ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে একটানা ভারী বৃষ্টি, ঝিলম; উদ্বিগ্ন প্রশাসন - Heavy Rainfall in Kashmir - HEAVY RAINFALL IN KASHMIR

Heavy Rainfall in Kashmir: শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতে জম্মু-কাশ্মীরে বন্যার আশঙ্কা ৷ বিপর্যস্ত জনজীবন ৷ ঝিলম-সহ একাধিক নদীর জলস্তর বাড়ছে ৷ উদ্বিগ্ন প্রশাসন ৷

Jammu and Kashmir flood condition
জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 4:17 PM IST

শ্রীনগর, 30 এপ্রিল: দেশের বেশিরভাগ অঞ্চলে গরমে প্রাণ জেরবার ৷ সেই সময় জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টি ৷ সঙ্গে তাপমাত্রাও নীচে নেমে গিয়েছে ৷ কোথাও 5 ডিগ্রি তো, কোথাও -1 ডিগ্রি ৷ তিনদিন ধরে একটানা বৃষ্টিতে ঝিলম নদী-সহ বাকি নদীগুলিতে জলস্তর সামান্য কমেছে ৷ তবে বন্যার আশঙ্কা রয়েই যাচ্ছে ৷ তবে গত রাতে বৃষ্টি থেমেছে ৷

এই ভারী বৃষ্টিতে রাতের তাপমাত্রা শ্রীনগরে 5.3 ডিগ্রিতে, গুলমার্গে -1 ডিগ্রি, বানিহালে 7.8 ডিগ্রি, কুপওয়ারা 3.9 ডিগ্রি, অনন্তনাগে-8.2 ডিগ্রি, পহেলগাঁওতে 2.7 ডিগ্রিতে নেমেছে ৷ বন্ধ স্কুল, জাতীয় সড়কগুলি দিয়ে যাতায়াত করা যাচ্ছে না ৷

ঝিলম নদীর উপর সর্বক্ষণ নজরদারি রাখা হচ্ছে ৷ সঙ্গমে এখন জলেরস্তর 11.92 ফুট ৷ এদিকে নদীরে জলের স্তর 21 ফুটে উঠলেই তা নিয়ে সতর্ক করা হয় ৷ আর 25 ফুট হলে তা বিপদসীমা ৷ একইভাবে পাম্পোর, রাম মুন্সি বাগ, অসম এবং উল্লার নদীতেও জলের স্তর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সরকারি আধিকারিকরা ৷

মঙ্গলবার ভোরের দিকে পুলওয়ামার পাম্পোর এবং শ্রীনগরের রাম মুন্সি বাগে জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল ৷ এমনকী বন্যার মাত্রাও ছাড়িয়ে গিয়েছিল ৷ তবে পরে জলস্তর কমতে থাকে ৷ গতকাল রাতে ঝিলম নদীতেও একই অবস্থা হয়েছিল ৷ এখন জলস্তর কমছে বলে জানা গিয়েছে ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীরের সর্বত্র ভারী বৃষ্টি চলবে ৷ এতে বন্যা হতে পারে বলে আশঙ্কা ৷

শুক্রবার থেকে একটানা বৃষ্টিতে কাশ্মীরের কুপওয়ারা জেলায় পোহরু নাল্লা একেবারে ফুলেফেঁপে উঠেছে ৷ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ইতিমধ্যে এলাকাগুলি পরিদর্শন করেছেন ৷ তিনি সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানিয়েছেন ৷ তিনি বলেন, "মনে হচ্ছে, 2014 সাল থেকে আমরা কোনও শিক্ষা পাইনি ৷ আবহাওয়ার বদল হচ্ছে ৷ দুবাই একটা মরুভূমি, সেখানে একদিনে এমন বৃষ্টি হচ্ছে যা 18 মাসে বৃষ্টিপাতের সমান ৷ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও বদলাতে হবে ৷"

আরও পড়ুন:

