ৷ একমাস আগে আমরা নাগরিকত্বের আবেদন জানাই ৷ 15 মে ভারতের নাগরিকত্ব পেয়েছি ৷ ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ ৷"

আরেক পাকিস্তানি শরণার্থী যশোদা বলেন, "আমরা এখন ভারতীয় নাগরিক ৷ কেউ আর 'পাকিস্তানি' বলে ডাকবে না ৷" তিনিও 2013 সালে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন ৷ এখানে জল আর বিদ্যুৎ সংযোগ পেতে গিয়ে তাঁদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ তিনি বলেন, "এবার আমাদের কাছে নাগরিকত্বের সংশাপত্র আছে ৷ আমাদের না হলেও আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ৷ আমরা এই নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ৷ আমরা এখন ভারতীয় ৷"

আরও পড়ুন:

  1. ভোটের মধ্যেই শুরু শংসাপত্র বিলি, ভারতীয় নাগরিকত্ব পেলেন 14 সিএএ আবেদনকারী
  2. সিএএ-র অধীনে তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে শান্তনু
  3. কেন্দ্রের জবাব তলব করেও সিএএ লাগু করা নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 17 মে: "আমাদের আর কেউ পাকিস্তানি বলে ডাকবে না", বলছিলেন সদ্য ভারতের নাগরিকত্ব পাওয়া এক শরণার্থী ৷ 15 মে নয়াদিল্লিতে 14 জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের সংশাপত্র তুলে দিয়েছেন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা ৷ গত 11 মার্চ ভোটের দিনক্ষণ প্রকাশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ লাগুর কথা ঘোষণা করেন ৷

এরপর বুধবার 15 মে প্রথম সেটে 14 জনকে ভারতীয় নাগরিকত্বের সংশাপত্র দেওয়া হয় ৷ ভারতের নাগরিকত্ব হতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান থেকে ভারতে আসা শরণার্থীরা ৷ তাঁরা পাকিস্তান থেকে ভারতে এসে দিল্লির মজনু কা টিলা এলাকায় বাস করছিলেন ৷

তেমনই এক শরণার্থী শীতল দাস বলেন, "আমরা 2013 সালের 5 অক্টোবর পাকিস্তান থেকে দিল্লিতে এসেছিলাম ৷ আমরা নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিলাম ৷ যাতে ভারতে কিছু কাজকর্ম পেতে পারি ৷ একমাস আগে আমরা নাগরিকত্বের আবেদন জানাই ৷ 15 মে ভারতের নাগরিকত্ব পেয়েছি ৷ ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ ৷"

আরেক পাকিস্তানি শরণার্থী যশোদা বলেন, "আমরা এখন ভারতীয় নাগরিক ৷ কেউ আর 'পাকিস্তানি' বলে ডাকবে না ৷" তিনিও 2013 সালে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন ৷ এখানে জল আর বিদ্যুৎ সংযোগ পেতে গিয়ে তাঁদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ তিনি বলেন, "এবার আমাদের কাছে নাগরিকত্বের সংশাপত্র আছে ৷ আমাদের না হলেও আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ৷ আমরা এই নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ৷ আমরা এখন ভারতীয় ৷"

আরও পড়ুন:

  1. ভোটের মধ্যেই শুরু শংসাপত্র বিলি, ভারতীয় নাগরিকত্ব পেলেন 14 সিএএ আবেদনকারী
  2. সিএএ-র অধীনে তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে শান্তনু
  3. কেন্দ্রের জবাব তলব করেও সিএএ লাগু করা নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.