  1. ফের উত্তরাখণ্ডে হিমবাহী হ্রদ থেকে বন্যার ঝুঁকি, পর্যবেক্ষণে বিশেষজ্ঞ টিম
  2. সুন্দরবনকে বাঁচাতে বিশ্বব্যাংকের সাহায্যে 4 হাজার 100 কোটির অনুমোদন রাজ্যের মন্ত্রিসভার

শ্রীনগর, 30 এপ্রিল: দেশের বেশিরভাগ অঞ্চলে গরমে প্রাণ জেরবার ৷ সেই সময় জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টি ৷ সঙ্গে তাপমাত্রাও নীচে নেমে গিয়েছে ৷ কোথাও 5 ডিগ্রি তো, কোথাও -1 ডিগ্রি ৷ তিনদিন ধরে একটানা বৃষ্টিতে ঝিলম নদী-সহ বাকি নদীগুলিতে জলস্তর সামান্য কমেছে ৷ তবে বন্যার আশঙ্কা রয়েই যাচ্ছে ৷ তবে গত রাতে বৃষ্টি থেমেছে ৷

এই ভারী বৃষ্টিতে রাতের তাপমাত্রা শ্রীনগরে 5.3 ডিগ্রিতে, গুলমার্গে -1 ডিগ্রি, বানিহালে 7.8 ডিগ্রি, কুপওয়ারা 3.9 ডিগ্রি, অনন্তনাগে-8.2 ডিগ্রি, পহেলগাঁওতে 2.7 ডিগ্রিতে নেমেছে ৷ বন্ধ স্কুল, জাতীয় সড়কগুলি দিয়ে যাতায়াত করা যাচ্ছে না ৷

ঝিলম নদীর উপর সর্বক্ষণ নজরদারি রাখা হচ্ছে ৷ সঙ্গমে এখন জলেরস্তর 11.92 ফুট ৷ এদিকে নদীরে জলের স্তর 21 ফুটে উঠলেই তা নিয়ে সতর্ক করা হয় ৷ আর 25 ফুট হলে তা বিপদসীমা ৷ একইভাবে পাম্পোর, রাম মুন্সি বাগ, অসম এবং উল্লার নদীতেও জলের স্তর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সরকারি আধিকারিকরা ৷

মঙ্গলবার ভোরের দিকে পুলওয়ামার পাম্পোর এবং শ্রীনগরের রাম মুন্সি বাগে জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল ৷ এমনকী বন্যার মাত্রাও ছাড়িয়ে গিয়েছিল ৷ তবে পরে জলস্তর কমতে থাকে ৷ গতকাল রাতে ঝিলম নদীতেও একই অবস্থা হয়েছিল ৷ এখন জলস্তর কমছে বলে জানা গিয়েছে ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীরের সর্বত্র ভারী বৃষ্টি চলবে ৷ এতে বন্যা হতে পারে বলে আশঙ্কা ৷

শুক্রবার থেকে একটানা বৃষ্টিতে কাশ্মীরের কুপওয়ারা জেলায় পোহরু নাল্লা একেবারে ফুলেফেঁপে উঠেছে ৷ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ইতিমধ্যে এলাকাগুলি পরিদর্শন করেছেন ৷ তিনি সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানিয়েছেন ৷ তিনি বলেন, "মনে হচ্ছে, 2014 সাল থেকে আমরা কোনও শিক্ষা পাইনি ৷ আবহাওয়ার বদল হচ্ছে ৷ দুবাই একটা মরুভূমি, সেখানে একদিনে এমন বৃষ্টি হচ্ছে যা 18 মাসে বৃষ্টিপাতের সমান ৷ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও বদলাতে হবে ৷"

আরও পড়ুন:

  1. ফের উত্তরাখণ্ডে হিমবাহী হ্রদ থেকে বন্যার ঝুঁকি, পর্যবেক্ষণে বিশেষজ্ঞ টিম
  2. সুন্দরবনকে বাঁচাতে বিশ্বব্যাংকের সাহায্যে 4 হাজার 100 কোটির অনুমোদন রাজ্যের মন্ত্রিসভার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.